পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निोमेिष्ठि [ ১৩১ ] নিন্দক নিনয়নং নিম্পাদনং (কুল্লুক)। ২ পরিসেচন । ‘বহির্ষি পূৰ্ণপাত্ৰং নিনয়েৎ" ( আশ্ব“গৃ” ১।১৩।২৩ )। ‘নিনয়েৎ সিঞ্চেৎ’ (নারায়ণ)। নিনৰ্তশত্রু (ত্রি ) দেবশ্রব উদ্ধবের পুত্রভেদ। “নিনৰ্ত্তশত্ৰং শত্রুঘ্নং দেবশ্রব বজায়ত।” (হরিব’ ৩৫ অ’)। নিনর্দ (পুং ) নি-নয় ভাবে ঘঞ । বেদশঙ্গের উচ্চারণভেদ । পাদের আদি তৃতীয় যে অক্ষর তাহ অনুদাত্ত করিয়া উচ্চারণ করিতে হইবে, তাহাকে নিনর্স বলা যায়। “তৃতীয়ে তু পাদেম্বাদিতো যদক্ষরং তদমুদাৰ্ত্তীকৃত ব্রুয়াং এতদ্ভুক্তং ভবতি তৃতীয়েধু প্রথমমাদিতঃ" ( আশ্ব’ শ্রেী” ৮৩৯ ) ‘আদিতো যে দ্বে অক্ষরে তয়েঃ পূৰ্ব্বমধুদাত্তং তস্মাৎ পরং দ্বিতীয়ং উদাত্তং যথা ভবেৎ তথা নিনন্দেৎ নিতরাং বায়াং তদেবোচ্চারণ: নিনস্টশদেনোচাতে" ( নারায়ণ ) নিমাদ (পুং ) নি-নদ পক্ষে ঘএ শপমাত্র । “স্ত্রীসহস্ৰনিনাদশ্চ সংজজ্ঞে রাজবেশ্মনি।” (রামা" ২।৩৪১৯) । মিমাদিত । ত্ৰি ) নিনাদ অন্ত সঞ্চাতঃ তারকাদিত্বাদিত । শক্তি, ধ্বনিত । নিনাদিন (ত্রি) নি নুর্ধ-ণিনি। নিনাদকারী, শব্দকারী । “শঙ্কভেরানিনাদেন বৈণুবাণানিনাদিনা " (ভারত ৫।৩১৩৯)। ઃિ । ઇઃ ) નો નાશ, કૃtમો મિત્રનામઃ નિ નફ ફનિ ના ভূমিতে খননীয় মণিক । “অস্তমিতশ্চেং নিনাহাৎ পুরে জানশ্চেৎ ” ( কাত্য শ্রেী ৮৯৫৮ ) ‘নিনাহাৎ মণিকাং ' ( 'ভাষা ) ২ মহাধট ! "দি পুরে মেঃ গুtং মিনাহাৎ গুঙ্গায়াৎ।" শতপথ প্রা" ৩৯। ৩৮ ) 'নিনাহাং স্বগুস্থিত প্রতৃ ঘটাদেঃ । ( ভাৰ্য্য নিমিৎসু ( পূ: ) নিনি তুমিছুঃ, নিন্দি-সন উ, বেদে নিপাতনাৎ সাধু: নিন্দ করিতে ইচ্ছুক । "তারে তং শংসং কৃণুহি নিনিৎসো; ৷” ‘নিনিৎসোরস্মান্নিন্দিতমিচ্চতো' ! ( সায়ণ ) লৌকিক প্রয়োগে নিনিৎসু এই পদ হইবে না, ‘নিনিন্দিযু ) ( १द् १। * & ।२ ) এই পদ হইবে । fiffs, (Sineveh) ঐতিহাসিক জগতে একটা অতি প্রাচীন নগর । তাইগ্রাস্ নদীর পূপকুলে এবং বর্তমান মোসল-রাজপানীর অপরপারে অবস্থিত ছিল । ১৯শ খৃষ্টপুৰ্ব্বাদে এই স্থানে আসি রায় রাজগণের রাজধানী ছিল । সেই সময়কার বাণিজ্যের উন্নতি, গুহ বাটিকাদির সৌন্দৰ্য্য ও কারুকার্য দেখিলে, এই সমৃদ্ধিশালী নগরের বিশিষ্ট পরিচয় পাওয়া যায়। তৎকালে ইহার দৈঘ্য ও প্রস্থ উভয় দিকে অtট মাইল বিস্তৃত ছিল । রাজধানী তুর্গ দ্বারা সুরক্ষিত এবং বহু বণিক ব্যবসা উপলক্ষে নির্মীযু (ত্রি) নেতুমিছু,

  • T

এখানে বাস করিত । যখন যোনাস্ ইস্রায়েল-রাজ জেরোবোয়াম কর্তৃক আদিষ্ট হইয়া এই স্থান পরিদর্শনে আসেন, তখন এই নগর প্রদক্ষিণ করিতে তিন দিন লাগিত । ইহার পর দিওদোরাস fã¥*Tin (Diodorus Siculus) ধে সময়ে এথানে আসেন, সেই সময় ইহার চতুঃসীমা ৪৭ মাইল ছিল এবং ঐ সীমান্ত প্রদেশ ১১০ ফিট উচ্চ প্রাচীরে পরিবেষ্টিত ছিল। ঐ বিস্তৃত প্রাচীরের মধ্যে মধ্যে সৰ্ব্বসমেত ১৫০ •ট বুরুজ ছিল । প্রাচীরের প্রস্থ সম্বন্ধে তিনি আরও বলেন যে, উহার উপর দিয়া তিনখানি চেরেট গাড়ী পাশাপাশিভাবে একত্র দৌড়াইতে পারে। ৬৭০ খৃষ্টপূৰ্ব্বাদে আসিরীয়রাজ সার্টিনেপলসের রাজত্বসময়ে প্রদত্ত অনেক গুলি অসুশাসনলিপি পাওয়া যায়। অধিকাংশই এক্ষণে যুরোপখণ্ডে বিদ্যমান রহিয়াছে। ৬০৬ খৃষ্টপুৰ্ব্বাদে বাবিলন, ইজিপ্ট, মিডিয়া, আম্মেণিয়। প্রভৃতি স্থানের রাজগণ একত্র হইয়া এই নগর আক্রমণ করেন। নিনিভিরাজ অমুর-ইবিল্লী রাজপ্রাসাদে অগ্নি লাগাইয়া সপরিবারে জীবন বিসর্জন করেন । এই সময় হইতে নিনিভির অধঃপতনের সুত্রপাত হয় । এখানকার লোকেরা অসুর, নিবে ও তাহার সহধৰ্ম্মিণী উৰ্মিতু, মেরোদ ও তৎপত্নী জিরাংবণিত, ইস্তর, নির্গল, নিনিপ, বল, অণু ও হিয় নামক কএকটী দেবতার পুজা করিত। ইহাদেব পুস্তকাগারে কোণাকার অক্ষরে লিখিত পোড়া মাটির অঃশাসনলিপি পাওয়া গিয়াছে । সেই সময়ে ইহাদের ধৰ্ম্ম, বিজ্ঞান, ভাষা ও লিখনপ্রণালী বাবিলোনীয়গণের তাচুর্যুপ ছিল । এই নগরের ধ্বংসকার্য এত শীঘ সাধিত হয় যে, উহার বিষয় পাঠ করিলেই আশ্চর্যাঙ্গিত হইতে হয় । স্ত,প দেখিলেই ইহার পরিবর্তনশীল অবস্থার পরিচায়ক বলিয়। তাহার অসংখ্য মৃত্ত্বিক বোধ হয় । স্মিথসাহেব এই স্থান পরিদর্শনকালে তা মান করেন যে, এই স্থানে সম্ভবতঃ ১০ ০০ ০ শিলালিপি ছিল । বর্তমান সময়ে মৃত্তিকাস্ত,প ও বলরাজি ব্যতীত প্রাচীন মগরের স্মৃতিচিহের তার কিছুক্ট নাই । উৎখাত মৃত্তিক মধ্যে ইহাপ পূৰ্ণ স্মৃতির কতক নিদর্শন পাওয়া যায় । নিৰ্মাম। ( স্ত্রী ) নে তুমিচ্ছ না-সম্-আপ্‌-টাপ । এক স্থান চাইতে স্থানান্তরে লইবার ইচ্ছা, নয়নেচ্ছা । না-সন-উ । নয়নেচ্ছু, লইতে অভিলাষী । "ভক্ত্য প্রতিষ্ঠাং প্রাক তস্মিন নির্মাযে পরমেশ্বরম্ " ( রাজতরঙ্গিণ ৩৩৫ ) নিন্দক (ত্রি) নিন্দতি তচ্ছলিঃ, নিদি কুৎসায়াং বুধ ( নিদিহিং সেতি। পা ৩২।১৪৬ ) মিন্দাকারী।