পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কম কমতি ( কোম্তি ) { হি-বাঙ্গালার গ্রাম্য ব্যবহার ] ৰি, অল্পতা : হ্রস্বতী ৷ ২ ৷ বির্ণ, কম : অল্প প্রয়োজনাপেক্ষা নুন । প্র—“সে বসন ভূষণ কমৃতি হ’লে স্বামীকে স্ত্রী বকে।" - --দ্বিজেন্দ্র রায় । "আমাদের বাদিকে কমৃতি থাকিলেও ডানদিকে বাড়তি থাকিতে পারে।” –চারিত্রপুজা । कभन [ कम् ( कोमन कब्र ) अनप्ले— ( সংজ্ঞার্থে) ] বিণ, কামনাকারী ; লম্পট । ২ । কমনীয় ; মোহন । অস্ত শব্দের সহিত সমাসক্ত হইয়া বিরল ব্যবহৃত। প্র— ভুবন কমনরূপ। ত্রিভুবন কমন। কমনীয় দ্রঃ । কমনীয় (কমেনিও) [ কম্ (ইচ্ছা করা ) + অনীয় ( কৰ্ম্মে ) ] বিণ, মনোহর ; বাঞ্ছনীয় : স্বন্দর ; রম্য। ২ । অভিলষণীয় ; পূহণীয়। বি, কমনীয়তা । কমনীয়তা [ কমনীয়+তা (ভাবে) ] বি. স্ত্রী, স্পৃহণীয়তা : অভিলষণীয়তা । ২ । সৌন্দয্য : মনোহরতা : চিত্তরঞ্জকত । বিণ, কমনীয় । কমনে (ক) [ কম্ (কিম্=কি, কোণ) নে ( স্থানে ) । গ্রী । পূবাং—কহনে—কনে । হি—কহান=কহ ; গ্রা, কোহনে ঠাই ] ক্রি-বিণ. কোনস্থানে ; কোনখানে ; কোথায়। ২ । কোনদিকে। কমবক্ত [আ-কমৃবৃক্ক, বিণ, পুং, অল্পভাগ্য : छूज़नृत्रे ; দুর্ভাগ্য ; হতভাগ্য । গ্রী, কমবক্তি । কমবক্তি, কম্বকৃতি (বে) । কমবও দ্রঃ ] বিণ, স্ত্রী, দুরদৃষ্টা ; দুর্ভাগ্যবতী ; হতভাগী । প্র—“কম্বকৃতি ওকৃত গেল তক্ত যাবে র্যাক” —হেমচন্দ্র । ২ । কপালের ভোগ : গ্ৰহ । কমবেশ, কমবেশী, কমিবেশী (মৃ শূ) [ফু—কমৃ-ও-বেশ]বিণ.মুনাধিক অল্পবিস্তর। [ কম দ্র: } । কমর ( কোমোর) [ ফু-কমবু । বাং-য়— কোমর ও লিখিত হয়] বি, মধ্যদেশ : কটি । কমল ( ) { কং=কম্ ( জলকে ) অল ( শোভিত করা ) + অ ( কৰ্ত্ত—সং অচ্) যা প্রফুটিত হইয়া জলের শোভ জন্মায় ] বি, ক্লী, পদ্ম | প্র—“ফুটে কি কমল কভু সমল সলিলে" —মেঘনাদবধ । २ । [ "कमण२ खज३”-अभद्र । कम् ( ইচ্ছা করা ) +অল ( কৰ্ম্মে, সংজ্ঞার্থে ) পিপাসা নিবৃত্তির জন্ত সকলে যাহাকে পাইতে ইচ্ছা করে ] জল । প্র—"বিপক্ষ দেখিয় বড় নদে বাড়ে বান। কুলকুল করয়ে কমল কাণে কাণ ॥”—ঘনরাম। ·III ७ । [ ब्रांश्ां: श्रद्भिः ] उांश्च ; नौण नििबक्ष ; হেমগর্ভ ; copper. [সংস্কৃতে—ঔষধ : সারসপক্ষী ; মৃগবিশেষ প্রভৃতি অর্ধে ব্যবহার আছে ] কমলকীট (ল টু) [ কমলের কীট, ৬তৎ ] বি, পুং, পদ্মস্থিত কীটবিশেষ। ২। কমলবৰ্ণ কীট । কমলকোরক ( ) (কমলের কোরক, ওতৎ ] বি, পুং, পদ্মের কুড়ি । কমলকোষ ( ) { কমল (পদ্ম) কোষ ( কুড়ি ) ৬তৎ ] বি, পুং, কমল-কোরক ; পদ্মের কুড়ি । কমলজ [ কমল (পদ্ম ) জ ( জাত ) ( কৰ্ত্ত— ড প্রত্যয়ান্ত জন ধাতুজ) ] বি, পুং, বিষ্ণুর নাভিকমলজাত ; ব্ৰহ্ম ৷ ২ ৷ [ কমল (জল) তাহাতে—জ ( উৎপন্ন ) ] জলজ ; পদ্ম । প্র—“জগদঘমপহর কমলজ-নয়ন”—বৈ-পদ-সাঁ । ৩ । ক্লী, রোহিণী:নক্ষত্র । ৪ । বিণ, কমল হইতে যে উৎপন্ন ; পদ্মজাত ; মধু। কমলযোনি (কমলজোনি) [ কমল (বিষ্ণুর নাভিপদ্ম ) হইয়াছে যোলি ( উৎপত্তি স্থান) যাহার, বহু ] বি, পুং, অজযোনি; ব্ৰহ্মা । কমলা [ কমল ( পদ্ম ) + অ ( অস্ত্যর্থে) র্যাহার হস্তে সৰ্ব্বদা লীলাকমল শোভা পায়, কিম্বা ক ( ব্রহ্মত্ব ) ম (শিধত্ব ) ল| যিনি দান করেন। যিনি ব্ৰহ্মত্ব ও শিবত্ব দান করেন । “লগীঃ পদ্মালয় পদ্মা কমলা শ্ৰীহরিপ্রিয়|”—আমর ] বি, স্ত্রী, রমা ; লগী। ২ । উত্তম স্ত্রী : বপ্লাঙ্গন ; বরনারী । ৩ । নদীবিশেধ ৷৷ ৪ ৷ হিরণ্যকশিপুর ভায্য : প্রশাদ-জননী : করাধু কমলালেবু। ৬। পাণ্ডুরোগ। ৭ । [ ওড়ি—কমলা গুড়ি ; সং—কম্পিল ] গুড়ারোচনী বৃক্ষ । কমিলা দ্র:। কমলা, কমলালেবু (ম) প্রাণে, শ্ৰীহট্ট। কামূলী ( হরিদ্রাবর্ণ ) বর্ণ হইতে কমূল । তুল—নাগ (মেটে সিস্টর) রঙ্গ হইতে নাগরঙ্গ, নারঙ্গ, হি—নারাঙ্গী ] বি, নারঙ্গ জাতীয় লেবু : শ্ৰীহট্ট বা সিলেটের নারঙ্গ । প্র—“নারঙ্গ ছেলিঙ্গ টাব| কমলা বীজপুর” । —চৈতন্ত্যচরিত। কমলাকর (র) [ কমলের—আকর (উৎ পত্তিস্থান ) ৬তৎ ] বি, পুং, পদ্মকির : পদ্মবহল জলাশয় ৷ ২ ৷ পদ্মসমুহ । ৩ । [ কমল ( পদ্ম ) হইয়াছে আকর ( উৎপত্তিস্থান ) যাহার, বহু ] বি, পুং, ব্ৰহ্মা ; কমলযোনি । ৪ । পদ্মমধু স্মৃতিকার কমলাকর ভট্ট। কমলাকান্ত [বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রসিদ্ধ রহস্তাত্মক গ্রন্থ কমলাকাস্তের দপ্তরের কমলাকান্ত চরিত্র হইতে ] বি, আফিমখোর : যে অহিফেনের নেশায় ভোর থাকে । প্র—“চীনের সিবুয়ান, ইউনালা প্রভৃতি প্রদেশে কমা পোস্তের চাৰ চলিতেছিল * * * কমলাকাস্ত দিগের পক্ষে পোহাৰীরে।" - ו שנטג וזatiסf२ । [ कक्लांब्र-काख ( यडू) ७ठ९] वि. লক্ষ্মীপতি ; নারায়ণ । কমলাপতি ( কমোলাপোতি ) { কমলার পতি, ৬তৎ ] বি, পুং, লক্ষ্মীকান্ত ; কমলাপ্রিয় ; कूि । প্র—"হৃদি-বৃন্দাবনে বাস,যদি করহে কমলাপতি। ওহে ভক্তপ্রিয় ! আমার ভক্তি হবে রাধা সতী ॥” -प्रां★ब्र१ि ।। কমলাবিলাস ( - ) { কমলা ( লক্ষ্মী ) র বিলাস (প্রিয়বস্তু ) কমলার বিলাসের সামগ্ৰী ] বি, উৎকৃষ্ট বস্ত্রবিশেষ (আধুনিক কিরণশশী ‘প্রভাবতী’ ‘গুলবাহার' প্রভৃতির মত প্রাচীন কালেও কাপড়ের নানা নাম ছিল ) । প্র—“কমলাবিলাস ৰাস পরি অভিলাষে ।” —ঘনরাম । কমলালয়| [ কমল ( সমুদ্র জল ) হইয়াছে আলয় ( বাসস্থান ) যাহার, অথবা কমল (পদ্ম) ইইয়াছে আলয় ( বসিবার স্থান ) র্যাহার ( ব2) আপ—স্ত্রী | বি, यौ, পদ্মালয়া ; ठनको । ২ । পদ্মাসনা ; সরস্বতী । কমলাসন (কমোলাশন) [ কমল (পদ্ম ) হইয়াছে আসন যাহার, বহু | বি, পুং, বিষ্ণুর নাভিকমলস্থিত ব্ৰহ্ম ৷ ২ ৷ [ কমলরাপ আসন ( কৰ্ম্মধা ) ] কুঁী, পদ্মাসন । কমলিনী (কমেলিনি) [ কমল +ইন (সমু হার্থে)=কমলিন্‌—ঈপ স্ত্ৰী ] বি, স্ত্রী, পদ্ম সমূহ ; পদ্মিনী ; পদ্মের ঝাড়। - প্র—“কমলিনী কোন ছলে থাকিবে ডুবিয়ে জলে বঞ্চিয়া রমণে ।” —ত্ৰজাঙ্গনাকাব্য । ২ । গ্রীরাধিক ; প্লাইকমলিনী । প্র—“কুঞ্জে ছিল কামু কমলিনী । কোথায় গেল কিছুই না জানি ॥” –চণ্ডীদাস । কমলোত্তর ( ) [ কমল ( কমল সদৃশ বা হইতে ) যে উত্তর ( উৎকৃষ্ট ) ] বি, ক্লী, কুমুস্ত পুপ ; কুহমমূল। কমা [ *—comma. প্রয়োগসম্বন্ধে বাঙ্গালায় ইহার যথাযথ অনুকরণ হইয়াছে ] বি, অল্পমাত্র বিরাম চিহ্ন ; প্রাথমিক : ( , ) এইচিহ্ন । कभ| [श्–िकुन । गृ–कम् (अध्र) ८পু—কমে। অস, ক্রি, কমিতে : কমিয়া : কমি ( সংক্ষেপে ), কমে ( গ্র ) ] ক্রি, কম হওয়া ; হ্রাস প্রাপ্ত হওয়া । কম দ্রঃ । প্র—জুর কমেছে, যন্ত্রণা কমিলে রোগী ঘুমাইয়৷ পড়িবে । ( নিজপ্ত ) কমান ( নো ) কম করা ; ছোট করা ; থার্ট করা । খি, হ্রাসপ্রাপ্তি । প্র—কম বাড়া সম্বন্ধে বলিতে পারি না ।