পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O88 বিভূতি-রচনাবলী তাড়াতাড়ি ওঠে তো লক্ষ্মীটি। জিভে জল আসচে না তেঁতুলের নামে ! সত্যি কথা বলে। ননীবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন-গাড়াও, আমি নেৰুপাতা নিয়ে আগচি। তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড বালি কিচ কিচ, করবে बद्देrज- 蠱 ননীবালা ধমকের স্বরে বলে—হঁ্যা গে৷ ই্যা । সর্দারি করতে হবে না । তেঁতুল ধুয়ে কেউ জরায় না। জিগ্যেস করে গিয়ে। পানসে হয়ে যায় । ছজনে কাড়াকড়ি করে সেই একতাল জরানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওঁর সন্ধি আর গলাব্যথা, ননীবালা আঙ্গুল তুলে কৌতুকের স্বরে বলে—কেমন ? বলেছিলাম না ? কথা শোনা হোল ? আমার কথা শোনা হবে কেন । আমি কি আর কেউ ? —মীকে ষেন কোনো কথা বোলো না – —ঠিক বলে দেবো। চালাকি বার করে দেবো, দেখে । অার একটু তেঁতুল চলবে ? নিয়ে আসবো মুন নেৰুপাতা দিয়ে ? 駐 ননীবালার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে, ছৈলে পাছে টের পায়। আজ যদি তিনি থাকতেন ! মরার ৰয়েস হয়নি তো। অনায়াসেই থাকতে পারতেন। আজ কি স্বখেয় দিন তা হোলে। খোকা এত বড় হয়েছে। ৰে দেখে সেই ভালো বলে। দুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরী করবে। উনি পায়ের ওপর পা দিয়ে বলে খান না কেন। আমরা তাকে কাজ করতে দিতাম না। আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে। ছেলের বেী সেবা করতে, তেঁতুল জরিয়ে নিয়ে আসতো। পৃথিবীর পথে সে যেন একা । সঙ্গী চলে গিয়েচে তাকে ফেলে । দীর্ঘ পথ সামনে দূর থেকে দূরে বিস্তৃত। কে জানে কতদিন চলতে হবে এই টান পথ বেয়ে ? BS BS BBB BBS BB BBB BBS BB BB BS BB BBBBS BBB BB হবে না ? অাজ বাদে কাল স্বরেশের বিয়ে দিতে হবে । ছেলেমাস্থ্য ওরা, সংসারের কি জানে। তাকেই গুছিয়ে দিতে হবে সব। স্বরেশ এসে বলে—ম একটু তেঁতুল জরাও না 7 জুন দিয়ে, নেৰুপাত দিয়ে। ননীবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে । অন্যদিকে মুখ ফিরিয়ে লে চোখের জল রোধ করলে । ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনি স্বরে, এমনি টান দিয়ে কথা বলতো ? গ্রামে ফিরে আসা পৰ্য্যন্ত ওঁর প্রতিপদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই ८षम छांज जांt* नl। नव cवन कैंक, जर्षशैन शग्न निtब्रtइ। ८कांम कांटज चाब्र छे९णांइ ८महे । . . .