পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> * বাঙ্গালীর ইতিহাস বিক্রমে বশীভূত হইয় লাট, মালব ও গুর্জরগণ সচ্চরিত্র হুইয়াছিল ** । ৬৪১ বা ৬৪২ খৃষ্টাব্দে চৈনিক পরিব্রাজক ইউয়ান-চেয়াং তৎকালের গুর্জর রাজ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। কু-চোলো বা গুর্জর রাজ্য বলভীরাজ্যের উত্তরে চারি শত ক্রোশ দূরে অবস্থিত এবং ইহার পরিধি সহস্ৰ ক্রোশের অধিক । ইহার রাজধানীর নাম পি-লো-মো-লো বা ভিল্লমাল এবং এই দেশের রাজা ক্ষত্রিয়জাতীয় * । ভিল্লমাল বা ভিনমাল রাজপুতানার আবু পৰ্ব্বতের পঞ্চবিংশ ক্রোশ উত্তর-পশ্চিমে অবস্থিত । মান্যখেতের রাষ্ট্রকুটবংশীয় রাজগণের খোদিত লিপিসমূহে গুর্জরগণের সহিত বহু যুদ্ধের উল্লেখ আছে। খৃষ্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে উত্তরাপথের শিলালিপিসমূহে প্ৰতীহার নামধেয় পরাক্রান্ত রাজবংশের বহু উল্লেখ দেখিতে পাওয়া যায়। পরলোকগত A M. T, Jackson ও শ্রীযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর সর্বপ্রথমে প্রমাণ করেন যে রাষ্টকুটরাজগণের শিলালিপিসমুহের গুর্জর নরনারীগণও উত্তরাপথের প্রতীহারবংশীয় রাজগণ অভিন্ন’। প্রতীহার বংশীয় রাজগণের শিলালিপি ও তাম্রশাসনসমুহ হইতে প্রমাণ হইয়াছে যে,তাহারা ভিল্পমাল হইতে ধীরেধীরে সমস্ত উত্তরাপথের অধিকার বিস্তার করিয়াছিলেন । খৃষ্টিয় নবম শতাব্দীতে গুর্জর-রাজধানী ভিল্লমাল হইতে কাল্পকুজে স্থানান্তরিত হইয়াছিল। এক সময়ে গুর্জর সাম্রাজ্য পূৰ্ব্বে গৌড়দেশ হইতে পশ্চিমে সিন্ধুতীর পর্য্যন্ত এবং উত্তরে হিমালয় হইতে দক্ষিণে নর্থদাতীয় পর্যস্ত বিস্তৃত হইয়াছিল, গুর্জর বংশীয় প্রতীহার-রাজগণ, মান্যক্ষেতের রাষ্ট্রকুটরাজগণ, গোঁড়বঙ্গের পালরাজগণ, মহোবার চন্দেল্লরাজগণ ও কানাকুজ রাজগণের সহিত বহু যুদ্ধবিগ্রহে লিপ্ত হইয়াছিলেন; প্রতিহারবংশের একখানি খোদিতলিপি হইতে জানিতে পারা যায় যে, প্রতিহারগণ গুর্জর জাতির একটি শাখা। এই শিলালিপি (২৬) প্রতাপোপনত যস্য লাচমালবসূর্যমনঃ । । দণ্ডেীপনা বর্ষ্য৷ i # o ---Indiam Antiquary vol. viii, p. 242. (ss) wattersson-Yuan-Chwang, vol-II, p 249. (so), Journal of the Royal Asiatic Society, 1909, p. 55. (**) Epigraphic notes and questions, III, Journal of the . . . Bombay Branch of the Royal Asiatic society, voi,: „xx¥£p. 405-12;*Guriata'* Ibid, pd. 4i4-33. ...