পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ci fotogft SI) শিল্পের অনুকরণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেরূপ লোহার আমদানি বাড়িয়াছে, সেইরূপ কার্পাস বস্ত্রেরও আমদানি বাড়িয়াছে। অথচ আমাদের দেশে কার্পােস অপৰ্য্যাপ্ত, এখান হইতে কার্পাস ম্যাঞ্চেষ্টারে যায়, এবং সেখানে বস্ত্ৰে পরিণত হইয়া ফিরিয়া আসে। লোহা এবং কাপড়ের ন্যায় অন্যান্য অনেক জিনিসের আমদানি বাড়িয়াছে, যাহা এখানে প্ৰস্তুত হইতে পারে; যাহা প্ৰস্তুত করিলে দেশের ধনবৃদ্ধি হইতে ዓዥffር፩ | এরূপ অবস্থা হইবার কারণ কি ? গবৰ্ণমেণ্ট আমাদিগকে দেশীয় শিল্প ত্যাগ করিতে, এবং বিদেশীয় শিল্প ব্যবহার করিতে হুকুম দেন নাই । বরঞ্চ আমাদের শিল্পোন্নতি চাহেন বলিরা থাকেন । আমাদের শিল্পোন্নতিতে দেশের ধন্যবৃদ্ধি হইবে ; এবং দেশের ধনবৃদ্ধি হইলে গবৰ্ণমেণ্টের লাভ। সত্য বটে। ইউনাইটেডষ্টেটুস্থ, ফুন্সি প্রভৃতি দেশ বিদেশীয় শিল্পের উপর শুল্ক লইয়া, তাহার আমদানি কমাইয়া থাকেন। আমাদের গবর্ণমেণ্ট তাহা করেন না, এবং কখনও করিবেন না । কিন্তু করিলেও বিলাতী শিল্পের বিরুদ্ধে আমাদের প্রাচীন দেশীয় শিল্প সংগ্ৰাম করিতে সক্ষম হইত না । তাহার কারণ স্পষ্ট। আমাদের প্রাচীন শিল্প বিনাশ পাইKzS iDDBBS DKSDS SBSY L KK StDBSS DDSS দের প্রাচীন শিল্পকারদের বিশেষ শিল্পনৈপুণ্য ছিল, কিন্তু তাহা হাতের। আমাদের শিল্প সম্পাদিত হইত হাতে, অথবা এরূপ কলে, যাহাকে বিলাতী কলের কাছে খেলনা-কােল বলা যাইতে পারে। হাতে জিনিস প্ৰস্তুত করিতে পরিশ্রম অনেক, কাযেই