পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শি“পকৰ্ম্ম । s নানাবিধ শিল্পের জন্য প্ৰসিদ্ধ ছিল। ব্রিটিস রাজ্যের প্রারম্ভ পৰ্য্যন্ত, আমরা নানাবিধ শিল্প বিদেশে রপ্তানি করিতাম। কিন্তু এক্ষণে সে সব শিল্প লুপ্তপ্রায় হইয়াছে । এহ্মণে, আমাদের শিল্প বিদেশে পাঠান দূরে থাকুক, তাহার পরিবর্তে বিদেশীয় শিল্প আমরা ব্যবহার করিয়া থাকি । আমরা পারি বিলাতী। ধুতি, বিলাতী জামা, মাথায় দি বিলাতী ছাতা। আপীসে যাই বা সভায় বক্তৃতা করি বিলাতী পাণ্টলন, বিলাতী কোট, বিলাতী মোজা এবং বিলাতী জুতা কষিয়া। আমাদের সচরাচর ব্যবহাৰ্য্য অধিকাংশ জিনিসই বিলাতী, আমাদের মধ্যে যাহারা “সভ্য” তাহারা আহার করেন বিলাতী বাসনে, বিলাতী ছুরি কঁাটা ও চামচে, পান করেন বিলাতী গেলাসে। আমাদের থালা, ঘাট, বাটি ইত্যাদি বিদেশী ধাতু নিৰ্ম্মিত, কিন্তু এখানে প্ৰস্তুত হয় ; তাহাও বোধ হয় কিছু দিন পরে বিলাত হইতে আমদানি হইবে । আর কত নাম করিব ? বিলাতীী শিল্পের আমদানি দিন দিন বাড়িতেছে, এ ধৎ তাহার সঙ্গে সঙ্গে দেশীয় শিল্প মারা যাইতেছে ; ইহা চোখ খুলিয়! দেপিলে চারিদিকে দেখিতে পাওয়া যায়। একটি দৃষ্ট। স্ত দিয়া যাহা আমরা সৰ্ব্বদা প্ৰত্যক্ষ করি, তাহা অারও হৃদয়ঙ্গম করিতে চেষ্টা করিব । ভারতবর্ষে বহুদিন হইতে লৌহ-ঘটিত আকরিক পদাৰ্থ হইতে লোহ এবং তান্নিৰ্ম্মি ত নানাবিধ দ্রব্য প্ৰস্তুত হষ্টিত। দিল্লীতে “কুন্তব” নামে যে লৌহ স্তস্ত আছে, “ত প্রাপ স্তম্ভ কয়েক বৎসর পূৰ্ব্বে ইউরোপীয় কোন কারখানায় নিৰ্ম্মিত হইতে পারিত না । এখনও ইউরোপে অতি অল্প কারখানা অাছে, যেখানে এরূপ প্ৰকাণ্ড স্তম্ভ প্ৰস্তুত হইতে পারে।