পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ 業株。 (৫) ক্যাত্ত্বি জ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত কৃষ্ণাচাৰ্য্য বা কাহ্নপাদবিরচিত ‘যোগরত্নমালা’ গ্রস্থের শেষ পত্রে লিখিত আছে : “শ্রহেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা সমাপ্ত । রুতিরিয়ং পণ্ডিতাচাৰ্য্য ঐকাহপাদনামিতি। পরমেশ্বরেত্যাদি রাজাবলী পূৰ্ব্ববং । শ্রমগোবিন্দপালদেবানাম সং ৩৯ ভাদ্রদিনে ১৪ লিখিতমিদং পুস্তকং ক| গ্ৰগয়াকরেণ৩৪ ” বেলখরাগ্রামের শিলাস্তস্তলিপিতে দেখিতে পাওয় যায় যে, কান্তকুজরাজের সম্রাটপদবীজ্ঞাপক উপাধিমালার পরিবর্তে “পরমভট্টারকেত্যাদি রাজাবলী পূৰ্ব্ববং ব্যবহৃত হইয়াছে৩৫ । গোবিন্দপালের রাজ্যকালে অথবা জীবিতকালে লিখিত তিনখানি পুথিতে এই জাতীয় বিশেষণ দেখিতে পাওয়া যায়। এই বিশেষণ সম্বন্ধে মুক্ত অধ্যাপক বেণ্ডল বলিয়াছিলেন যে, কায়স্থ ( লেখক ) বোধ হয় সমস্ত বিশেষণ লিখিতে অস্বীকৃত হইয়াছিল ৩৬ । স্থানবিশেষে অথবা সমগ্র রাজ্যে রাজার অধিকার লোপ বোধ হয় লেখকের রাজার সমস্ত উপাধি লিখনে অস্বীকার হইবার কারণ। ক্যাম্বি জ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত একখানি গ্রন্থে ‘বিনষ্টরাজ্যে' শব্দের ব্যবহার দেখিতে পাওয়া যায় । ইহা গোবিন্দপালের ৩৮ রাজ্যাস্কে' অর্থাৎ— ১১৯৯ খৃষ্টাব্দে লিখিত হইয়াছিল। এই বৎসরই মগধদেশ মহম্মদ-ই-বখতিয়ার খিলজি কর্তৃক বিজিত হইয়াছিল । ইহার পূর্ববংসরও গোবিন্দপালদেব জীবিত ছিলেন ; কারণ, তাহার ৩৭ রাজ্যাঙ্কে লিখিত গ্রন্থে “অতীত, বিনষ্ট অথবা “পরমেশ্বরেত্যাদি রাজাবলী পূর্ববং” প্রভৃতি বিশেষণের ব্যবহার নাই। ঐতিহাসিক ভিন্সেণ্ট স্মিথ ১১৭ খৃষ্টান্ধের পূর্বে লক্ষ্মণসেনের মৃত্যুর কথা স্বীকার করেন নাও', কিন্তু তিনি স্বীকার করিয়াছেন যে, গোবিন্দপাল ১১৭৫ খৃষ্টাব্দে মগধের কোন স্থানে রাজত্ব করিতেছিলেনও৮। শ্রযুক্ত নগেন্দ্রনাথ বসু প্রমাণাভাব সত্ত্বেও বলেন যে, গোবিন্দপালদেব ১১৬ খৃষ্টাব্দে রাজ্যচ্যুত হইয়াছিলেনতম । গাহডবাল ও সেন (39) Bendall's Catalogue of Buddbist Sanskrit Manuscripts in the University Library. Cambridge, p. 183, No. Add, 1699, I; p. III. - (98) Ibid. p. 189-90. no. Add, 1699, IV. _ (94) Journol and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. VII, p. 763. (&•) Catalogue of University Library, Cambridge, pt. III.