পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস "לים לא তাহার সংগৃহীত কুলগ্রন্থ দেখিতে দিয়াছিলেন, এরূপ বহুসংখ্যক কুলগ্রন্থ আমি জার কোথাও দেখি নাই, বৃদ্ধ যক্ষের ধনের ন্যায় সেগুলি রক্ষা করিতেছিলেন, মূল গ্রন্থগুলি কুলগ্রন্থগুলি গৃহের বাহির করিবার কাহারও শক্তি ছিল না। বহুকষ্টে কয়েকখানি কুলগ্রন্থ স্বহস্তে নকল করিয়া জানিয়াছি। মূল গ্রন্থগুলি যেই গৃহেই রক্ষিত আছে। তন্মধ্যে রাঢ়ীয় কুলমঞ্জরী’ নামক প্রায় দুইশতবর্ষের হস্তলিখিত পুথিতে শ্রেণীবিভাগ প্রসঙ্গে বর্ণিত হইয়াছে – "শূরেণ চ রাজ্ঞাপি শ্ৰীজয়ন্তস্থতেন চ। t নামাপি দেশভেদৈস্ত রাঢ়ী বীরেন্দ্র সাতশতী ॥” এতদ্ভিন্ন উক্ত ঘটক মহাশয়ের সংগৃহীত রাঢ়ীয় কুলপঞ্জী’ নামক একখানি পুথিতে "পূরেণ চ রাজ্ঞাপি আদিশূর স্বতেন চ” এইরুপ পাঠ দেখিয়াছি ইহাই পাঠান্তর বলিয়া গ্রহণ করিয়াছি” । বস্তুজ মহাশয়ের পূর্বোল্লিখিত উক্তি হইতে প্রমাণিত হইতেছে যে vবংশীবদন বিদ্যারত্ব ঘটক সংগৃহীত “রাটীয় কুলমঞ্জরী” নামক গ্রন্থে জয়ন্তের. সহিত শুরবংশের সম্বন্ধজাপক শ্লোকটি বস্তুজ মহাশয় দেখিতে পাইয়াছিলেন। । শ্লোকের দ্বিতীয় চরণের পাঠান্তর vবংশী বিস্তারত্বের গৃহে “রাটীর কুলপী” নামক অপর একখানি কুলগ্রন্থে আবিষ্কৃত হইয়াছিল। সম্প্রতি বরেঞ্জ অনুসন্ধান সমিতির সহকারী পুস্তক রক্ষক শ্ৰীযুক্ত পুরন্দর কাব্যতীর্থ মহাশয়, অতুসন্ধান সমিতির কতৃপক্ষগণের আদেশে ব্রাহ্মণভাঙ্গায় গমন করিয়াছিলেন। তিনি vবংশীবদন বিদ্যারত্বের পৌত্র শ্রীযুক্ত মণিমোহন ঘটকের সাহায্যে, বিষ্ঠারত্ব ঘটকের গৃহে তিন “বাশুিল” কুলশাস্ত্রগ্রন্থ পরীক্ষা করিয়াছেন। বরেন্স অনুসন্ধান সমিতির সম্পাদক কর্তৃক লিপিবদ্ধ মন্তব্য পাঠ করিলে বোধ হয় যে, কাব্যতীর্থ মহাশয় vবংশীবদন বিদ্যারত্বের গৃহে “রাটীয় কুলমঞ্জরী” নামক কোন গ্রন্থ দেখিতে পান নাই। তিনি ঐস্থানে মিশ্রকৃত “রাষ্ট্ৰীয় কুলপী” নামক কুলগ্রন্থ দেখিতে পাইয়াছিলেন। এই গ্রন্থখানির (২•) বঙ্গের জাতীয় ইতিহাস, ( রাজন্যকাও, কায়স্থকাণ্ডের প্রথমাংশ ) পৃঃ ৯৯-১•• পাটীৰা।