পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8& বাজলার ইতিহাস যে, মগধবাসী ক্ষেমেন্দ্রভদ্র প্রণীত একখানি গ্রন্থে রামপালের রাজত্বকাল পর্য্যন্ত সমস্তু ঐতিহাসিক ঘটনার বিবরণ প্রদত্ত আছে । ক্ষত্রিয়জাতীয় পণ্ডিত ইন্দ্রদত্ত প্রণীত বুদ্ধপুরাণ’ নামক গ্রন্থে সেনবংশের প্রথম চারি জন রাজার ইতিহাস লিপিবদ্ধ আছে। এতদ্ব্যতীত তিনি ব্রাহ্মণজাতীয় পণ্ডিত ভটঘটী প্রণীত গুরুপরম্পরার ইতিহাস নামক গ্রন্থ রচনা করিয়াছিলেন । এই সকল গ্রন্থের মধ্যে একখানিও অস্থ্যবিধি আবিষ্কৃত হইয়াছে বলিয়া বোধ হয় না।