পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 str বাঙ্গালার ইতিহাস মঙ্গলবারেণ ভট্টারিক নিম্পাদিতমিতি। ঐনালন্দাবস্থিতকল্যাশমিজচিন্তামণিকস্য লিখিত ইতি২৮ ।” o, বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির প্রাঙ্গণে একটি আধুনিক মন্দিরে কয়েকটি বৌদ্ধমূৰ্ত্তি পঞ্চপাণ্ডবের মূৰ্ত্তিরূপে পূজিত হইতেছে। ইহার মধ্যে একটি বুদ্ধমূৰ্ত্তি মহীপালদেবের একাদশ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত হইয়াছিল। স্যর আলেকজাণ্ডার কনিংহাম এই মূৰ্ত্তির পাদপীঠের খোদিতলিপির তারিখের প্রথম অক্ষর দুইটি পাঠ করিতে না পারিয়া ইহাকে মহীপালের দশম রাজ্যান্ধে প্রতিষ্ঠিত মূৰ্ত্তি বলিয়া গিয়াছেনংশ । এই মূৰ্ত্তির পাপীঠস্থ খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে, মহারাজাধিরাজ পরমেশ্বরপরমভট্টারক শ্ৰীমদ্মহীপালদেবের প্রবর্ধমান বিজয়রাজ্যের একাদশ সম্বৎসরে গন্ধকুটিদ্বয়ের সহিত এই বুদ্ধমূর্তিটি প্রতিষ্ঠিত হইয়াছিল ৩০। মহীপালদেবের একাদশ রাজ্যান্ধে তৈলাচকবাসী বালাদিত্যনামক জনৈক ব্যক্তি নালন্দা মহাবিহারের জীর্ণ সংস্কার করিয়াছিলেন । নালন্দা মহাবিহারের প্রস্তরনিৰ্ম্মিত দ্বারে উৎকীর্ণ শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, মহাবিহার অগ্নিদাহে ধ্বংস হইলে কৌশাম্বীবিনির্গত হরদ্বত্তের নগ্ধ, গুরুদত্তের পুত্র তৈলাচকনিবাসী জ্যাবিষ বালাদিত্য কর্তৃক পুনঃ সংস্কৃত হইয়াছিল৩১ । মহীপালদেবের নবম রাজ্যান্ধে পৌণ্ডবৰ্দ্ধনভূক্তির অন্তঃপাত, কোটিবর্ষবিষয়ে, গোকলিকামওলে, চুটপল্লিকাবর্জিত কুরটপল্লিক। গ্রাম মহাবিষুব সংক্রাস্তিতে বুদ্ধ ভট্টারকের উদ্দেশ্বে কৃষ্ণাদিত্যদেবশর্মাকে প্রদত্ত হইয়াছিল ৩২ ৷ (RV) Bendal's Catalogue of Buddhist Sanskrit Manuscripts in the University Library, Cambridge, p. 101. (**) Proceedings of the Asiatic Society of Bengal, 1899, р. 69. , - (e-) Cunningham's Archaeological Survey Reports. vol. III, p. 122. no. 9. - (**) Memoirs of the Asiatic Society of Bengal vol. V.P.75. (৪২) গৌড়লেখমাল্লী; পৃঃ ১-২ ।