পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o cifrşhis নীরবিল বীণা, গীত থামিল লিঙ্গোর ; সস্তাষিল উচ্চে লিঙ্গো রিকদী রাক্ষসে । বলিল রিকন্দ, “ভাল প্ৰস্তারিত তুমি করেছে মোদিগে, এস, দেও আলিঙ্গন ।” আলিঙ্গিয়া বুদ্ধে লিঙ্গে সাদরে বলিল, * নমি আমি খুড়া তোমা ।” হাত ধরাধরি বসিল উভয়ে তবে আগুনের পাশে । জিজ্ঞাসিল রক্ষা-“কোথা হতে বাপু তুমি, অ্যাসিয়াছ হেথা ?* * এসেছিল ভাই মোর অগ্নির উদ্দেশে হেথা, গ্ৰাসিতে তাহারে তুমি করেছিলে তাড়া ; যদ্যপি গ্ৰাসিতে, কোথা পাইতাম তারে এজনমে পুনঃ ?” উত্তারিল খুড়া, * হয়ে গেছে যা হবার, করেছিনু ভুল, অাছে কন্যা সাত মোর, व्यटश शा७ डाश्ाहि5ां निबूर डाकृभडि ।” সম্ভাষি রিকদে লিঙ্গে হুইয়া ৰিদায়, চলিল যথায় ছিল কন্যা সাত তায় । বাহিরিয়া গৃহ হতে আসি লিঙ্গো-পাশে” প্রশ্নিল সকলে তারে, “cক তুমি যুবক ? অ্যাসিয়াছ কোথা হতে বল তা মোদিগে ॥* “পিতা তোমাদের, খুড়া সম্বন্ধে আমার, নাম মোর লিঙ্গো, ভূত্য ঈশ্বরের আমি । অগ্নির উদ্দেশে আমি এসেছিনু হেথা ; ক্ষুধায় পীড়িত ভাই চারি জন মোর,