পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৃসিংহকবচ ৩ একজন দার্শনিক, শঙ্করাচার্যক্ত ঐতরেয়াপনিষদভায্যের টীক, নারায়ণোপনিষৎসার ও শঙ্করাচার্য বিরচিত শ্বেতাশ্বতরেপনিষদভায্যের টীকা প্রণয়ন করেন । ৪ শেষানন্তকৃত পদার্শ্বচন্ত্রিক নামক গ্রন্থের টীকাকার। • অনন্তভট্টের ভারতচন্পুটকা-রচয়িত। ৬ মন্ত্রচিস্তামণিপ্রণেতা । ৭ জ্যোতিঃশাস্ত্রবিশারদ একজন পণ্ডিত। ভরদ্বাজগোত্র বাধুলবংশীর বরদাচার্য্যের পুত্র । ইনি কালপ্রকাশিকা নামে একখানি সংক্ষিপ্ত জ্যোতিগ্ৰন্থ রচনা করেন । ৮ চম্পূভারতের সরস্বতনামী টীকাকার। নৃসিংহকবচ ( ) নৃসিংহন্ত কবচন। অ্যারোক্ত নৃসিংহ দেবের কবচভেদ, বিপরিবারক মন্ত্রভেদ। এই কবচ ভূৰ্জপত্রে লিথিয়া যথাবিধি হৃদয়ে ধারণ করিলে, সকলপ্রকার বিপদ নাশ হয় । "নারদ উবাচ । ইন্দ্রাদিদেববুন্দেশ তাতেশ্বর জগৎপতে । মহাবিষ্ণো নৃসিংহস্ত কবচং ব্রহি মে প্রভো ॥ যন্ত প্রপঠন দ্বিদ্বান ত্ৰৈলোক্যবিজয়ী ভবেৎ ॥

  • ব্রহ্মেণবাট । শৃণু নারদ বক্ষামি পুত্ৰশ্রেষ্ঠ তপোধন। ক বচং নরসিংহস্ত ত্ৰৈলোকবিজয়াভিধম্ ॥ যস্ত প্রপঠনাৎ বাগী ত্ৰৈলোক্যবিজয়ী ভবেৎ । স্রষ্টাছং জগতাং বৎস পঠনা ধারণার্যতঃ ॥" ইত্যাদি । তন্ত্রসারে লিখিত আছে—

নারদ রহ্মার নিকট মহাবিষ্ণু নৃসিংহদেবের কবচের বিষয় জিজ্ঞাস করিলে তিনি বলিয়াছিলেন, হে নারদ! তুমি ত্ৰৈলোক্যবিজয় নামক নৃসিংহকবচ শ্রবণ কর, এই কবচ পাঠ করিলে বাগিাত্ব লাভ হয় এবং ত্ৰৈলোক্য-বিজয়ী হয় । আমি এই কবচ ধারণ করিয়া স্রষ্ঠুত্বশক্তি লাভ করিয়াছি। ইহা পাঠ ও ধারণ করিয়া লক্ষ্মীদেবী ত্রিজগৎ পালন করিতেছেন, মহেশ্বর ইহারই প্রভাবে জগৎসংহার করিতেছেন, দেবগণ দিগীশ্বরত্ব প্রাপ্ত হইয়াছেন। এই কবচ ব্রহ্মমন্ত্রময়, ইহা দ্বার ভূতাদি নিবারিত হইয় থাকে। মুনি ছৰ্ব্বাস এই কবচগ্রসাদে ত্রিলোকবিজয়ী হইয়াছিলেন। এই ত্ৰৈলোক্যবিজয়কবচেন্ন ঋষি—প্রজাপতি, ছনঃ—গায়ত্রী, বিভূ-নৃসিংহদেবতা । এই কবচ যথাবিধি ভূৰ্জপত্রে লিখিয়া, গুটিকাকরণান্তর স্বর্ণপাত্রে রাখিয়া যদি কেহ কণ্ঠে বা বাহুদেশে ধারণ করে, তাই হইলে সেই ব্যক্তি স্বয়ং নৃসিংহরূপী হইয়া থাকেন। স্ত্রীগণ এই কবচ বামবাহুতে এবং পুরুষের দক্ষিণ বাহুতে ধারণ করিবেন। কাকবন্ধা, মৃতৰংগ, জন্মবন্ধা এবং নষ্টপুত্রানারী [ లిరి( ) নৃসিংহগড় এই কবচ ধারণ করিলে বহু পুত্রবর্তী হয় । এই কবচএভাৰে जरुण विश्रा दिनहे श्ब्र, जाशक छौबकूङ श्ब्र । ८रु श्रृंइ रु cरु গ্রামে এই কবচ থাকে, ভূতপ্রেতগণ সেই দেশ পরিত্যাগ করিয়া অতিদূরে গমন করে। ব্রহ্মসংহিতায় এই কবচ কথিত হইয়াছে। তথ্রলারেও এই কবচের অম্লান্ত বিষয় স্রষ্টবা । ( তন্ত্রলার ) নৃসিংহগড়, মধ্যপ্রদেশের মে জেলার একটা প্রাচীন নগর। অক্ষা ২৩ s৯ উঃ এবং গ্রাধি’ ৭৯, ২৬ পূঃ । झ८म नोर्ब्रम्न ०२ थोरेश जैद्धग्न%फ्रिम्भ ७११ इो श्रृंझो श्हेप्ऊ ১৫ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। পূৰ্ব্বে এই নগর আলাহাবাদ মহকুমার অধীন ছিল । মুসলমান রাজত্ব সময়ে এখানে একটা দুর্গ ও মসজিদ নিৰ্ম্মিত হয় । মুসলমানের এই স্থানকে নশরৎগড় নামে অভিহিত করিয়াছিল, কিন্তু মহারাষ্ট্র অভু্যদয়ে উক্ত নামের পরিবর্তে নরসিংহগড় নাম প্রবর্ধিত হয় । এখানে মহারাষ্ট্রীয়গণের নিৰ্ম্মিত আর একটা দুর্গ আছে। ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সমর ইংরাজসৈন্ত ইহার কতকাংশ ধ্বংস করিয়া ফেলে । ২ হোলকররাজের অধীন মলিব প্রদেশের অন্তর্গত একটা ক্ষুদ্র রাজ্য। স্থানীয় সামস্তের শাসনবিশৃঙ্খলায় ও গৃহবিবাদে এই রাজ্য উৎসল্প যাইতেছিল । অরাজকতার কোষাগার দিন দিন অর্থহীন হইয়। পড়িল । এই সমরে প্রজাবৰ্গও এরূপ উপদ্রব আরম্ভ করিয়াছিল যে পাখবস্ত্রী রাজ্যবাসীরাও বিশেষ উত্তাক্ত হইয়াছিল । অবশেষে ১৮১৯ খৃষ্টাঙ্গে কাপ্তেন হেন্‌লী এই সামন্তরাজ্যের আয়-নিৰ্দ্ধারণের জন্ত নিযুক্ত হইয়া বাৎসরিক ষাট হাজার টাকা ধাৰ্য্য করেন। অক্ষা ২৩° ৪৫ উঃ এবং ব্রাঘি” ৭৭° ১৩' পূঃ। - ৩ মধ্যপ্রদেশের অন্তর্গত হোলকররাজের অধীনস্থ ভূপাল এজেন্সীর একটী ক্ষুদ্র রাজ্য ও পরগণা। ভূমির পরিমাণ ৬২৩ বর্গ মাইল । রাজগড়ের রাবতবংশীয় সামন্তরাজের মন্ত্রী আজব সিংহের পুত্র পরশুরাম ১৬৬৯ খৃষ্টাব্দে পিতৃপদে নিযুক্ত হন। পরে ১৬৮১ খৃষ্টাব্দে ইনি রাবতগণের নিকট হইতে, এই নৃসিংহগড় রাজ্য বলপূৰ্ব্বক পৃথক্ করিয়া লইলেন এবং স্বয়ং এই প্রতিষ্ঠিত রাজ্যের অধীশ্বর হইলেন। এই রাজ্যের আয় হইতে হোলকররাজকে বাৎসরিক ৮৫• • • টাকা কর দিতে হয় । পিণ্ডারি দম্নাদল কর্তৃক এই পরগণ উৎপাদিত হইলে, এই স্থানের অধ্যক্ষ দেওয়ান সুভগসিংহ বাকী খাজনার দারী হইয়া পড়েন। উক্ত ঋণপরিশোধের জন্ত তিনি ও পুত্র কুমার চয়েনসিংহ তথাকার মুবাদার মহারাজাধিরাজ বাহাঙ্কুর ঐ জনককঙ্গী সিদিয়াকে উক্ত ঋণের জঙ্গ একখানি খত দিয়া দায়িত্ব