পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांजयश्लद्र थदमउिन्न नबटन बरत्र ७की चाशैन ब्रांश इनिङ इहेब्राझेिल ? জয়মান হয় যে, দেবপালের রাজ্যের শেষভাগে খঙ্গে"ম এই রাজ্য স্থাপন করিয়াছিলেন। খড়েগঙ্কমের পরে তাহার পুত্র জাতখঙ্গ ও পৌত্র দেযখঞ্জ বঙ্গের অধিকার লাভ করিয়াছিলেন। দেখঙ্গের প্রয়োদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ ছুইখানি তাম্রশাসন স্বইতে এই রাজবংশের বিবরণ অবগত হওয়া যায়** । খ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ দেবখড়গকে খৃষ্টীয় সপ্তম শভাষীর মধ্য ভাগের লোক বলিয়৷ বিষম ভ্ৰমে পতিত হইয়াছেন" । দেবখড়েগর তাম্রশাসনদের चमकद्भ দেখিয়া উহাকে খৃষ্টীয় নবম শতাব্দীর পূর্কের লোক বলিতে ভরসা হয় না। খড়গবশের অধঃপতনের পরে বৌদ্ধধৰ্ম্মাবলম্বী চন্দ্রবংশীয় রাজগণ প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন । এই বংশের জাদিপুরুষ রোছিতগিরি বা রোহিতাশ্ব ( রোহতাস গড়) পৰ্ব্বতের অধিপতি ছিলেন। তাহার নাম পূর্ণচন্দ্র। পূর্ণচক্রের পুত্র মুবর্ণচন্দ্রও রাজা বলিয়া উল্লিখিত হন নাই। সুবর্ণচন্ত্রের পুত্র ত্ৰৈলোক্যচন্দ্র পূর্ব ও দক্ষিণ বঙ্গে (হরিকেল ও চন্দ্রদ্বীপে ) রাজ্যস্থাপন করিয়াছিলেন। ত্ৰৈলোক্যচক্সের পুত্র প্রসঙ্গদেবের অন্ততঃ ভিনখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। ঐচন্দ্রদেবের মাতার নাম কাঞ্চন এবং বিক্রমপুরে তাহার রাজধানী ছিল। প্রথম তাম্রশাসন দ্বারা ঐচন্ত্রদেৰ পৌণ্ড ভুক্তিতে নান্তমগুলে, নেহাকাট্টিগ্রামে, এক পাটক ভূমি শাগুিল্যগোত্রীয়, মক্করগুপ্তের প্রপৌত্র, বল্লাছগুপ্তের পৌত্র, স্বমঙ্গলগুপ্তের পুত্র কোটিহোমিক শান্ধিবারিকপীতবাসগুপ্তশর্যাকে ভগবান বুদ্ধের উদেখে দান করিয়াছিলেন-৩ ৷ এই তাম্রশাসনখানি ঢাকা জেলার অন্তর্গত রামপাল গ্রামে আবিষ্কৃত হইয়াছিল। দ্বিতীয় তাম্রশাসনখানি স্বগীয় গঙ্গামোহন লক্ষর কর্তৃক ফরিদপুর জেলার ইলি (>x) Memoirs of the Asiatic Society of Bengal vot. I, pp. 85-91. (*२) ऋक्द्र जाडीइ इंडिशन-{ ब्राजछको७) भूः ss१, नां#निक-१ ।। 鶯 # ‘Epigraphia, Indica i vol. XII, 136-42.