পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ९* * সে বিষয়ে কোনই সন্দেহ নাই। প্রযুক্ত মনোমোহন চক্রবর্তী সৰ্ব্বপ্রথমে এই মত প্রকাশ করিয়াছিলেন?৮। শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ তাহ সমর্থন করিয়াছেন’’, প্রযুক্ত নগেন্দ্রনাথ বস্থও এই মতাবলম্বী৮০ নয়পালের সহিত কর্ণের সন্ধি স্থাপিত হইলে নয়পালের পুত্র বিগ্রহপালের সহিত কর্ণের কন্তু যৌবনীর বিবাহ হুইয়াছিল । নয়পালদেবের রাজ্যের দুইখানি শিলালিপি ও একখানি প্রাচীন গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে। গয়ানগরের কৃষ্ণদ্বারিক মন্দিরে আবিষ্কৃত একখানি শিললিপি হইতে অবগত হওয়া যায় যে, পরিতোষের পৌত্র, শুভ্রকের পুত্র, বিশ্বাদিত্য, নয়পালদেবের পঞ্চদশ রাজ্যাঙ্কে জনাৰ্দ্দনের একটি মন্দির নিৰ্ম্মাণ করাইয়াছিলেন।৮১ । এই বিশ্বাদিত্য বা বিশ্বরূপ উক্ত বর্ষে গদাধরের জন্য আর একটি মন্দির নির্মাণ করাইয়াছিলেন। বর্তমান গদাধর-মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত নরসিংহদেবের মন্দিরমধ্যে আবিষ্কৃত শিলালিপি হইতে এই কথা অবগত হওয়া যায়" । নয়পালদেবের চতুর্দশ রাজ্যাঙ্কে রাজী উদাকার ব্যয়ে লিখিত একখানি “পঞ্চরক্ষা” গ্রন্থ আবিষ্কৃত হইয়াছিল । ইহা এক্ষণে কেন্থিজ বিশ্ববিদ্যালয়ের পুস্তকাগারে রক্ষিত আছে। ইহার পুস্পিকায় BBB BB SBBBBBBS BBBBBBBBBBS BBBBBBBDS উদাকায় যাত্রপুণ্যস্তম্ভবত্বাচার্য্যোপাধ্যায়মাতাপিতৃপূৰ্ব্বংগমং কৃত্ব সকল সত্ত্বরাশেরম্নত্তরজ্ঞানাবাপ্তয় ইতি ॥ পরমসৌগতমহারাজাধিরাজপরমেশ্বর ইমপ্লয়পালদেব-প্রবন্ধৰ্মান-বিজয়রাজ্যে সম্বং ১৪ চৈত্রদিনে ২৭ লিখিতেয়ং ভট্টারিকা ইতিষ্ঠত ” অনুমান হয় যে নয়পালদেব বিংশতিবর্ষকাল গোঁড়সিংহাসনে (**) Journal of the Buddhist Text ScCiety, vol. I. p. 9. (hv) Journal of the Asiatic Society of Bengal, 1900. pt. I, p. 192. (৭৯) গোঁড়রাজমালা, পৃ: ৪৫ ৷ (৮০) বঙ্গের জাতীয় ইতিহাস (রাজন্তকাও , পৃ: ১২৫ পাদটীক, ১৯ । (৮১) গৌড়লেখমালা, পৃঃ ১১১-১৫ ; Ep. Ind, vol. 26. pp. 8688 (**) Memoirs of the Asiatic Society of Bengal, vol. v. . 78; р (ve) Bendall's Catalogue of Buddhist Sanskrit Manuscr'pts in the University Library, Cambridge, p. 875. No. Add. 1688.