পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড় জষ্ঠ বাহাঁতে লিখিত হয় । ক1=চl, র=ড় ; তুল—পত্র, পত্রক, পত্রিকা হইতে পর্চা— পাতড়া । বাঙ্গালা, হিন্দী সংস্কৃত মিশ্রিত ভাষায় লিখিত চৈতন্ত চরিতামৃত গ্রন্থে কড়চ শব্দকে সংস্কৃত আকার দেওয়া হইয়াছে যথা— “তথাহি শ্রীরূপগোস্বামিকড়চায়াঃ শ্লোকঃ ।” —জগদীশ্বর গুপ্তের টীকাতেও—“অন্মাদারভ্য নবশ্লোকা: স্ত্রীরূপগোস্বামিকড়চোদ্ধতা: ) বি, বিবরণ শ্লোক ; দিনলিপির আকারে লিখিত জীবনী বা ইতিবৃত্ত ( তুল—রোজ নামচা = diary ) । প্র—“কড়চা করিয়া কিছু লাগিল৷ লিখিণ্ডে" —চৈতন্ত চরিত। ২ । সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত । ৩। খুচরা পদ্য সাহিত্য । ৪ । [ জমিদারী মহাজনীতে । উঃ– কড়চা ] যে কাগজে কোন প্রজার কত খাজনা কোন তারিখে আদায় (উইল) হুইল ও কত বাকী রহিল তাহার বিবরণ লিখিত হয় ; ওয়াশীলবাকী বহি । কড়তা (ড ) [ কর্তা ও বলে ] ধি, পণ্য ক্রয় বিক্রয় কালে দ্রব্যাধার বা পাত্রের ওজন। প্র— কলসীর কড়ত বাদ দিয়া গুড় ওজন কর। কড়মড় (কড়সড় ) [ শব্দাত্মক ] বি, কঠিন দ্রব্যের চর্বণ শব্দ : কামড়ের শব্দ । ২ । দন্তে দন্তে ঘৰ্ম্মণ শব্দ । প্র –"কড়মড় করে দস্ত কট মট চায়”—কৃত্তিবাস । বিণ. কড়মড়িয়া, কড়মড়ে—অত্যন্ত শুষ্ক । [ দ্রঃ—মৃদ্ধ হইলে কিড়মিড় । প্র—"াত কিড়মিড় করা” । মৃদুতর ও সুখকর অর্থে কুড়মুড় । কড়মড়ান (কড়মড়ানো ) ক্রি, কড়মড় শব্দ করা বিরক্তি, ক্রোধ, আক্রোশ প্রভৃতি চর্ক, দন্তে দন্তে ঘৰ্মণ শব্দ। প্র—“অগ্নিময় চক্ষু: যথ হযক্ষ, সরোধে কড়মড়ি ভীম দত্ত, পড়ে লম্ফ দিয়া বৃষস্কন্ধে, রামচন্দ্র আক্ৰমিল রণে কুমারে ।”—মেঘনাদ ৷ ২ ৷ কডমড় শব্দে চৰ্ব্বণ করা। বি, কড়মড়ানি । কামড়ান দ্রঃ । কড়মা [ কড় (দ্র )=ভোগ্য, ভক্ষ্য। অথবা কৰ্ম্ম হইতে করম—কড়ম ( স্বার্থে আ ) মঙ্গল কৰ্ম্ম বা মঙ্গলাচার। ইহা দই শব্দের সহযোগে ব্যবহৃত হয়, যথা—দই কড়মা ( দধি কৰ্ম্ম— দধি ঘটিত মঙ্গল-কৰ্ম্ম ) ] বি, ভক্ষ্য : মঙ্গলাচার উদ্দেশে বিহিত ভক্ষ্যবিশেষ। দই দ্রঃ । কড়ম্ব [ কড়, ( পৃপক্‌ করা ) +অশ্ব-কৰ্ম্মে (অস্বচ, ) সংজ্ঞার্থে বি, পুং, যাহাঁকে পৃথক করা যায় : শাকাদির ডাটা । ২ । [কওঁ, অস্বচ, ] অগ্রভাগ ; আগড় । ৩। কুড়ি : অঙ্কুর । কড় দ্র: ৪ । কড়েয়া কদম্ব । ৬। কলম্ব : বাণ । ৭ । [ প্রাদে ] বংশের একমাত্র সন্তান। স্ত্রী-কড়ম্বী-কলমীশাক। : లa कफुद्र (कफुब्रl ) [श्-िकब1 । नर-कळीब्र শঙ্কজ ] বিপ, কর্কশ দৃঢ় : শক্ত ; কঠিন । কড়সী (কোড়,শি) [ কড় (কটি) সী (স্বত্র ) । প্রাদে ] ৰি, কটঙ্কুর ; মুনসী। কড় সং—কপর্দক : হি—কোঁড়ী, অবজ্ঞার্থে— আ] বি, কপর্দক : কড়ি। ২। এক কড়ির মূল্য বা পরিমাণ। ১ কড়া = ৪ কাক = ৩ ক্রান্তি => प्रठि=v० ठिन । ७ । ५न । ॐ“অন্ধক জনার নড়ি দরিদ্রের কড়া”—কবিক । ৪ । [ তুল-কণা, কুটা, কুটী"। ইং, ল্যা— ; Co—cuota ; 2 - cota; Caআ—কৃৎরহ, কৃত ] কণী : টুকরা ; অতি ক্ষুদ্রাংশ : অতি সামাষ্ঠ ; একটুকু এক তিল। প্র—তাহার এক কড়ারও যোগ্যতা নাই । বিণ, কড়িয়া ; কড়ে । কড়া (ক)[কড় দ্রঃ । কঠোর। ংি—কর1] বিণ. কঠোর : কঠিন : শক্ত ; যাহাকে সহজে নোয়ান यांझ न । य-रूप्ल भां ि। २ । षांश সহজে গলে না বা গলান যায় না। প্র—কড়া মাংস ৷ ৩ ৷ তেজাল : তীব্র : কড়া ; খর । প্র—কড়া রদ র ( রৌদ্র ) ; আগুনের কড়া আঁচ। ৪। কৰ্ত্তব্য পালনে কঠোর নির্গম ; কঠিন দণ্ড বিধায়ক । প্র—কড়া হাকিম । ৫ । যে ছাড় দেয় না : যে কাজে টিলা দেয় না ; খুব সতর্ক। প্র-কডা পাহারা । ৬ স্বরে বা কণ্ঠরবে ] কর্কশ : কড়া ; শ্রুতিকটু। প্র— কড়া আওয়াজ। ৭ । [ ভাবে বা অর্থে ] কর্কশ ; কঠোর : নির্দয় ; নিষ্ঠুর। প্র— কড়া কথা । ৮ । অবিশ্রান্ত এবং অতিশয় । প্র—কড়া মেহনত বা শ্রম । ৯। কষ্টসহনশীল : সহজে যাহা বহির্গত হয় না । প্র—কড়া প্রাণ : কড়া জান। ১• বদ্ধ ( মুষ্টি ) ; ব্যয়কুণ্ঠ । প্র—খরচ সম্বন্ধে তাঁহার হাত ভারি কড়া ( ইহার বিপরীত শিপিল : দরাঞ্জ ; মুক্ত ) ৷ ১১ । চড়া : মহাৰ্য ; উচ্চ । প্র-কড়া দর বা দাম । ১২ । উগ্র ; রক্ষ । প্র-কড়া মেজাজ। ১৩ । বাধা ; অলঙ্ঘ্য । প্র-কড়া নিয়ম । কড়া হুকুম । ১৪ । [ আকর্ষণ হইতে কথা । তুল— কড়াকড় ] দৃঢ় কৰা টান : আর্ট। প্র— কড়া করে গেরো বা বাধন দেওয়া । ১৫ । [ কষণ-ঘমণ ] বি, কঠিন বস্তুর ঘর্ষণ জাত ফোঙ্ক নিয়ত ঘৰ্ষণ হেতু শরীরের যে স্থানের চৰ্ম্ম কঠিন ও পুরু হয় ; ঘাট ; জাড়ো । প্র— “বলেন তিনি কড়া পড়ল হাতে বার্টুন বেটে” দ্বিজেন্দ্র রায় । ১৬ । ৰং অভ্যাসের চিহ্ন স্বরূপ ঘাটা। প্র-কড়া পড়িয়াছে হাতে অন্নবস্ত্ৰ দিয়া"—ভারতচন্দ্র । কড় (ক্ )[সং—কটক]বি, ধাতু বলয় ; লোহার বালা। প্র—হাতে কড়া পরান। ২। বালার মত to ; also ; handle. Gi-"ch bi's quota cote ; কউ পেয়ালার কড়া ধরিতে পারিতেছিল না, পেয়াল এত তপ্ত ছিল”—মতিচুর। ৩। তবলা, ঢোল প্রভৃতির রজ্জ্বস্থিত আংটী । কড়া (ক) সিং-কটাই ; হি-কঢ়াই কটক বা বলরাকৃতি বলিয় ] বি, কটাহ ; কড়াই ; দুগ্ধ তৈলাদি জ্বাল দিবার ধাতু-পাত্রবিশেষ ; খুলি । প্র—“সন্মুখে দুধের কড়া কাটতে গোঢ়ন”—হেমচন্দ্র । কড়া (ক্ৰ) [ কড় দ্রঃ ] বি,বেল বা ফুলের অব্যবহিত পরবর্তী সময়ে ফলের অবস্থা ; ফলের প্রাথমিক অবস্থা . কড়েয়া । প্র—“রক্ত পীত ঘনশ্যাম, কাচ কড়া পাক। আম, কাটাল গোলাপজাম ফল অগণন ।" --5 || কড়াই [ কলার দ্রঃ ] বি, মুগ : মটর ও মাষকলাই প্রভূতি [ কটাই শব্দজ ] বি, ক্ষুদ্র কটাহ । ৩ । [ হি- কড়া : সং— কটক ] বি, বলয় : বালা । 3회 “পিতার বচনে ভাটে দিল পুরস্কার, ধোড়া জোড় কড়াই কনক কণ্ঠহার।” —ঘনরাম । কড়াকড় ( কড়াকড়, ) [ কড়1+কড়া ] বিণ, শক্ত ৷ ২ ৷ ভীষণ । ঝমালাম দ্রঃ । প্র"দক্ষ পক্ষ বিপক্ষ দেখিয়া দড়বড় । দুইদলে সংগ্ৰাম লাগিল কড়াকড় ॥” –শিবায়ন । ৩। বি, অব্যক্ত শব্দ ; মেঘগর্জন : বজ্রধ্বনি । [ কড়াৎ দ্রঃ ] প্র—“কড়কড়াকড় কড়াৎ কড়াৎ ডাকবে যখন ঝনঝনে ৷”—ম্যাকবেথ (গিরিশ) কড়াকড়া ( কড়াকড়া ) । সংখ্যাধিক্যে দ্বিত্ব ] বি, শক্ত শক্ত কথা ; কঠোর বাক্যে তিরষ্কার । প্র—তাহাকে খুব কড়াকড়া শুনিয়ে এসেছে ৷ ২ ৷ বিণ, কঠোর ; শক্ত শক্ত ( বহুবচনে দ্বিত্ব ) ৷ প্ৰ—কড়াকড় কথা । কড়াকড় (কড়াকড়, ) [ কড়াকড় দ্রঃ] ধিণ, শক্ত ; কঠোর । প্র—কড়াকড় নিয়ম । কড়াক্রান্তি [ ১কড়l=8কাক=৩ ক্রান্তি ] বি, মুদ্রার অতি ক্ষুত্র ক্ষুদ্র সংখ্যা ; হুগাহিসাব । কড়াৎ ( কড়াৎ ) [ শব্দাত্মক ] বি, অব্যক্ত ২ । বজ্রধ্বনি । 3--- "যখন করবে মেঘ ঝুপুর ঝুপুর চকচকাচক হানবে চিকুর কড়কড়াকড় কড়াৎ কড়াৎ ডাকৰে যখন বন্ধনে । —ম্যাকবেথ ( গিরিশ ) । কড়ানিয়া কেড় দ্রঃ ] কি কড়া পরিমাণ মুদ্র-সম্বন্ধীয় গণনাৰ অঙ্ক । শতপয্যন্ত কপদক গণনা । শব্দ ।