পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ देw१* শেষ হয় নাই এবং মুসলমানগণ গঙ্গর দক্ষিণ তীরবর্তী ভূখণ্ড মাত্র অধিকার করিয়াছিলেন । গঙ্গার দক্ষিণতীরেও কান্তকুঞ্জ-রাজের সামন্থগণ ১১৯৭ পুষ্টাব্দ পর্য্যন্ত মুসলমানগণের অধীনতা স্বীকার করেন নাই । ১২৫৩ বিক্রমাবে (১১৯৭ খৃষ্টাব্দে) চুণারের আট ক্রোশ দূরবর্তী বেলঘর গ্রামে কান্তকুজরাজের সামস্ত রাণক বিজয়কর্ণ স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়াছিলেন২০ । উক্ত বর্ষে রাউত শকরুক একটি শিলাস্তম্ভ প্রতিষ্ঠা করিয়াছিলেন । এই স্তস্তলিপিতে হরিশ্চন্দ্রদেবের নাম নাই । ‘শ্ৰীমদ্ধরিশ্চন্দ্রদেবস্ত বিজয়রাজ্যে” ইত্যাদি পদের পরিবর্তে "শ্ৰীমন্ত্রকন্তকুক্ত বিজয়রাজ্যে” পদ ব্যবহৃত হইয়াছে। এতদ্বারা সূচিত হইতেছে যে, কান্তকুজের গাহডবল-বংশের অধিকার তখন ধ্বংসোন্মুখ, মধ্যবর্তী ভূভাগ মুসলমান কর্তৃক অধিকৃত হওয়ায় রাণক বিজয়কর্ণ জানিতে পারেন নাই যে, জয়চ্চন্দ্রের পুত্র হরিশ্চন্দ্র তখনও জীবিত আছেন এবং কান্তকুক্ত নগর তখনও শত্ৰুহন্তগত হয় নাই । স্বমিভক্ত বিজয়কর্ণ তখনও গাহণ্ডবলি-বংশের স্বামিত্ব অস্বীকার করেন নাই এবং সেইজন্যই “শ্ৰীমদকান্তকুক্তবিজয়রাজ্যে” পদ ব্যবহার করিয়া গিয়াছেন । - গোবিন্দচন্দ্রের পুত্র বিজয়চন্দ্র মগধ ও করুষদেশের অধিকাংশ স্বীয় অধিকার ভূক্ত করিয়া লইয়াছিলেন । এই সময়ে রোহিতাশ্ব দুর্গের নিকটস্থিত জাপিল গ্রামের মহানায়কগণ প্রবল হইয় উঠয়াছিলেন । জাপিলীয় মহানায়ক প্রতাপধবল খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষাদ্ধে বিদ্যমান ছিলেন । এই বংশের সর্বপ্রাচীন খোদিতলিপি খৃষ্টীয় ১১৫৮ অব্দে খোদিত হইয়াছিল২১ । রোহিতাশ্ব দুর্গে আবিষ্কৃত একখানি অপ্রকাশিত শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, প্র তাপধবল দুর্গমধ্যে কতকগুলি কীৰ্ত্তি স্থাপন করিয়াছিলেন২২ । ১১৫৮ খৃষ্টান্ধের শিলালিপি আর জেলায় তৃত্ৰাহি জলপ্রপাতের নিকটে উৎকীর্ণ আছে । উক্ত জেলায় তারাচণ্ডী নামক স্থানে প্রতাপধৰলের আর একখানি শিলালিপি আছে২৩ ৷ এই সমস্ত শিলালিপিতে কান্তকুজ-রাজ্যের কোন (R') Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. VII, p. 763, pl. X, (*») Epigraphia Indica, vol. IV, p. 311. (**) Ibid, vol. V. App, p. 22, No. 152, (**) Journal of the American Oriental Socity, vol. VI, р, 547. -