পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাকড়াচুল ঝাকড় চুলের মেয়ের কথা কাউকে বলি নি, কোন দেশে যে চ’লে গেছে সে চঞ্চলিনী । সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু, আপন পরে অনাদরে ধুলায় মলিনী। হুটোপাটি ঝগড়াঝাটি ছিল নিষ্কারণেই, দীঘির জলে গাছের ডালে গতি ক্ষণেক্ষণেই । পাগলামি তার কানায় কানায়, খেয়াল দিয়ে খেলা বানায়, উচ্চহাসে কলভাষে কলকলিনী ॥ দেখা হ’লে যখন তখন বিনা অপরাধে মুখভঙ্গী করত আমায় অপমানের ছাদে । শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধূলায় লুটি কাজল আখি চোখের জলে ছল-ছলিনী ॥ বিচিত্রিত।