পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S}98 বিভূতি-রচনাবলী তামি নাছোড়বানা। বল্লুম-—দয়া করে এক মিনিট সময় দেবেন ? —কি বল ? \, —আপনার নাম কি ব্রিটিশ এসোসিয়েশন ফর সাইকিক্ রিসার্টেসের সঙ্গে জড়িত আছে ? —ন, কখনো না । আমি ও জিনিস বিশ্বাস করি না । ইতিমধ্যে একটি মেমসাহেব অটোগ্রাফের খাতা নিয়ে এগিয়ে এল দেখে আমিও আমার পকেট থেকে মোহিত মজুমদারের পাটনার অভিভাষণখানা বার করলুম—এই একমাত্র কাগজ যা আমার পকেটে ছিল। স্যার জেম্স মেমটির অটোগ্রাফ লেখা শেষ করে তাকে জিগ্যেস করলেন—অামি কি তোমার এই পেনটি ব্যবহার করতে পারি ? তারপর আমাকে অটোগ্রাফ দিলেন । সেনেট হলের মধ্যে আমিও ঢুকলুম স্তার জেমস জিনসের পিছু পিছু। ওঁদের কাউন্সিলের মিটিং বসবে—ডাঃ শিশির মিত্ৰ মঞ্চ থেকে লোকেম ভিড় সরাতে ব্যস্ত। শিশিরবাবুকে বল্লুম— এদের মধ্যে এডিংটন আছেন ? শিশিরবাবু বল্লেন—না । ডা: কালিদাস নাগ তামাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন—ডাঃ এ্যালবাট ডেভিস মিড-এর সঙ্গে। র্তার স্ত্রীও সঙ্গে ছিলেন । দুজনের সঙ্গে করমর্দন করলুম ও কার্ড বিনিময় হল । আমি তারও অটোগ্রাফ নিলুম। ভুলে আমার ফাউণ্টেন পেনটা ডাঃ মিড-এর কাছে রেখে গিয়েছিলুম, সেনেটু হল থেকে বার হয়ে ট্রাম লাইনের কাছে গিয়ে মনে পড়ল। ফিরে এসে সেটা আবার নিলুম। স্যার জেমস জিন্‌-এর সঙ্গে আলাপ করেছি! স্মরণীয় দিন ন জীবনের ? আজ সারাদিনটি কি তাপূৰ্ব্ব আনন্দে কাটল ! এমন দিন কটাই বা আসে জীবনে ! প্রথমে তে সকালে বিশ্বনাথ এসে বনগ্রাম সাহিত্যসম্মেলনের কথা বলে। দেশে এমন একটা সাহিত্যসভা হবে শুনে খুবই আনন্দ হল । সেই আনন্দ নিয়েও যদি কমল সরকার আমাদের দেশে যায়, তবে সে কেমন গান গাইবে পুটিদিদিদের ভাঙা রোয়াকে বসে বসে—সে কথা ভাবতে ভাবতে তো স্কুলে গেলুম। স্কুল থেকে বিকেলে সুধীরবাবুর দোকানে গিয়ে শুনি আজ স্যার জেমস জিনদের বক্তৃতা শোনা যাবে না। কার্ড বিলি করা হয়েচে, বিন কার্ডে ঢুকতে দেবে ন, মণীন্দ্রলাল বসু ওদের নাকি বলেচে । আমি মনে ভাবলুম, এই কলকাতা শহরে এমন কোন লোক নেই যে আজ আমায় Jeans-এর বক্তৃতা শুনতে বাধা দেয়। দেখি ঢুকতে পারি কিনা! গিয়ে দেখি সেনেটের সব দরজা বন্ধ । পেছন দিয়ে আশুতোষ মিউজিয়মে গিয়ে দেখি সেদিকেরও দরজা বন্ধ । তখন পূৰ্ব্বদিকের দালানের কোণের দরজা খোলা দেখে সেখান দিয়ে ঢুকলুম। দেথি অত বড় হলে মাত্র ছ'জন প্রাণী উপস্থিত। একজন তার মধ্যে বঙ্গীয় বিজ্ঞান জগতের লোক সুধাংশু। সে আমায় ডাক্লে। তার কাছে গিয়েই বসলুম। কিছু পরে সোমনাথবাবু সস্ত্রীক এলেন । ডাঃ সুশোভন সরকার এলেন, আমাকে দেখে পাশে এসে বসলেন। একটু পরে ভীষণ ভিড় জমে গেল। দরজা সব বন্ধ, দরজায় লোক ধাক্কা মারতে লাগল। ভিড় ঠেলে দেখি হুটু শাসচে। মুটু সামনের দিকে গেল। বি. এম. সেন মাইক্রোcyfr=R FfCE ŘtfgỌ CHR–Ladies & Gentlemen, Sir James Jeans has arrived and I am only testing the microphone—ool of gifo, cafo on একটু পরে জিন্‌ বক্তৃতা আরম্ভ করলেন। যখন সে প্লাইড থানা পড়ে পর্দায় আমি অমনি বলি ওরায়ণ, নেবুল, এটা এড্রোমিড,সিফিড়, ভেরিয়েবলস্-এর কথাJeans তুলতেই মুশোভনবাবুকে