পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'లు ఆ বিভূতি-রচনাবলী বলতে গেলেন খোশামুদের ভাবে হাত জোড় করে—স্তার, আমাদের অয়েল মিলের লাইসেন্সটার বিষয় একবার— মিঃ কানওয়ার বিরক্তির স্বরে বললেন—আভি নেই—নট নাউ—কাম এ্যাও সি মি ইন शाहे वक्षिण মিঃ কানওয়ারকে নারাণ মাস্টার পল্লী-প্রকৃতির সৌন্দৰ্য্য বোঝান। জ্যোৎস্না রাত্রি। মিঃ কানওয়ার বলেন–মিঃ গাঙ্গুলি, আপনি একজন আইডিয়াল টিচার—আপনি আমাকেও Rural Bengal-এর রূপটি চোখে আঙুল দিয়ে দেখালেন—আমি আপনাকে মনে রাখবো— মনোরমা ভাঙা পেয়ালায় দু-জনকে চা দেন । মাখন স্বরের বাড়ীতে ক্রিয়াকাণ্ড। সব মাস্টার ভূতের মত খাটচেন। কেউ অভ্যর্থনা করচেন, কেউ রান্নার তদারক করচেন । o নারাণ মাস্টারকে মাখনবাবু বলেচেন চ দেওয়া পরিদর্শন করতে। সার্কেল অফিসার মিঃ স্বধীন বস্বকে চা নিজের হাতে দিতে বলেন। নারাণবাৰু চা দিতে গেলে তরুণ মিঃ বন্ধ উঠে চায়ের কাপ নিয়ে বলেন—স্তার আপনি কেন ? রাখুন, রাখুন—আমায় চিনতে পারলেন ? আমি স্বধীন। আপনার ছাত্র । নারাণ মাস্টার বলেন—কোন বছর পাস করেছিলে বাপু, এসে এসো, দীর্ঘজীবী হও। মনে তো হচ্ছে না। —মানিকদের ব্যাচ, উনিশশো ত্রিশ সালে ম্যাট্রিক পাস করি স্তার। আপনি আমার

  • গুরু ।

—বেশ, বেশ, বেঁচে থাকে। বাবা, আজকাল তুমি কি আমাদের সার্কেল অফিসার ? —আজ্ঞে হঁ্যা, স্তার। —আমাদের বাগদি পাড়ার একটা টিউবওয়েল করে দিতে পারে বাবা ? খালের নোংরা জল থেয়ে সব কলেরায় মরচে । আমার দুটি ছাত্র মারা গিয়েচে । ওরা গরীব, তোমাদের সামনে অভাব অভিযোগ জানাতে পারে না । এই কাজটি তোমার গুরু-দক্ষিণ হবে বাবা, যখন গুরু বলে ডাকলে তখন বলি । ছেলেটি খাতা বের করে বললে—গ্রামের নাম আর পাড়াটা বলুন স্তার। টুকে নি। আজকাল ভালো কাজ করবো বললেও করা যায় না, আপনি পণ্ডিত লোক, আপনাকে কি বোঝাব ! বিদেশী শাসন চলেচে শোষণের জন্যে, প্রজার মঙ্গলের জন্যে নয়। গভর্ণমেন্টের কাজে ঢুকে সেটা আমরা হাড়ে হাড়ে বুঝচি–আচ্ছা স্তার প্রণাম। পায়ের ধুলো দিন আর একবার । - ছেলেটি বিদায় নিতে উষ্ঠত হোলে মাখন স্বর হাত কচলাতে কচলাতে তার পেছন পেছন থানিক দূর গেলেন। আরো খানিকক্ষণ গেটে বেলা গেলে নারাণ মাস্টার অভূক্ত অবস্থায় বাড়ী চলে গেলেন। কেউ জিগ্যেসও করলে না তিনি খেয়েচেন কিনা।