পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে Ψυθ ছ'দিন নোয়া-সিছুর পরতে পাবে! তুমি কি ? তোমার হাতে আমার বাপ-ম। যদি মেয়ে দিতে পেরে থাকেন, তুমিই বা পারবে না কেন ? এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে ক্রতপদে চলিয়া গেলেন । - প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন, তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘনিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দু-দুটো সাজঘাতিক রুগী হাতে—এমনধারা করলে কি রেমিডি সিলেক্ট করা যায়। বলিয়া পুনশ্চ একটা নিঃশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন । 囑 { গ ] স্নান, পূজাহ্নিক এবং যথাবিহিত সাত্ত্বিক জলযোগাদি সমাপনাস্তর মূৰ্ত্তিমান ব্রহ্মণ্যের ন্যায় চাটুয্যেমহাশয় ধীরে ধীরে নীচে অবতরণ করিলেন, এবং বোধ হয় সোজা বাহিরেই যাইতেছিলেন, হঠাৎ কি মনে করিয়া পাশের বারান্দাটা ঘুরিয়া ভাড়ার-ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাৎ উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন, অ্যা, এ-সব কি হচ্চে বল দিকি ছোটগিল্পী ? অসুখ শরীরে গৃহস্থালীর ছাই-পাশ খাটুনিগুলো কি না খাটলেই নয় ? আমি তাই বলি। আচ্ছা, দেহ আগে না কাজ আগে ? জ্ঞানদা বঁটি পাতিয়া তরকারী কুটিতেছিল, কুটিতেই লাগিল । র্তাহার কাষ্ঠ-পাদুকার বিকট খটখট্‌ শব্দও যেমন তাহার কানে যায় নাই, তাহার উৎকণ্ঠিত অনুযোগও তেমনি যেন তাহার কানে গেল না ।