পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিন বিনজারী (ন) [ ফা-বিন্‌—জারী ] ধি৭, যাহা জারী করা হয় নাই ; আদালতের যে আদেশ কার্য্যে পরিণত করা হয় নাই । বিনত । বি (বিশিষ্টরূপে ইত্যাদি ) নম্ (প্রণাম করা ) +ত ( স্ত, কত্ত্ব) যে বিনয়াদি দ্বার সৰ্ব্বদা নত থাকে ] বিণ, সম্যক অবনত ; প্ৰণত । ২। নম্র ; বিনয়ী। স্ত্রী, বিনতা— বিনম্র । বিনতা—বি, কণ্ঠপ মুনির পত্নী। বিনতানন্দন ( ) বি, পুং, কণ্ঠপপত্নী বিনতার গর্ভজাত সস্তাণ : অরুণ ও গরুড় । বিনতি ( নো)[বি—নম্ +তি (ক্তি-ভাবে) বি, স্ত্রী, বিনয় । ২ । অনুনয় । ৩। শিষ্ট৩ ; সুশীলতা । ৪ । শিক্ষা । ৫ । শাসন ৷ ৬ ৷ বদল ; বিনিয়োগ । ৭। পরিশোধ । বিনদ-বি, ধ্বনি ; শব্দ। বিননিয়া বিননী (দ্রঃ)+ইয়া ( অস-ফ্রিবিভক্তি) পদেj] ক্রি, নিনী করিয়া ; ধিনাইয়। প্র—"বিলনিয়| চিকশিয়া বিনোদ কবরী। ধয়াতলে ধায় ধরিবারে বিষধরী।”—অন্নদা মঙ্গল । বিননী—বি, কেশবিন্যাস : বেণীবন্ধন। বিননো (বিনোনো ) { গ্রা—বিলুনো। বিনান দ্রঃ ] ক্রি, বিননী কয় ৷ ২ ৷ বিলাপ করা । বিনমন (ন) বি, প্রবণতা। ২। নমতা। বিনমিত (নো) বিণ, নত ; নয়। ২। প্রবণ। স্ত্রী, বিনমিতা। বিনম্র (বিনম্ম্র) বিণ, বিনয়ী ; বিনয়াবনত । २ । भूझ : ८4नल । वि, दिनश्वडी । বিনয় (য়) | বি ( বিশিষ্টরূপে ইত্যাদি) নী ( পাওয়া বা নত হওয়া ) + অ (অল্–ভাবে)] বি, পুং, নম্রভাব ; মমতা । ২ । কোমলত । ৩। শিক্ষা । স্ত্রী, বিনয় । বিনয়ন (ন) [ বি-নী (নত হওয়)+অন ( অনটু—ভাবে ) ] বি, প্লী, নমতা । ২ । অপনয়ন : নিরীকরণ : অপনোদন। ৩ । মোচন । ৪ । শিক্ষা । বিনয়াবনত [বিনয় দ্বারা অবনত, ৩তৎ] ধিণ, বিনয়-নম : বিনয়বশে নত। বিনয়ী (বিনোই ) { বিনয়িন, বিনয় (নক্ষত) +ইন ( অস্ত্যর্থে) যাহার বিনয় আছে | বিণ, বিনয়শালী ; বিনীত ; শিষ্ট : বিনম্র । স্ত্রী, বিনয়িনী। বিনশন (ন) [ বি ( বিশিষ্ট্ররূপে ইত্যাদি) নশ (নষ্ট হওয়া )+অন ( অনটু—ভাবে ) ] ধি, প্লী, বিনাশ ; ধ্বংস : ক্ষয় । ২ । [ বি --নশ,+অন (অনট—অধি) যাহাতে পাপাদি নাশ হয় ] সরস্বতী নদীর অস্তদ্ধান-দেশ ; প্রভাস তীর্থের সমীপস্থ তীৰ্থ । >>>b" বিনশ্বর (বিনশ শর) ৰি-নশ,+বর (কর্তৃ —শীলার্থে ) নষ্ট হওয়াই যাহার স্বভাব ] বিণ, বিনাশশীল ; অচিরস্থায়ী ; ক্ষণভঙ্গুর ; অনিত্য । বিনষ্ট [ दि-नन,+७ ( ख-कर्दू) cय नठे হয় ] বিণ, ধ্বংসপ্রাপ্ত । ২ । গত ; অতীত । ৩ । ক্ষয়িত । ৪ । প্রনষ্ট ; মৃত । বিনস্[ বি ( নাই) নাসিক যাহার, বই ; নাসিক স্থানে নস্] ধি৭,নাসিকাহীন ; গাদা । বিনা [সং । বাং-গ্ৰা—“বিনি" "বিনে,” "বিমু" ] বি, ভিন্ন ৷ ২ ৷ ব্যতীত ; ব্যতিরেক । ৩ । অভাব । ৪ । বর্জন । বিনাকৃত (বিনাৰ্ব্বত ) বিণ, বিরহিত ৷ ২ ৷ ত্যক্ত ৷ ৩ ৷ বিশ্লিষ্ট । - বিনান (নো ) { হি-বোন (বিননী করা ) । সং–বেৰ্ণ ৰন্ধন। উ-পু—বিনাই । ম-পুবিনাও । প্র-পু-বিনায় । অসক্রি— বিনাইতে : বিনাইয়া ; বিনিয়ে ] ক্রি, বিলনী করা ; বেণ রচনা করা । ২ । [ বর্ণন হইতে হি—বৈান=বিলাপন ] বিস্তারিত খেদোক্তি করা : দীঘ বিলাপ করা । প্র~-"পতি শোকে রতি কাদে বিনাইয়া নানা ছাদে ভাসে চক্ষু জলের তরঙ্গে "—অন্নদামঙ্গল । বিনানিয়া বিননিয়া দ্র: ] ক্রি, বিননী করিয়া। ২ । বিণ, বিননীবিশিষ্ট । প্র—"বিনানিয়া বিনোদিয়া বেণীর শোভায় । সাপিনী তাপিনী তাপে বিবরে লুকায় ॥”—ভারতচন্দ্র । বিনাম। [বি ( নাই) নামন (নাম) যাহার दां पांशप्ट-द२] १ि१, नांभशैन । २ ।। অপ্রকৃত নামমুক্ত। ৩। বি, জুতা : চৰ্ম্মপাদুকা । বিনায়ক ( ) { বি ( বিশিষ্টরূপ ) যে নায়ক (গণের অধিপতি)-কৰ্ম্মধা] বি, পুং, গণনায়ক ; গণপতি ; গণেশ । ২ । [ বি ( বিশিষ্টরূপে ইত্যাদি ) মী (লইয়া যাওয়া )+অক ( কত্ত্ব) যে জ্ঞানে বা গমনে অতি দূরে লইয়া যায় ] শিক্ষাগুর । ২। বুদ্ধ। ৩। গরুড় । স্ত্রী, বিনায়িকা—গরুড়পত্নী । বিনাশ (শ, ) [ বি-নশ,+অ (ঘএ,ভাবে ) ] বি, পুং, উচ্ছেদ ; ধ্বংস : ক্ষয় ; cजा” । २ । भूट्रा । বিনাশক ( ) ( বি—দশ,+অক ( কত্ত্ব) যে সংহার করে } বিণ, বিনাশকারী : সংহারক ; ধাতক । বিনাশন (৭) বিণ, নাশসাধক ; বিলোপকারী: ধ্বংসকারক । বিনাশিত [বি-নশ +ই ( শিচ, )=নাশি ( বিনাশ করনি ) +ত ( ও-কৰ্ম্মে ) যাহাঁকে বিনাশ পাওয়াইয়াছে ] বিণ, বিনাশপ্রাপ্ত ; दिनटे ।। २ । निश्ठ । বিনি বিনাশী বিনাশ+ইন ( অস্ত্যৰ্থে) যাহার বিনাশ আছে ] ৰিণ, বিনাশশীল ; নশ্বর ; অনিত্য। ২। [ বি—নশ,+ই (শিচ,=নাশি (নাশ পাওয়ান)+ইন (শিন—কর্তৃ, শীলার্থে) যাহার নাশ পাওয়ান স্বভাব ] বিনাশক ; বিনাশকারী। স্ত্রী, বিনাশিনী—ধ্বংস কারিণী । বিনাশোন্মুখ ( খৃ) [ যে বিনাশের জন্য উন্মুখ ( উদ্যত )–৪তৎ ] বিণ, মরণোদ্যত ; মৃত্যুমুখাগত ; উপস্থিত মৃত্যু ; মৃতপ্রায় ৷ ২ ৷ ধ্বংসোন্মুখ। - বিনহ [ বি (বিবিধ প্রকারে ইত্যাদি) নহ, ( বাধা বা আচ্ছাদন করা )+অ ( ঘঞ— করণে ) ] বি, পুং, কূপের মুগ্ধাচ্ছাদন ; মুখপাট । বিনি, বিনে বিনা শব্দের প্রাদে উচ্চারণ] অ, বিনা ; অভাব : ব্যতীত ; ব্যতিরেক । প্র—“বিনি দুখে মুখ কবই নাহি হোয় ৷”— বিদ্যাপতি । "কেন বিনি বাতাসে তরণী টলে ।”—বাং-গান । [ দ্রঃ–‘মিনি’ শব্দও ব্যবহৃত হয় । “মিনি স্বতে গাথা মালা”— গান ] । ২ । ভিন্ন ; বিনা ৷ প্ৰ—“আমার ওপর বিণি দোষে ওর কেন জারি ;”—হেম বন্দ্যো । "তোমা বিনে কেহ যদি, অন্ত নাহি জানে ক্ষতি, কি তোমার হবে তাহার দেথনে।” —বাং-গান । “তো বিনে উনমত কান”— বিদ্যাপতি । বিনিঃসরণ (বিনিশ শরন) বি, বহির্গমন । বিনিঃস্থত (বিনিশ স্বত ) (বি (বিশিষ্টরূপে ইত্যাদি ) নিৰ্ব-স্ব (বাহিরে আসা ) +ত ( ক্ৰ-কত্ত্ব) যাহা কোন আবৃত বস্তুর ভিতর হইতে বাহিরে আসে ] বিশ, বহির্নির্গত ; বহিঃপতিত । বিনিক্ষিপ্ত (বিলিৰুথিপত) [ বি-শিক্ষিপ্ত ] বিণ, প্রক্ষিপ্ত ; যাহা নিক্ষেপ করা হইয়াছে। বি, বিনিক্ষেপ। বিনিগমক ( ) { বি-নিগম+ক ] বিণ, প্রতিপাদক ; নির্ণায়ক ; সংশয়নিবারক ৷ ২ ৷ ব্যবচ্ছেদক । বিনিদ্র (বিনিদূত্র ) { বি ( নাই ) নিদ্রা ( ঘুম) যাহার, বহ ] বিণ, জাগতি ; নিদ্রারহিত : তন্দ্রাহীন ৷ ২ ৷ উষ্মীলিত । [ সম —বিনিদ্রা অর্থে বিগত নিদ্র অর্থাৎ নিদ্রিত থাকিবার পর নিদ্র ভঙ্গ । অনিদ্ৰ— নিদ্রার অভাব অর্থাৎ নিদ্রাহীনতা রোগ । রজনীর কোলাহল থামিলে বিনিদ্র শিশুগণ পুনরায় নিদ্রিত হইল। উৎকট চিন্তায় তিনি সারারাত্রি অনিদ্রায় কাটাইয়াছেন। অনিদ্রা নিরবচ্ছিন্ন জাগরণ বুঝায়, ইহা রোগজনিত ; বিনিদ্র নিদ্রারব্যাঘাত জনিত ] ।