পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ. Σ' বfম .নর ঘেষ্ট্রে একবার তাক দিকিনি। আরও গড়িমসি করবি ত বিয় দিবি কবে ? শেষে কি তোর ছোটপিসির মত চিরটা কাল থুবড়ো রাখবি ? জগদ্ধাত্রী সলজ্জভাবে কহিলেন, আমিও ত তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারে— কথাটাকে সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য্যও রাসমণির রছিল না। জ্বলিয়া উঠিয়া বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন ? আহা ! তার নিজেরই যেন কত ঘর-বাড়ী জমিদারী ছিল ! হাসালি বাপু তোরা! তা ছাড়া, ঐ অরুণদের বৈঠকে দিন-রাত বস-দাড়ানো, গানবাজনা করা—শুনি হু কো পৰ্য্যস্ত নাকি চলে যাচ্ছে—-ও-কথা সে বলবে না ত কি চাটুয্যেদাদা বলবে ? হদ করলি জগো ! কিন্তু ভাড় বলে দিচ্ছি বাছা, ঘর-বর যখন মিলেচে, তখন ন না কলে দেরী করে । শেষকালে অতি-লোভে র্তাতি নষ্ট করিস্নে । তোর ছোটপিসি গোলাপী থুবড়ো হয়ে ম'লে, তোর বাপের বড় মেজ দুষ্ট পিসির বিয়েই হ’লে না। আর তোরই কি সময়ে বিয়ে ত’তো বাছ, ” যদি না তোর বাপ-না কাশীতে গিয়ে পড়ত ? বেয়ান কাশীবাসিনী, কামড়-কোমড় নেই, জামাই ইস্কুলে পড়চে—ঘর-বর যাই মিলে গেল, অমনি ধ" করে তোদের দু’হাত এক করে দিয়ে মেয়ে-ভামাষ্ট নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো । ভাঙচির ভয়ে বিয়ের আগে কাউকে খবরটুকু পৰ্য্যস্ত দিলে না। তা ভালষ্ট করেছিল, নইলে বিয়ে হতোই কি-না তাই-ব কে জানে! নে খেদি চল ! জয়রাম মুখুয্যের নাতি, তার আবার ঘর-বাড়ী, তার আবার বয়স, তার আবার কালে-থলে৷ —কালে কালে কতই শুনব । নে, এগো বাছ, আর দরী করিসূ ন। কাপড়-চোপড় কাচতে, সন্ধ্যা দিয়ে আহ্নিক-মালা সারতে আজ দেখচি একপ্রহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, খিষ্টেনফিষ্টেনকে বাড়ী ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি-তামাস করতে