পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মুখশ্ৰী ১২৩ —ম্বাবে নাকি ? cछ्ॉकब्रां शश गरण-८षाउहे श्रव । भूफ़ौबा नहेरण छांफरवन नां । थांबांप्क्द्र हकूम, निप्त्र যেতেই হবে আপনাদের। নে বলাই, ওঁদের বেঁচেকা দুটো তোল— আমরা মুখ চাওয়া-চাওয়ি করি, সত্য আর আমি। আমাদের কোনে আপত্তিই গ্রাঙ্ক * করলে না ওরা, নিয়েই গেল। একতলা কোঠা বাড়ী, বাড়ীর উঠানে ডান দিকে ছুটে বড় গোল, তার পাশেই গোয়ালবাড়ী, সামনে ছোট বৈঠকখানা। আমরা বাড়ীর উঠানে পা দিতেই একজন প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বরেন—আস্থন আম্বন—আপনার ব্রাহ্মণের ছেলে, এই দুপুর বেলা বাড়ীর সামনে রোধে খাবেন, এ কখনো হয় । বড় বৌষা দেখে এসে বললেন, ওঁদের নিয়ে এসো বাড়ীতে। আস্কন, বহণ— . আমরা তত লেখাপড়া জানিনে, চাষবাস করে থাই। শিক্ষিত তন্ত্ৰলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয়। বিশেষ ੋੜ তো সত্যর। সে গরুর গাড়ী চালায়, সে বললে— দাদা, এগিয়ে যাও— ৭এগিয়ে গেলাম আমিই। ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালে। পা ধোয়ার জল এনে দিলে। ভারপর এল চা আর জলখাবার। ফলমূল আর ঘরের তৈরী ক্ষীরের সন্দেশ, নারকেল নাড়ু। কর্তার নাম হরিচরণ সেন ; ওঁয়া জাতে বৈদ্য। আমাকে বললেন–রান্না অবিপ্তি আপনাদেরই করতে হবে। স্বান করে নিন আগে । - সত্য বললে, তুমি রান্না কর গিয়ে দাদা। ওঁদের বাড়ীর মধ্যে রান্নাম্বর, আমার লক্ষা করে= স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হ’ল রান্নাঘরে । সেই স্বন্দরী বৌটি দেখি সেখানে উপস্থিত। মূখের ঘোমটা খুলেছেন। স্বন্দর মুখ । তেমনি কাচ হলুদের মত রং । আমার দিদির বয়সী হবেন, আমার ইচ্ছে হতে লাগলো প্ৰণাম করবার। কিন্তু আমি ব্রাহ্মণ, ওঁরা বৈদ্য, কি মনে করবেন। আমি বল্লাম, দিদি, আপনার বড় দয়া । দিদি মুখের ঘোমটা আরও খুলে বলেন, জয় কিসের । ওকথা বলে আমাদের পাপ হয় না 7 বলতে আছে ? ছিঃ —না বলেও তো পারছি নে দিদি। —না, বলতে হবে না। রান্না করতে জানেন ? আমি হেসে বজাম, পারি নে তো করে খাচ্ছি কি করে, হ্যা দিদি ? আমার তাই বাইরে বসে আছে, সে আরো ভালো রাসা করতে পারে। —কই তিনি বাইরে বসে আছেন কেন ? ডেকে আন্ধন গিয়ে, দেখি কেমন রাখেন। —লে আসৰে না, ৰত্ন লাজুক। —আপনার ছোট 7,