পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ • এই জাতীয় একটিমাত্র মূদ্র হুগলী জেলার মহানাদ গ্রামে জাৰিকৃষ্ণ হইয়াছিল । ইহা এখন কলিকাতার চিত্রশালায় আছে * । এই জাতীয় জীর একটিমাত্র মুদ্র আবিষ্কৃত হইয়াছিল কিন্তু এখন তাহ কোথায় জাছে বলিতে পারা ষায় না । (৫) একদিকে রাজা একটি ময়ূরকে আহার্ষ্য প্রদান করিতেছেন ও অপর দিকে ময়ূরবাহন কাৰ্ত্তিকেয়মূৰ্ত্তি অঙ্কিত আছে। বধ মান জেলার কোনএ গ্রামে এই জাতীয় একটি মুদ্র আবিষ্কৃত হইয়াছিল ; তাহা এক্ষণে বঙ্গীয় সাহিত্যপরিষদের চিত্রশালায় আছে যশোহর জেলার মহম্মদপুর গ্রামে প্রথম কুমারগুপ্তের কতকগুলি বুজতযুদ্র আবিষ্কৃত হইয়াছিল ৮। পুন্ধরাণাধিপতি চন্দ্রবর্ধার কনিষ্ঠ ভ্রাতা নরবর্খার পৌত্র বন্ধুৰা ( বিক্রমাৰ ৪৯ও অর্থাৎ ৪৩৭ খৃষ্টাব্দ), মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের রাজ্যকালে মালবদেশের শাসনকর্তা ছিলেন । কুমারগুপ্তের রাজ্যকালে মালবদেশের কুমারমাত্য পৃথিবীষেন তাহার মন্ত্রী ছিলেন এবং তদনন্তর মহাবলাৰিকৃত অর্থাৎ প্রধান সেনাপতির পদলাভ করিয়াছিলেন । মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পরে তাহার জ্যেষ্ঠ পুত্র কলাগুপ্ত সিংহাসনে আরোহন করিয়াছিলেন। স্কন্দগুপ্ত যৌবরাজ্যে পুগুমিত্রীয় ও হুণগনকে পরাজিত করিয়া পিতৃরাজ্য রক্ষা করিয়াছিলেন । কথিত আছে যুবরাজ ভট্টারকস্কন্দগুপ্ত পিতৃকুলের বিচলিত রাজলক্ষী স্থির করিবার জন্ত ত্রিযামারজনী ভূমিশয্যায় অতিবাহিত করিয়াছিলেন। প্রথমবার পরাজিত হইয়া স্থণগন (*) Proceedings of the Asiatic Society, of Bengal, 1882 pp 91, 104; catalogue of coins in the Indian Museum vol 1, p. 115, No 38, and Note 1. (**) Descriptine List of Sculpture and coins in the w. Museum of the Bangiya Sahitya parisad, p. 21. No 6 (w) Journal of the Asiatic Society of Bengal,vol xxi,p.401 (va) Fleet's corpus Inscriptionum, Indicarum vol 111,p.82 (a•) Epigraphia Indica, vol x. p. 72 ; Journal and - , proceedings of the Asiatic Society of Bengal, voi v. p. 458 ; ৰঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা ১৬শ ভাগ, পৃঃ ১৯৯৭