পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ - + or প্রদান করিয়াছিলেনঙs । লক্ষ্মণসেনদেবের চতুর্থ তাম্রশাসনখানি স্বন্দরবনে আবিষ্কৃত হইয়াছিল। yরামগতি স্থায়রত্ব ইহার আংশিক পাঠোদ্ধার করিয়াছিলেনওe । এখন আর ইহার সন্ধান পাওয়া যায় না। লক্ষ্মণসেনজেবের পঞ্চম তাম্রশাসনখানি চব্বিশররগণা জেলার গোবিন্দপুর গ্রামে আবিষ্কৃত হইয়াছিল । অধ্যাপক ঐক্ষমূল্যচরণ ঘোৰ বিদ্যাভূষণ ইহার পাঠ বঙ্গীয় সাহিতা-পরিষদের এক মাসিক অধিবেশনে পাঠ করিয়াছিলেন, কিন্তু ইহার উদ্ধৃত পাঠ অভাবধি প্রকাশিত হয় নাই ; লক্ষ্মণসেনের স্তৃতীয় রাজ্যাঙ্কে বঙ্গে অধিকৃত' নারায়ণ কর্তৃক একটি পাষাণময়ী চণ্ডী মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল৮৬। - লক্ষণসেনদেবের রাজত্বকালে সেন-রাজবংশের চরম উন্নতির সময় । ধোয়ী, জয়দেব, প্রভৃতি কবিগণ র্তাহার সভা অলঙ্কত করিতেন । লক্ষ্মণসেন স্বয়ং স্বকবি ছিলেন। র্তাহার অমাত্য বটুদাসের পুত্র ঐধরদাস কর্তৃক সংগৃহীত ‘সন্ধুক্তি কর্ণামৃতে র্তাহার রাজত্বকালের কবিগণের বন্ধ শ্লোক দেখিতে পাওয়া যায় রামপালদেবের রাজত্বকাল হইতে গৌড়ীয় ভাস্কর শিল্পের পুনরুমতি আরম্ভ হইয়াছিল। লক্ষ্মণসেনের সময়ে গৌড়ীয়-শিল্প উন্নতির অতি উচ্চ সোপানে আরোহণ করিয়াছিল। এই যুগের নিদর্শনগুলি প্রথম পাল-সাম্রাজ্যের শিল্প নিদর্শনসমূহের সমতুল্য ন হইলেও তদপেক্ষা অধিক হীন নছে। লক্ষ্মণসেনদের প্রায় জিংশং বর্ধকাল গোঁড়-সিংহাসনে আসীন ছিলেন। ১১৭ খৃষ্টাজের পূৰ্ব্বে উহার মৃত্যু হইয়াছিল । লক্ষ্মণসেনদেবের রাজ্যাভিষেককাল হইতে একটি নূতন আৰ গণনা আরম্ভ হইয়াছিল। ইহা লক্ষণাৰ লক্ষ্মণ সংবং বা 'ল সং’ নামে পরিচিত। মুসলমানবিজয়ের পরে এই জৰ বন্ধকাল মিথিলায় ব্যবহৃত হইয়াছিল এবং শুনিতে পাওয় (**) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New, Series, vol. V, pp. 471-75. - (৬৫) wরামগতি ন্যায়রত্ন প্রণীত ৰঙ্গভাষা ও সাহিত্যবিষয়ক প্রস্তাৰ । (**) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. IX, p. 290, pl. XXII-XXIV ;