পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yor বিভূতি-রচনাবলী see this, these black Congress devils are at their dirty tricks even here —দেখি কি ব্যাপার ? –And see how ungrateful these black dogs are, we teach them, we make them what they are, we give them our Gospels and-see this black woman with a funny name from the Old Testament intimidating me as jf she is the— মিঃ শৰ্ম্ম চিঠি পড়ে হেসে বল্পেন—এর তো ভালোই বলচে। এলিশাবা কুই আদিবাসীদের নেত্রী ! সে-বার রামগড় কংগ্রেসে দেখেছিলাম। বেশ স্বন্দর চেহারা । আদিবাসী হো, ওঁরাও, মুগু ও কোলের একে বড্ড মানে। উনি ওদের জন্তে গ্রামে গ্রামে স্কুল করেচেনহাতের কাজ শেখাচ্চেন – —আর আমরা করি নি ? g —করবে না কেন সাহেব, তোমরাও, মানে তোমাদের মিশনারীরা, অনেক কিছু করেচে এদের জন্তে । কিন্তু একটা দোষ—তোমরা করেচ বা মিশনারীর করেচে–সেটা হচ্চে, তাদের নিজের জাতি বা নিজের পিতৃপুরুষের ধর্মের প্রতি একটা অশ্রদ্ধার ভাবও সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেচ তাদের মনে। —তার মধ্যে খারাপ কি আছে ? ভূতপূজো গাছপূজো ছাড়িয়ে আমরা ভাল করেচি না খারাপ করেচি ? কি বলতে চাও তুমি ? . —তারা বড় শালগাছ দেখে তার তলায় মারাং বোঙ্গ অর্থাৎ অরণ্যদেবতার পূজো করে— বড় পাহাড় দেখে তার তলায় জিয়াং বোঙ্গ অর্থাৎ পৰ্ব্বত দেবতার —ফেটিশ ওয়ারশিপ – —তোমার আমার পূর্বপুরুষও একদিন ফেটিশ ওয়ারশিপ করতে ছাড়ে নি—বেদে তার প্রমাণ আছে—তোমাদেরও পুরোনো দিনের ধর্শ্বের মধ্যে তার প্রমাণ আছে সাহেব—ওসব কথা ছেড়ে দাও, এখন কি করতে চাও বলো— —লরি রওনা করবো। কি করবে কংগ্রেস কুকুরেরা ? সাহেবের কথা শেষ হতে না হতে একখানা লরি এসে দাড়ালো বাংলোর সামনে । লোকবোঝাই লরি, কংগ্রেসের পতাকা উড়ছে, জন-ত্রিশেক লোক স্বত্বমূঢ় ক’রে ঢুকে পড়ল ফটক ঠেলে। মুখে তাদের ‘বন্দেমাতরম’ ও ‘ইনকিলাব, জিন্দাবাদ" ধ্বনি। সাহেব ও মিঃ শর্থার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। এবার এরা বোধ হয় সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলে ধরে আগুন দিয়ে চলে যাবে। কিন্তু গাড়ী থেকে দলের পুরোভাগে নেমে এল একটি ছিপছিপে কালো তরুণী, খন্দরের শামী পৱণে । খালি পা, হাতে একখানা মোটা খাত। তরুণীটিকে দেখে বোঝা যায় সে হো বা মূও জাতের মেয়ে। কিন্তু মুখখানা ও চোখ ছুটি ভারি স্বন্দর। মেয়েটি এসেই ইংরেজিতে সাহেবকে বল্লে—তুমিই মিঃ স্পীড । অন্ত্রখনির মালিক ?