পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লঙ্গলিয়া

  • & লঙ্গতারাই, পাৰ্ব্বত্য ত্রিপুরারাজ্যের অন্তর্গত একটা গিরিশ্ৰেণী । ইহার প্রধান শৃঙ্গ ফেঙ্গপুই ১৫৮১ এবং সিম্বাসির ১৪৪৪ ফিটু উচ্চ । [ লক্বাই দেখ। ]

লক্ষ্ণদন্ত, একজন প্রাচীন কৰি। ay (crow) » wwČew (Lonicera quinqnelocularis)ı ২ স্ত্রীলোকদিগের একপ্রকার অলঙ্কারভেদ, ইহা কর্ণে কিংবা, নাসিকায় ব্যৰদ্বত হয় ও লবঙ্গ ফুলের স্কার প্রস্বত হইয়া থাকে। লঙ্গর ( পারসী) লৌহনির্মিত বড়শীর স্তায় বক্রাকার শলাকাতো। সমুদ্রবক্ষে অথবা নদীতে পোত জাটুকাইয় রাখিবার নিমিত্ত আৰখ্যক। প্রধানতঃ ইহাতে বড়শীর ফলায় স্থায় দুইটী বা চারিট বৃহদাকার বক্র শলাকা একত্র গাথা থাকে। এক ५्रौ झांक्षं अङ्ग णलिङ्ग s•॥४• म१ ग्iखि ङनि श्ा । कॆश्ांश्च এদেশে প্রচলিত নাম লোঙড়, বা নোঙর । ঘঙ্গরীন, আসাম প্রদেশের খসিয়া পৰ্ব্বতের অন্তর্গত একটী সামন্ত, রাজ্য। ইউ-বোর মামক একজন সর্দার এখানকার অধিকারী। চূণের কারবার জষ্ঠ এখানে যে চুণাপাথর উত্তোলিত হয়, তাহার শুদ্ধগ্রহণই ইহার প্রধান রাজস্ব । ধান্ত, ছোলা, লঙ্ক ও হরিদ্রা এখানকার প্রধান কৃষিজাত দ্রব্য। এখানে কয়লার খনি আছে। লঙ্গল (ক্লী ) ১ লাঙ্গল। ২ লাঙ্গল নামক জনপদ। লঙ্গাই, আসামের শ্ৰীহট্ট জেলার অন্তর্গত একটা নদী। আসামসীমার বাহির হইতে উদ্ভূত হইয়া প্রথমে উত্তর ও পরে উত্তরপূৰ্ব্বগতিতে পাৰ্ব্বত্য ত্রিপুরা ও লুসাইশৈলের মধ্য দিয়া এই জেলার মধ্যে আসিয়া পৌঁছিয়াছে। এখানে দক্ষিণপূৰ্ব্বাভিমুখে প্রবাহিত হইয়া করিমগঞ্জের নিকট পরম বা বরাক নদীর কুশয়ার শাখায় মিলিত হইয়াছে। এই নদীর উভয়কূলে জারুল (Lagerstremia Flos-Reginæ ) $ att*|*ta ( Mesua ferrem ) §τ* বন আছে। এই বনভাগের একস্থানে গবমেন্টের হাতী श्रुद्भिदांबू ¢श्वन श्रांझ । লঙ্গিম, লঙ্গিময় (ত্রি) সংযোগের উপযুক্ত। লস্কুল (ক্লা) লাস্কুল। (উজ্জল) লঙ্গলিয়া, দক্ষিণভারতের মধ্যপ্রদেশ বিভাগে প্রবাহিত একটা নী। সংস্কৃত নাম লঙ্গল এবং তেলগু ভাষায় নাণ্ডল নামে কথিত । গোগুবাম পৰ্ব্বতের কালাওঁী নামক স্থানের নিকট इहेड फेड़छ उिनौ श्रासंडा जनशद्राब्र गत्रम रहेड oहे नौद्र উৎপত্তি। অনন্তর দক্ষিণপূর্বাভিমুখে জয়পুর রাজ্যের মধ্য দিয়া প্রবাহিত হইয়া মাঙ্গাজ-প্রেসিডেন্সীর বিশাখপত্তন ও গঙ্গাম জেলার ভিতর দিয়া চিকাকোলের দক্ষিণে সমুদ্রে পড়িয়াছে। এখানে নদীবক্ষে ২৪ট খিলানযুক্ত একট সুন্দর সেতু নিৰ্ম্মিত আছে। ঐ সেতুর উপর দিয়া “গ্রেট,ট্টাম্বরোড" নামক রাস্ত XVII [ ১৫৩ ] \డి जर्छदम চলিয়া গিয়াছে। ১৮৭৬ খৃষ্টাব্দের ভীষণ ঝটিকায় সেতুর বিশেষ ক্ষতি হইয়াছে। এই নদীর তীরে শিঙ্গাপুর, বিরাদ, রায়গড় ( রায়গড় ), পাৰ্ব্বষ্ঠীপুর, পালকেও ও চিকাকোল নগর অবস্থিত। সালুর ও মঞ্জুৰ নামক দুইটা শাখ নদী ইহার কলেবর পুষ্ট করিতেছে। লঙ্গর, কাল গড়খাল জেলার অন্তর্গত একটী গিরিষ্ঠুৰ্গ । এখন ভগ্নাবস্থায় পতিত । অক্ষা ২৯° ৫৫ উঃ এবং দ্রাঘি” ৭৮° ৪• পূঃ। এইস্থান সমুদ্রপৃষ্ঠ হইতে ৬৪.১ ফিট উচ্চ। এখানে জলসরবরাহের সুবিধা না থাকায় ঐ দুর্গ পরিত্যক্ত হইয়াছে। बख्शक (बि ) ४ अडिङ्गमकांप्रै । २ मिश्यङङ्गकोझैँ । ० गौभा रुश्कीिसौँ । লঙ্ঘন (স্নী) লৰা-লুটি । উপবাস । “জরে লঙ্কনমেবাম্বাবুপদিষ্টমৃতে জরাং। . ক্ষয়ানিলভয়ক্ৰোধকামশোকশ্রমোস্তুবাৎ "(চক্রপাণি জ্বরাধি") মবজয়ে প্রথমে লজান দিতে হয় । তাছা দ্বারা বাতপিত্ত কফের পরিপাক, অগ্নির দীপ্তি, শরীরের লঘুতা, জরের উপশম এবং ভোজনে ইচ্ছা জন্মিয় থাকে । বাতজজরে ; ভয়, ক্রোধ, শোক, কাম ও পরিশ্রমজনিতজরে ; ধাতুক্ষয়জনিতজ্ঞরে এবং রাজযক্ষ্মজনিতজ্বরে লঙ্ঘন বিধেয় নহে । যাহার বায়ুপ্রধান, ক্ষুধার্ত, তৃষ্ণাৰ্ত্ত, মুখশোষযুক্ত, ভ্ৰমযুক্ত এবং বালক, বৃদ্ধ, গর্ভিণী বা দুৰ্ব্বল এই সকল ব্যক্তিরও লঙ্ঘন কর্তব্য মহে । লঙ্ঘনবিহিতজরেও অধিক লঙ্ঘন স্বারা কুৰ্ব্বল হওয়া বিধেয় নহে । বিশেষতঃ মধিক লঙ্ঘন দ্বারা অস্থিসন্ধিতে বা সমস্ত শরীরাবয়বে বেদনা, কাশ, মুখশোষ, ক্ষুধানাশ, অরুচি, তৃষ্ণা, শ্রবণেন্ত্রিয় ও দর্শনেঞ্জিয়ের তুৰ্ব্বলতা, মনের চঞ্চলত বা ভ্রাস্তি, অধিক উদগার, মোহ, অগ্নিমাদ্য প্রভৃতি নানাপ্রকার উপদ্রব উপস্থিত হয়। উপযুক্ত পরিমাণে যথারীতি উপবাস দেওয়া হইলেই সম্যক্রূপে মল, মূত্র ও বায়ুর নিঃসরণ, শরীরের লঘুতা, ঘৰ্ম্মনিৰ্গম, মুখ ও কণ্ঠপরিষ্কার, তন্ত্রা ও ক্লাস্তির নাশ, আহারে রুচি, একসময়ে ক্ষুধাতৃষ্ণার উদয়, অন্তঃকরণের প্রসন্নতা এবং বিশুদ্ধ উদগার প্রভৃতি উপকার প্রাপ্ত হওয়া যায়। (সুশ্ৰুত ) ২ প্লবন, চলিত ডিঙ্গান। শাস্ত্রে লিখিত আছে যে, অগ্নি লঙ্ঘন করিতে নাই। •ন চাগিং লঙ্ঘয়েীমানোপদধ্যাদয়ঃ কচিৎ। ন চৈনং পাত কুর্থাৎ খেন নধমেধ "থুৰি ১৫অ’) ৩ অতিক্রম । . “ন চাপ্যধৰ্ম্মঃ কল্যাণ বহুপত্নীকত নৃণাং । স্ত্রণামধৰ্ম্ম সুমহান ভঙ্গ পূৰ্ব্বস্ত লঙ্ঘনে।” (ভারত ১১২৯৩৬) ৪ অশ্বের গতিভেদ, অশ্বের পুতগতির নাম লঙ্গন। 發