পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৯০ >W)a তবে শর্ত থাকে GT, Companies Act, 1913 (VII of 1913) of অধীন নিবন্ধিত কোন কোম্পানীর বাংলাদেশের বাহিরে উদ্ভূত আয়, যাহার উপর এই আইনের ধারা ১১(৪) প্রযোজ্য নহে, যদি বাংলাদেশে আনীত হয় তাহা হইলে সেই আয়ের উপর ১০ শতাংশ হারে রেয়াত প্রদান করা হইবে: NON vIRT3 *Nố <!T-F GI, Companies Act, 1913 (VII of 1913) ് এর অধীন নিবন্ধিত কোন কোম্পানী যদি দ্রব্যাদি উৎপাদনেট প্রদান করা হইবে:- ാ রেয়াতের হর। (অ) যে ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের উৎপাদনের সেই ক্ষেত্রে উক্ত পরিমাণের তুলনায় ১৫% এর অধিক, আয়করের ২.৫%। কিন্তু ২৫% এর অধিক নহে, -- (আ) যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের উৎপাদনের সেই ক্ষেত্রে উক্ত পরিমাণ পূর্ববর্তী বৎসরের উৎপাদনের আয়ের প্রতি প্রযোজ্য পরিমাণের তুলনায় ২৫% এর অধিক, আয়করের ৫% | (S) Companies Act, 1913 (VII of 1913) ა(ჯ% এর অধীন বাংলাদেশে নিবন্ধিত কোন কোম্পানী অথবা জাতীয় সংসদের আইন অনুযায়ী গঠিত সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠান হইতে ১৯৪৭ সালের ১৪ই আগস্টের পরে ইসুকৃত, প্রতিশ্রুত ও পরিশোধিত অংশ Jః উপরে ঘোষিত এবং পরিশোধিত & ডিভিডেন্ড আয়ের উপর। - - o ব্যাখ্যা ১।- "শিল্প কোম্পানী” অভিব্যক্তিতে এইরূপ কোম্পানী বুঝাইবে যে s কোম্পানী প্রধানতঃ নিম্নবর্ণিত কার্যাদিতে ব্যাপৃত : Q (১) দ্রব্যাদি উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ; (২) যন্ত্রপাতি, প্ল্যান্টস, যন্ত্রাদি এবং সর্বপ্রকার সরঞ্জাম প্রস্তুতকরণ; (৩) জাহাজ অথবা মোটরযান নির্মাণ; (৪) গ্যাস, তৈল অথবা অন্য কোন খনিজ দ্রব্যাদির অনুসন্ধান ও আহরণ: