পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ● কচ্ছপঘাতবংশীয় অর্জন রাজ্যপালের মস্তকচ্ছেদন করিয়াছিলেন । তখনও কি গৌড়েশ্বর বৈরাগ্য অবলম্বন করিয়াছিলেন ? মজঃফরপুর জেলায় ইমাদপুর গ্রামে আবিষ্কৃত কতকগুলি পিত্তলমূৰ্ত্তি মহীপালয়েবের ৪৮শ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত হইয়াছিল ৬৩ । তিব্বতীয় ইতিহাসকার লাম। তারনাথ বলেন যে, মহীপালদেব বাহাম্ন বৎসর কাল রাজত্ব করিয়াছিলেন । ইমাপুরের মূর্তিগুলির খোদিতলিপির উপরে নির্ভর করিয়া তারনাথের উক্তি, ঐতিহাসিক সত্যরূপে গ্রহণ করা যাইতে পারে। প্রথম মহীপালদেবের মৃত্যুর পরে তৎপুত্র নয়পালদেব গৌড়-মগধ-বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ৬৫ । বাণগড়ে আবিষ্কৃত মহীপালদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, বামনভট্ট মহীপালদেবের মন্ত্রী ছিলেন । এই বামনভট্টই বাণগড় তাম্রশাসনের দূতক৬৬ | স্থিরপাল ও বসন্তপালের সারনাথলিপি যে সময়ে উৎকীর্ণ হইয়াছিল, সে সময়ে প্রথম মহীপালদেবের মৃত্যু হইয়াছিল বলিয়া অল্পমান হয় ; কারণ, ৬২) গৌড়রাজমালা পৃ: ৪৩ ৷ (৬৩) শ্ৰীবিদ্যাধরদেবকাৰ্য্যনিরত ত্ররাজ্যপালং হঠাৎ কণ্ঠাস্থিচ্ছিনেকবাণনিবহৈহঁত্বা মহত্যাহবে ডিংডীরাবলিচংক্ৰমংডলমিলযুক্তাকলাপোজ্জলৈ ” স্ত্রৈলোকং সকলং যশোভিরচলৈযোজপ্রমাপূৰ্বয়ং। —দ্রুবকুণ্ডে আবিষ্কৃত বিক্রমসিংহের শিলালিপি । Epigraphia Indiaa, vol. II, p. 237. (98) Indian Antiquary, vol. XIV. p. 165, note 17; JRA & B (L) Vol. VII, p. 21. (st) Ibid, vol. IV, p. 366. (৬৬) ত্যজন দোষাসঙ্গ শিয়সি কৃতপাদ ক্ষিভিভূতাং বিতৰন সঞ্চাশা প্রফু জ্ঞkম রবি । হস্তথান্ত স্কিঞ্চপ্রকৃতিরঙ্কুরাগৈকৃবসতি স্ততে ধন্ত গুণ্যৈরজনি নয়পালে নরপতি ॥১২ গৌড়লেখমাল, পৃ.১২৫