পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৯১ 888, তৃতীয় তফসিল (ধারা ১১ দ্রষ্টব্য) KF Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) “El ് section 2(46) এ উল্লেখিত প্রত্যেক ব্যক্তি করদাতা, হিন্দু যৌথ পরিবার, * অনিবন্ধিত অংশীদারী ফার্ম, ব্যক্তি-সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির CŞ ক্ষেত্রে-যে সকল ক্ষেত্রে খ অনুচ্ছেদ প্রযোজ্য নহে- o o - ঘার N & (১) প্রথম ৬০,০০০ টাকা করযোগ্য আয়ের উপর ... ... Σο% ve (২) পরবর্তী ৬০,০০০ টাকা করযোগ্য আয়ের উপর ... ... ఇం%) (৩) পরবর্তী ৬০,০০০ টাকা করযোগ্য আয়ের উপর ... ... -৩০% (৪) অবশিষ্ট করযোগ্য আয়ের উপর ... ... - 8% তবে শর্ত থাকে যে,- (®) Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) to SIXTH SCHEDULE & PART 'B' to Paragraph 1 হইতে 14 এবং paragraphs 17, 18 এবং 20 অনুযায়ী প্রদত্ত কর অব্যাহতি (কিছু থাকিলে) মোট আয় হইতে বাদ দেওয়ার পূর্বে মোট আয় যদি ৪০,০০০ টাকার অধিক না হয়, তাহা হইলে উক্ত মোট মোট আয়ের উপর কেন আল্পদিতে হবেনা। (আ) প্রদেয় আয়কর কোন অবস্থাতেই নিম্নলিখিত সীমারেখা অতিক্রম করবে না (১) ৪০,০০০ টাকার অতিরিক্ত মোট আয়ের এক-তৃতীয়াংশ, অথবা 5 (২) মোট আয়ের শতকরা ৪৫ ভাগ, এই দুইয়ের মধ্যে যেইটি কমঃ তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে মোট আয়ের মধ্যে এই তফসিলের গ অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন নিবন্ধিত ফার্মের আয়, মুনাফা বা লাভ অন্তর্ভুক্ত থাকে সেই ক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী প্রদেয় আয়করের সংগে গ অনুচ্ছেদ অনুসারে নিবন্ধিত ফার্ম হইতে প্রাপ্য নির্দিষ্ট অংকের অন্য প্রদেয় আনুপাতিক আয়কর যোগ করা হইবে এবং যোগ করার পরই ঐ করের অংকের পরিমাণু যদি নিবন্ধিত ফর্মের অংশীদারের মোট আয়ের শতকরা ৫০ ভাগের বেশী হয়, তাহা হইলে এই অনুচ্ছেদ অনুযায়ী তাহার প্রদেয় আয়কর টেলেশন্স ফজলে নে -് আরও শর্ত থাকে যে, কোম্পানী ব্যতিরেকে, বাংলাদেশে নিবাসী এমন কোন ব্যক্তি বাংলাদেশের বাহিরে উদ্ভত কোন আয় যদি সরকারী মাধ্যমে (official channel) বাংলাদেশে আনয়ন করেন তাহা হইলে তাহার ঐ আয়ের উপর শতকরা ৩০ ভাগ হারে