পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লবণ t [ s१७ ] লবণ নিয়ে সাধারণের অবগতির জন্ত সেই স্তরসমূহের নামমাত্র স্বাক্ষালায় লক্ষ্মণ প্রস্তুতের প্রণালী । - উদ্ধৃত হইল— লবণের বাণিজ্য ইংরাজ গবমেন্টের স্বহস্তে পরিচালিত नॉम স্তরের ঘনত্ব হইতেছে ; তাহাদিগের অনুমতি ভিন্ন কেহ লবণ প্রস্তুত করিলে ' বর্তমান গঠিত স্তর- তৎক্ষণাৎ সে রাজারে দণ্ডিত হয়। বঙ্গদেশে যে সকল লবণ Debris of gypsum ... 4 لا ، fيوج প্রস্তুত হইয়া থাকে, তৎসমুদায় ইংরাজরাজ ক্রয় করিয়া লইয়া, চুনাপাথর স্তর- # আট বা ততোধিক গুণ মূল্যে তাহ প্রজাদিগের ব্যবহারার্থে Nummulitic limestone २०० किल्ले বিক্রয় করেন। এই একচেটিয়া বাণিজ্যে গবমেন্টের বার্ষিক কয়লাস্তর- প্রায় ৩ কোটি টাকা লভ্য হইয়া থাকে। এই সকল কার্যাCoal alumshab marl ২• ফিট, সম্পাদনার্থ তাহারা বিপুল অর্থব্যয় করিয়া বহু সংখ্যক কাৰ্য্যালয় বেলে পাথরস্তর- সংস্থাপন ও অনেক কৰ্ম্মচারী নিযুক্ত করিয়াছেন এবং তাহাদের Green sandstone 9о о ीि মুশাসন জন্ত স্থানে স্থানে অনেক ইংরাজরাজপুরুষ নিযুক্ত আছে। "Blue marl ১২৫ ফিট, বঙ্গদেশীয় লবণের কারখানার ব্যবস্থাপক সাহেবের কলিকাতায় Red sandstone ه ۰نه f*يچ অবস্থিতি করেন এবং তাহারা যেখানে একত্র হইয়া মন্ত্রণা লবণস্তুর- করেন, ঐ গৃহ “সণ্টবোর্ড” নামে খ্যাত। ঐ বোর্ডের Upper layer of white gypsum ৫ ফিট, অধীনস্থ সমস্ত কাৰ্য্যালয়ে একই নিয়মে কাৰ্য্য সম্পন্ন হইয়া থাকে। Brick red marl ১৩০ ফিট বাহুল্যভয়ে সকল স্থানের লবণপ্রস্তুতপ্রণালী না লিখিয়া কেবল Brown gypsum to wo 38s निि. প্রস্তুত বিষয়ে প্রসিদ্ধ তমলুকেরই উল্লেখ করিলাম । Lower layer of white gypsum *- : fē, তমলুক নগর কলিকাতার ২২ ক্রোশ দক্ষিণে রূপনারায়ণ Salt marl and salt ه ۰به f:R3 নদীতটে অবস্থিত। পূৰ্ব্বকালে এই নগর সমৃদ্ধ ও বাণিজ্য এই লবণগিরিবিভাগে প্রধানতঃ মেও-খনি, বার্চ-খনি, কালাবাগ-খনি ও নুরপুর খনি হইতে সৈন্ধব লবণ উত্তোলিত হইসা থাকে। - কোহাটের লবণময় প্রদেশ সিন্ধুনদের পশ্চিমে অবস্থিত। অক্ষা • ৩২°৪৭′ হইতে ৩৩°৫২' উঃ এবং দ্রাঘি” ৭০°৩৫% হইতে ৭২°১৮ পূঃ । এখানে জুট্টা, মালগিন, নড়ি, খরক ও বাহাদুর-খেল নামক স্থানে খনি আছে। ভারতের প্রায় ৬০ হাজার বর্গমাইল স্থান এবং কান্দাহার, বাল ও গজনি প্রভৃতি ভূভাগে এই লবণ প্রচলিত। * মত্তির লবণখানি হিমালয়দেশের মণ্ডিরাজ্যে অবস্থিত। অক্ষা, ৩২° উঃ এবং দ্রাধি ৭৭° পূ: গুম ও দ্রাঙ্গ নামক স্থানে দুইটী খনি আছে। ইংরাজরাজত্বে মণ্ডি-লবণ বিক্রয় হয় বলিয়া মত্তিরাজকে ইংরাজ-সরকারে বার্ষিক কর স্বরূপ লবণের লভ্যাংশ for oil of 5 Delhi salt works, Sambhar saltlake, Didwana salt marsh, Pachbadra salt works, Luni and Falodisalt s Tibet or Lencha salt arta কতকগুলি বিশিষ্ট স্থানীয় লবণের প্রচলন দেখা যায়। এতদ্ভিন্ন আয়ুৰ্ব্বেদে সার্জি-থার প্রভৃতি আরও কতকগুলি সৰণ ( Sodium salts ) ঔষধাৰ্থে ব্যবহৃত হইয় থাকে। ঐ সকলের বিবরণ তত্ত্বৎ শকে দ্রষ্টব্য। { ক্ষার ও সোরা দেখ। ] কাৰ্য্যে বিখ্যাত ছিল ; সম্প্রতি সে খ্যাতি লুপ্তপ্রায় ; কেবল নাম মাত্র অবশিষ্ট আছে। কিন্তু লবণ সম্বন্ধে এই নগর সামান্ত নহে। এখানে যে কুঠি আছে, তাহ হইতে প্রতি বৎসর ৯১০ লক্ষ মণ লবণ প্রস্তুত হয় এবং উহা হইতে কোম্পানির প্রায় ২৫ লক্ষ টাকা লাভ হইয়া থাকে। তমলুকের সদরকুঠীর অধীন পাঁচটা কাৰ্য্যালয় নির্দিষ্ট আছে, তন্মধ্যে তমলুক, মহিষাদল, জলামুঠ, আরঙ্গাবাদ এবং ডুম্‌ছুড়ের আড়ঙ্গই প্রধান ও বিশেয বিখ্যাত ; আবার প্রত্যেক আড়ঙ্গের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্ৰ কাৰ্য্যালয় আছে। এই ক্ষুদ্র কাৰ্য্যালয়ের নাম “হুদা”। এই সকল হুদায় দারোগ, মোহরর, আদলার, জেলদার প্রভৃতি ভিন্ন ভিন্ন নামবিশিষ্ট অনেক কৰ্ম্মকর্তা নিযুক্ত থাকে ; তাহার কাৰ্ত্তিক মাস হইতে বর্ষার প্রারম্ভে পর্যন্ত লবণ প্রস্তুত সম্বন্ধীয় কাৰ্য্য নিযুক্ত থাকে। কীৰ্ত্তিক মাসের প্রারম্ভে লবণসমিতির (সল্ট-বোর্ড ) সাহেবের কোন আড়ঙ্গে কত লবণ প্রস্তুত করা কর্তব্য তাহার পরিমাণ নির্দিষ্ট করিয়া দেন। সেই পরিমাণের নাম “তায়দা”। ঐ তায়দাদ অনুসারে প্রত্যেক হুদার কার্য্যকারকের নিজ নিজ হদার অন্তর্গত প্রজাদিগকে ডাকাইয়া কে কত পরিমাণে লৰণ প্রস্তুত করিবে ও কি প্রকারে মূল্য লইবে, তাহ নিৰ্ধারিত করে এবং তদ্বিবরণপূর্ণ এক এক মুদ্রিত কাগজ দেওয়া হয়। এই