পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 বাঙ্গালার ইতিহাস রণনীতিকুশল ন হইলে অত্যাচার-পীড়িত গৌড়ীয় প্রজাবৃক্ষ কখনই গোপালয়েৰকে মরপতি পদে বরণ করিত না । এই কারণে অঙ্কুমান হয় যে গোপালম্বেৰ পৌঢ় বয়সে সিংহাসন লাভ করিয়াছিলেন এবং অতি অল্পকাল রাজ্য শাসন করিয়া পরলোকগমন করিয়াছিলেন। গোপালদেব ৭৯০-৭৯৫ খ্ৰীষ্টাব্দের মধ্যে কোন সময়ে দেহত্যাগ করিয়াছিলেন। গোপালদেবের মৃত্যুর পরে দেদেবীর গর্ভজাত তাহার পুত্র ধৰ্ম্মপালদেৰ গৌড়-বঙ্গের সিংহাসন লাভ করিয়াছিলেন। পালরাজগণের মধ্যে ধৰ্ম্মপালের আবির্ভাবকালই সৰ্ব্বপ্রথমে নির্ণীত হইয়াছিল এবং ধৰ্ম্মপালদেবই উত্তস্থাপথে পালবংশের অধিকারের প্রথম স্থাপয়িত। খৃষ্টীয় অষ্টম-শতাব্দীর শেষভাগে এবং নবম শতাব্দীর প্রথমভাগে গৌড়েশ্বর ধৰ্ম্মপালদেবই উত্তরাপথের ইতিহাসে প্রধান নায়ক । গোপালদেবের সময়ে গৌড়-মগধের প্রজাবৃন্দ বোধ হয় কিয়ৎকাল শাস্তিভোগ করিয়াছিল; সেইজগুই ধৰ্ম্মপাল রাজ্যাভিষেকের অব্যবহিত পরে উত্তরাপথ-জয়ের আশা মনে স্থান দিতে পারিয়াছিলেন । ধৰ্ম্মপালের কালনির্ণয় সম্বন্ধে অতি অল্পদিন পূৰ্ব্বেও বহু ভিন্ন ভিন্ন মত প্রচলিত ছিল। প্রত্নতত্ত্ব বিভাগের স্থাপয়িত বিখ্যাত প্রত্নতত্ত্ববিৎ স্তর আলেকজাণ্ডার কনিংহাম স্থির করিয়াছিলেন যে, ধৰ্ম্মপাল ৮৩১ খ্ৰীষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন°* । কাম্বে নগরে আবিষ্কৃত, রাষ্ট্ৰকুট-বংশীয় তৃতীয় গোবিদের তাম্রশাসন প্রকাশকালে শ্ৰীযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর স্থির করিয়াছিলেন যে, ধৰ্ম্মপালদেব খৃষ্টীয় দশম শতাব্দীতে জীবিত ছিলেন9২ । ধৰ্ম্মপালের কাল-নির্ণয় সম্বন্ধে রাজেন্দ্রলাল, কনিংহাম, হৰ্ণলি, ভাণ্ডারকর প্রভৃতি ভিন্ন ভিন্ন পণ্ডিতগণের মত এখন ভিলেন্ট স্মিথ অঙ্কুমান করেন যে, গোপালদেবের নিকট হইতেই গুর্জরেশ্বর বৎসরাজ গৌড়বঙ্গের শ্বেত রাজছত্ৰদ্ধয় অপহরণ করিয়া লইয়া গিয়াছিলেন । বলা বাহুল্য, ইহা সত্য হইলে ধৰ্ম্মপাল কখনই উত্তরাপথ বিজয় করিয়া চক্রাধকে কান্তকুজের সিংহাসন প্রদান করিতে পারিতেন না। - (85) Sir Alexander Cunningham's Archaeologicrl Survey Report. Vol. XV. P. 150. - (ss) Epigraphia Indica. Vol. VII. P. 33.