পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী 8סb এসেছিল । সে একদম সেরে গিয়েচে । দিব্যি চেহারা হয়েচে । বললে—তোমার মা আমার আর-জন্মের মা ছিলেন, আমার পুনৰ্জ্জীবন দান করেচেন। সে কতে কথা। ছ’খানা খেজুর গুড় দিতে এসেছিল, বলে—বেীমা, বাপের বাড়ী যাচ্চে, মাকে গিয়ে দিও। তা আমি বললাম, কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই, নিতে পারবো না। জামার শ্বশুরবাড়ীর দিকে তোমার খুব নাম— তরদিণীর কণ্ঠ থেকে কৈফিয়তের স্বর মিলিয়ে গেল। মেয়ের কাছে ৰে-কথা বলতে ৰাচ্ছিলেন, তা আর বললেন না । বারিক অপেরা পাটি সকালবেলা । একজন কাচ-পাক দাড়ীওয়ালা মুসলমান আমার সামনে এসে দাড়িয়ে বল্লে—সালাম, बांबू ! —কে তুমি ? —আমার নাম বারিক মণ্ডল, বাড়ী চালী। আপনার কাছে এট আলাম— —কেন ? —ধানী জমি কিনবেন ? পঞ্চাশের মস্বম্ভর তখনো উগ্র হয়ে ওঠে নি, দিকে দিকে ওর আগমনবার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে । একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হোল । সবাই ভাবচে, এ ছুদিনের অভাব অনটন শীগগির কেটে যাবে। এ সময়ে ধানের জমি কেন মন্দ নয়, সামনেই শ্রাবণ মাস, জলবৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে এবারই । চালের দাম পচিশ টাকা মণ, তাও সহজ প্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ী বসে আছি । হয়তো কলকাতা শহর জাপানী বোমার ঘায়ে ছত্রাকার হয়ে বাৰে ; দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানী জমির নিভাপ্ত অভাব, যা আছে, তা নিয়ে কাড়াকাড়ি চলচে । বজাম—জমি কোথায় ? কতটা ? SHBBB BDLS D BB BBBB BDD DDS DD DDD DD DDBB BBBS BB বিৰে জমি বাৰু। বিক্রি কখবে আমাদের গায়ের সোনাই মণ্ডল । —তুমি তার কেউ হও । —না বাৰু। ওর মধ্যে ছবিম্বে ভিটে জমি আছে, সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাগ করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হবে । ছুটিাকা ক’রে খাজনা করি । थांप्नञ्च जबिल्ले चांननांरक नखांब्र क'८ब्र ८बांदें बांबू । जांबारक थांप्नब्र अविलtण किच् उitण দিতে হবে। জার মুদি আপনি নিজে চাৰ করেন ভো আলাদা কখH