পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o লবঙ্গাদিবট [ s१२ ] লবণ সমভাগ চূর্ণ। এই সকল দ্রব্য উত্তমরূপে চূর্ণ করিয়া একত্র মিশ্রিত করবে। অমুপান মধু ও তগুলোদক। ইহা সেবনে গ্রহণী, অতীসার ও প্রদর প্রভৃতি রোগ নষ্ট হয়। অল্পবিধ-লবঙ্গ, জীর, রেণুক, সৈন্ধক, গুড়ম্বক, তেজপত্র, এলাচি, বন্যমানী, যমানী, মুথা, ত্রিকটু, ত্রিফল, গুলা, স্বাকনাদি, চিরত, গোস্কর, জৈনী, জায়ফল, বান্ধহরিদ্র, নল' (জটামাংসী), রক্তচন্দন,মুরামাংসী, শট, মউর, মেথি, সোহাগার থই, কৃষ্ণজীর, যবক্ষার, সাচিক্ষার, বাগা, বেলগুঠ, কুড়, চিতামূল, পিপুলমূল, বিড়ঙ্গ, ধনে, পারদ, অত্র, গন্ধক ও লৌহ প্রত্যুেক সমভাবে প্ল ও মিশ্ৰিত করিয়া লইবে মাত্র এক মানা হইতে আরম্ভ করিয়া ক্রমশঃ অৰ্দ্ধতোলা পৰ্য্যস্ত বাড়াইতে হইবে। এই চূর্ণ অত্যন্ত অগ্নিবৃদ্ধিকারক ও গ্রহণীরোগনাশক । ইহা ভিন্ন অস্তান্ত উদররোগেও বিশেষ উপকারী (ভৈষজ্যরত্না"গ্রহণীরোগাধি") ৩ গ্রীরোগাধিকারোক্ত ঔষধভেদ। প্রস্তুত প্রণালী-লবঙ্গ, লোহাগার খই, মুগা, ধাইফুল, বেলন্ত ঠ, ধনিয়া, জায়ফল, শ্বেতবৃন, গুলফ, দাড়িমফলের ছাল, জীর, সৈন্ধব, মোচরস স্কুলিমূল, রসায়ন, অত্র, বঙ্গ, বরাক্রাস্তা, রক্তচন্দন, ওঁঠ, আতাইচ, কাকড়া শৃঙ্গী, খদির ও বালা প্রত্যেক সমভাগ চূর্ণ করিয়া মিশ্রিত করবে। | অনুপান ছাগদুগ্ধ। গর্ভাবস্থায় সংগ্রহগ্রহণী অতিসার, জর ও আমরক্তাতিসার হইলে ইহা প্রয়োজ্য। এই চূর্ণ ভৃঙ্গরাজরসে ডিজাইয়া তিনদিন ভাবনা দিতে হয়। ৪ গুল্মরোগাধিকারোক্ত ঔষধভেদ। প্রস্তুতপ্রণালী-লবঙ্গ, তেউঞ্জীমূল, দন্তীমূল, বৰ্মানী, শুঠ, বচ, ধনিয়া, চিতামূল, ত্রিফল, পিপুল, কটুকী, দ্রাহ্মণ, চই, গোঙ্গুর, যবক্ষার, এলাষ্টচ, বন্যমানী ( অজমোদ ) ও ইন্দ্রযব সমভাগে চূর্ণ করিয়া ২ তোলা পরিat:ণ উষ্ণ জলের সহিত সেবন করিবে । ইহাতে সকল প্রকার গুল্ম, অৰ্শ, শোথ প্রভৃতি বিনষ্ট হয়। - লবঙ্গাদিমোদক, অগ্নিমন্দিরোগাধিকারোক্ত ঔষধভেদ। ( চিকিৎসাসার” ) লবঙ্গলদিবটী, অগ্নিমান্যরোগাধিকারোক্ত ঔষধভেদ। প্রস্তুতপ্রণাঙ্গী-লবঙ্গ, শুঠ, মরিচ ও সোহাগার খই প্রত্যেক সমভাগে চূর্ণ করিয়া লইয়া এবং অপামার্গ ও চিতামূলের কাথে ভাবনা দিয়া ১ রতি প্রমাণ বটিকা প্রস্তুত করিবে। ইহা সেবনে প্রভূত মাংসাদি জীর্ণ হইয়া থাকে। (ভৈষজ্যরা অমিল্যাধি) লবঙ্গাদিৰটী ( স্ত্রী) অজীর্ণরোগাধিকারোক্ত ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী—লবঙ্গ, জাতীফল, ধনে, কুড়, সাদাজীরা, কালবাহড়া, এলাচি, দারুচিনি, সোহাগা, কড়িভন্ম, মুপা, বচ, যমামী, বিটল্ব", সৈন্ধবলবণ, প্রত্যেকে এরভাগ , পারা, গন্ধক, লৌহ, অন্ন প্রত্যেকে অর্ধভাগ ; এই সমুদয় চূর্ণ একত্র করিয়া পাশের রসে মর্দন করিয়া বট প্রস্তুত করিবে। অসুপান উঞ্চজল। ইহা । সেবনে গ্ৰহণী, আমদোষ, পেষ্টবেদন, প্রবাহিকা,জর, কঙ্কজনিতশূল, কুষ্ঠ, অন্ন, পিত্ত, প্রবলৰা, মন্দারি ও কোষ্ঠগতৰাত প্রভৃতি আগু প্রশমিত হয়। ( রসেন্ত্রসার’ অীর্ণরোগাধি') লবট (পুং ) কাশ্মীরস্থ একজন প্রসিদ্ধ ব্যক্তি। ( রাজতরঙ্গিণী ৫।১৭৬,২৯৪ ) লবণ (রা) লুমাতি জান্ডামিতি লু-নন্যাস্থিাৎ পু, পূৰ্যোদরাস্থিাৎ শম্ভূং। ক্ষরিত্নসযক্ত দ্রব্য । বিভিন্ন স্থানীয় নাম । হিন্দী-লোণ, নমক, নুন, লবণ, মিমোক ; বোম্বাই—নমক, নিমক ; মরাঠী—ীগ, গুর্জয়-মিঠু, তামিল—উঃ, তেলগু-লবণমউষ্ণুকগাড়ী-উল্প,মলালয়উঃ লবণয়; ব্ৰহ্ম-শ; শিঙ্গাপুর—লুগু ; জারব—-মিললুল মাঞ্জিন, পারস্ত—নমক, নমকে, খুৰ্দ্দানি,মুমকে তারাম, যব-উয়া;চীন-- can ofä-Sea-salt, common salt, table-salt, Tor –Sel Commun, sel de Cuisine, sel Marin ; Salt, *win-Chloruro-di-Sodio, Sal commune, স্পেন-SAl. ভারতে প্রধানতঃ চুই প্রকার লবণের ব্যবহার দেখা যায়। প্রথম সাদা লবণ ( Sndinm Chloride ) এবং দ্বিতীয় কৃষ্ণলবণ বা বিট লবণ। বিট লবণে সাধারণ লবণের ভাগ থাকিলেও উহাতে অম্লান্ত দ্রব্যের মিশ্রণ থাকায় উছা অনেকাংশে ভেষজগুণযুক্ত হইয়াছে। স্থানবিশেষে ঐ গুণের অনেক তারতম্য nsors on attoo: foto Sulphuret of iron পাওয়া যায়। অনেক স্থলে ক্লোরাষ্ট ও কার্কানট অব সোডিয়াম উত্তপ্ত করিয়া তাহাতে আমলকী ও হরীতকী মিশাইলে যে গুণ পাওয়া যায়, বিট লবণে প্রধানতঃ সেই গুণ থাকে। হিন্দুগণ স্মরণাতীতকাল হইতেই লবণের ব্যবহার জানি। তেন। অথৰ্ব্ববেদ ৭৭৬৷১, আশ্বলায়নশ্রেীতস্বত্র ২১৬:২৪, ছালোগ্য উপনিষদ ৪।১৭৭, শতপথব্রাহ্মণ ১৪ ৪ । ১২, আশ্বলায়নগৃহস্থত্র ১৮১•, গোভিল ২৩|২৩ প্রভৃতি প্রাচীন গ্রন্থে লবণের বহুলপ্রচার দেখা যায়। মহামুনি সুশ্রুত স্বরুত আয়ুৰ্ব্বেদশাস্ত্রে লবণের নিম্নোক্ত কয়ট ভেদ নির্দেশ করিয়াছেন । - স্বশ্ৰতে লিখিত আছে যে, সৈন্ধব, সামুত্র, বিট, সোঁবর্চল, রোমক ও উদ্ভিদ প্রভৃতি লবণ সকল পর পর ক্রমে উষ্ণ, বায়ু নাশক, এবং কফ ও পিত্তকুর এবং পূর্ব পূৰ্ব্বক্রমে মিখ, স্বাছ ও মলমূত্রের সঞ্চয়কর। সৈন্ধব, স্বচ্ছ, বিট, পাকা, সাপ্তার, সামুদ্র, পঞ্জিম, যবক্ষায়, উৎক্ষার ও মুবর্গিক প্রভৃতি লবণবৰ্গ ।