পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨છે : বাঙ্গালার ইতিহাস গোপাল কর্ণদেব কর্তৃক উন্মুলিত সাম্রাজ্যে কীৰ্ত্তিবৰ্খাকে পুনঃ স্থাপন করিবার চেষ্টা করিয়াছিলেন" । আর এক স্থানে দেখিতে পাওয়া যায় যে, গোপাল বলবান কর্ণদেবকে পরাজিত করিয়া কীৰ্ত্তিবর্ষার উন্নতির কারণ হইয়াছিলেন ৭৩। তৃতীয় স্থানে কর্ণদেবকে মধুমথনকারী বিষ্ণুর সহিত তুলনা করা হইয়াছে* । জৈনাচাৰ্য্য হেমচন্দ্র-স্থরি-যুদ্ধে কর্ণকে পরাজিত করণের জন্ত আনহিলপাটকের প্রথম ভীমদেবকে প্রশংসা করিয়াছিলেন।75 । বিন্ধন রচিত “বিক্রমাঙ্কচরিত" হইতে অবগত হওয়া যায় যে কর্ণয়েব কলঞ্জরপৰ্ব্বতাধিপতির ( অর্থাৎ চন্দেল্প রাজের ) যমস্বরূপ ছিলেন ৭৬ ৷ জয়সিংহদেব ও অহলণদেবীর শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, গৌড়ীয়গণ কর্ণদেব কর্তৃক পরাজিত হইয়াছিল । তিব্বতীয় সাহিত্যে কর্ণদেবের সহিত গৌড়েশ্বরেরর যুদ্ধ বিগ্রহের উল্লেখ আছে। রায় শরৎচন্দ্র দাস বাহাদুর সম্পাদিত বুদ্ধিষ্ট টেক্সটু সোসাইটির পত্রিকায় গৌড়েশ্বরের সহিত কর্ণদেবের যুদ্ধের বিবরণ প্রকাশিত হইয়াছে। “দীপঙ্কর শ্ৰীজ্ঞান যখন বজ্রাসনে, অর্থাৎ মহাবোধিতে বাস করিতেছিলেন, সেই সময়ে মগধ-রাজ নয়পালের সহিত তীর্থিকধৰ্ম্মাবলম্বী কর্ণ্য-রাজের বিবাঙ্গ হইয়াছিল । কর্ণ্য-রাজ মগধ আক্রমণ করিয়াছিলেন কিন্তু তিনি নগর অধিকার করিতে না পারিয়া কতকগুলি বৌদ্ধ বিহার মন্দিরাদি ধ্বংস করিয়াছিলেন । পরে নয়পালের সেনা জয়লাভ করিলে কর্ণ রাজের সেনাগণ যখন নিহত হইতেছিল তখন শ্ৰীজ্ঞান তাহাদিগকে আশ্রয় প্রদান করিয়া রক্ষা করিয়াছিলেন । তাহার চেষ্টায় যুদ্ধ স্থগিত হইয়৷ সন্ধি স্থাপিত হইয়াছিল** ” তিব্বতীয় সাহিত্যের কর্ণ্য-রাজ যে চেঙ্গিরাজ কর্ণ, T(নতাসকলভূপালকুল প্রলয়কালারিরুত্ৰেন চেণিপতিন সমুম্বলিতং চন্দ্রাস্বয়পার্থিবানাং পৃথিব্যামাধিপতং স্থিরীকওঁ, ময়মস্য সংরম্ভ । —প্রবোধচন্ত্রোয় নাটক, পৃ: ১২। (৭৪) যেন চ বিবেকেনেব নিজ্জিত্য কর্ণং মোহবিবর্জিতং । ঐকীৰ্ত্তিবৰ্ম্মৰূপতেৰ্ব্বোধস্যেবোদয়ঃ কৃত: —প্রবোধচন্দ্রোদয় নাটক # 3 8 | (৭৫) যেন কৰ্ণ সৈন্তসাগরং নিৰ্ম্মথ্য মধুমথনেনেব ক্ষারসমূদ্রং *t সমাসাদিত সমরবিজয়লক্ষ্মী । —প্ৰবোধচশ্রোদয় নাটক পৃ: ১১ । (as) Ueber das Leben der Jaina Manchs Hemachandra Von George Buchler, p. 69. اده بود و مادهه داد ,firstrrtsfrg (۹۹)