পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস שף א জয়োল্লাসোন্মত্ত দুৰ্দ্ধৰ্ব মুসলমান-সেনার সম্মুখীন হুইয়াছিলেন, তাহা কোন চারণের গাথায় অথবা কোন ঐতিহাসিকের গ্রন্থে লিপিবদ্ধ নাই । পৃথ্বীরাজের মৃত্যুর পরে যখন দলে দলে আফগান ও তুরস্ক-সেনা উত্তরাপথ আচ্ছন্ন করিতেছিল, যখন অতি প্রাচীন চিরস্মরণীয় রাজবংশসমূহের পতন-সংবাদ প্রতিদিন শ্রত হইত, তখন কাশী-কুশীকোত্তর-ইন্দ্রস্থান প্রভৃতি তীর্থ-সমন্বিত বিশাল গাহডবাল-সাম্রাজ্যের বিস্তৃত সীমান্ত রক্ষা করা যুদ্ধ-বিদ্যায় পক্ককেশ সেনাপতির পক্ষেও দুরূহ ছিল। এই অবস্থায়, পিতার মুতু্যর পরে ছয় বৎসরকাল হরিশ্চন্দ্র কিরূপে স্বাধীনতা রক্ষা করিয়াছিলেন তাহ অস্থাপি জানিতে পারা যায় নাই । কিন্তু ইহা স্থির যে, ১২ • • খুষ্টাব্দ পর্য্যন্ত হরিশ্চন্দ্রদেব উত্তরাপথের একজন স্বাধীন নরপতি ছিলেন । ১২৫৩ বিক্রমাঝে হরিশ্চন্দ্রদেব পমহৈ গ্রাম জনৈক ব্রাহ্মণকে দান করিয়াছিলেন১৬ । এই তাম্রশাসনখানি তিন বৎসর পরে, ১২৫৭ বিক্রমান্ধে ( ১২১০ খৃষ্টাব্দে ) সম্পাদিত হইয়াছিল।১৭। ইহার পরে হরিশ্চন্দ্রদেবের অস্তিত্বের আর কোন প্রমাণ পাওয়া যায় না । এই তাম্রশাসন হইতে প্রমাণ হইতেছে যে, জয়চ্চন্দ্রদেবের মৃত্যুর পরে সমস্ত গাহডবাল-সাম্রাজ্য মহম্মদ-বিন-সামের পদানত হয় নাই। জয়চ্চন্দ্রের পুত্র যথাসাধ্য আত্মরক্ষার চেষ্টা করিয়াছিলেন । গণহডবাল-সাম্রাজ্যের রাজধানী কান্তকুঞ্জ নগর সুলতান শমস্-উদ্দীন আলতামশের রাজত্বকালে মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল। আলতামশ কান্তকুজ-বিজয় স্মরণার্থ নূতন প্রকারের রজতমুদ্রা মুদ্রান্ধন করাইয়াছিলেন১৮ । মিনহাজ-উস্-সিরাজ, প্রণীত তবকাৎ-ই-নালীরীতে কথিত আছে যে, আলতামশের রাজত্বকালে লক্ষাধিক মুসলমান-নিহন্ত অযোধাবাসী বর্ত, বা বৃতু পরাজিত ও নিহত হইয়াছিলেন১৯ । এই সমস্ত প্রমাণ হইতে স্পষ্ট বুঝিতে পারা যায় যে, জয়চ্চন্দ্রের মৃত্যুর পরেই গাহডবাল-বংশের অধিকার (St) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Арр, А. (So) Epigraphia Indica, vol, X. p. 93. (> 1) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. VIII, p, 762. (Sv) Ibid, p. 768 ; Catalogue of Coins in the Indian Museum, Calcutta, vol. II, pt. 1. p. 21, No. 39. (*): Tabaqat-i-Nasiri (Raverty's Trans), pp. 628-29,