পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নের . প্রসিদ্ধ, ইহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটা গুফ রান্ধ্যমতীয় বাসগৃহ বলিয়া কথিত হয় • (জৈনগ্রন্থ । )

  • { ইছার মতাবলধা শিষ্যসম্প্রদায়ের বিস্তৃত তালিকা জৈনশব্দে লিখিত হইয়াছে | }

দাক্ষিণাত্যবাসী জৈনদিগের উত্তরপুরাণে লিখিত আছে যে, ত্রিপগুধিপতি অর্থাৎ ত্ৰিজগতের অধিপতি শ্ৰীকৃষ্ণ তীর্থঙ্কর নেৰ্মিনাথের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন । । হেমচন্দ্রসুন্নি-বিয়চিন্ত ত্রিমৃষ্টিশলাকাপুরুষচরিত নামক গ্রন্থে নেমিনাথের অনুষঙ্গিক ইতিহাস বিস্তৃতরূপে লিখিত হইয়াছে। নেমিশাহ, সতরঙ্গিণটাকা-প্রণেতা। নেমিসেন, দিগম্বর জৈনদিগের মাধুর-সম্প্রদায়ের অস্বভূক্ত অমিতগতির শিষ্য এবং মাধবসেনের গুরু । ইনি কমলাকর নামক এক ব্যক্তিকে স্বধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিলেন। নেমী ( ঐ ) নেমি বাহুলকাৎ উীৰু। নেমি, তিনিশবৃক্ষ। নেয় (ত্রি ) । লইবার যোগ্য (সাজ) । ২ লওয়াইয়া আনয়ন। I ৩ অতিবাহন । ( সময় ইত্যাদি ) নেয়তঙ্করাই, মাত্রাজ প্রেসিডেন্সির ত্রিবাফোড় রাজ্যের অন্তগত একটা তালুক। ভূপরিমাণ ২১৩ বৰ্গ মাইল। এখানে লৰ্ব্ব সমেত ১৫১ট ওlাম আছে। , নেয়পাল (পুং ) রাজপুত্রভেদ । নেয়ার্থতা ( ঐ ) কাবাদোষভেদ। "মোহগ্ৰষ্ঠীতসন্দিগ্ধনেয়ার্থনিহতীথত।” (সাহিত্যদ” ৭৫৪) নেয়াল ( দেশজ ) একপ্রকার ফিতা। নেয়ার। নোয় ( দেশজ ) ১ নৌকাবাহী, মাৰ্কী। ২ দান করিয়া-যেমন মেয়ে আসি । নেয়ে। (দেশজ ) ১ তলতলে, নরম (মেয়ে কাঠাল)। ২ উচ্চপেট, নেউয়ে । " + পান্তে ভাত থেয়ে পেট করেছে নেয়ো ।” নের, বোম্বাই প্রেসিডেন্সির খাদেশ জেলার অন্তর্গত একটা মগর। অক্ষা ২৫° ৫৬'উঃ ও দ্রাধি’ ৭৪° ৩৪' পুং।। ধৌলিয়৷ হইতে ১৮ মাইল পশ্চিমে পাঞ্জয় নদীর দক্ষিণকুলে অবস্থিত। । পূর্কে এই নগয় বিশেষ সমৃদ্ধিশালী ছিল এবং এখানে এক সময়ে বহু মুসলমানের বাস ছিল, চতুৰ্দ্দিকৃষ্ণ কবরই তাহার যথেষ্ট প্রমাণ । এখন সে সোশার্য্যের দিন দিন হ্রাস দেখা যাইতেছে। ২ বেয়ারের অন্তর্গত বুজেলার একট নগর। ইহার অপর একটা নাম পার্থপন্থ। ধারধার জেলার উত্তরে ও দেওতমালের ॐ भद्धथइबांशीज-२७* अ९itइ ॥ \ Wii, Mask, Qoi, Vol. I. p. 146 aud Iud. Aut, II, p, 180, [ 8२8 ] নেকন্তু ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। অক্ষা ২৩° ২৯ উঃ এবং দ্রাধি ৭৭ ৫৫' পূঃ । এখানকার রঙ্গারি জাতির রংএর বিস্তৃত ব্যবসা আছে। প্রতি সপ্তাহে এখানে হাট হয় । নেরনালা, বেরার প্রদেশের অন্তর্গত একটা জেলা। অজণ্ট। হইতে বরদা নদী পৰ্যন্ত সমুদায় পাৰ্ব্বতীর ভূভাগ এই জেলার . অন্তর্গত, ইহার প্রাচীন নাম নারায়ণালয়। নেরনীল নগরই মুসলমান-রাজগণের সময়ে ইহার সদর রূপে গণ্য ছিল। ১৫৮২ খৃষ্টাব্দে আবুল ফজল লিথিয়াছেন যে ‘এই পৰ্ব্বতশিখরস্থ নগরে একটা বৃহৎ দুর্গ ও অনেক গুলি প্রাসাদতুল্য গৃহাদি অাছে । এই নগর পূর্ণ নদীতীরে অবস্থিত। এখন ইহার পূর্ব সমুদ্ধি নষ্ট হইয়াছে, লোকসংখ্যা দিন দিন কমিয়া যাইতেছে। নের-পিঙ্গলাই, বেরার রাজ্যের অন্তর্গত অমরাবতী জেলার একটী নগর। নেরালি, বোম্বাই প্রেসিডেন্সির বেলা জেলার অন্তর্গত একটা নগর। শখেখর ও হুকেরি নামক স্থানদ্বয়ের মধ্যে অবস্থিত। এখানে একটা দুর্গ আছে। সিদোঙ্গী রাও নিম্বলকর ( অগ্নাসাহেব) ১৭৯৯ খৃষ্টাব্দে ঐ দুর্গ আক্রমণ করেন। নেরি ( বা ) নারি, মধ্য-প্রদেশের চান্দা জেলার বরোরা তহসীলের অন্তর্গত একটা নগর। চিমুরের ৫ মাইল দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। অক্ষা ২৩ ২৮ উঃ ও দ্রাঘি’ ৭৯, ২৯ পূঃ । বৰ্ত্তমান নগরের পার্থে পুরাতন মেরিনগরের ধ্বংসাবশেষ দেখা যায়। পুরাতন নগর ঐহীন । এখানে ধান্তাদি নানাশস্তের চtল হয়। এতদ্ব্যতীত তামা ও পিত্তলের তৈজসাদি ও কার্পাসবক্স প্রস্তুত হইয়া বিক্রয়ার্থ নানাস্থানে প্রেরিত হয়। পুরাতন নগরাংশে দুইটী ভগ্ন দুর্গ দেখিতে পাওয়া যায়। এখানে একটা অতিশয় প্রাচীন মন্দির আছে। উহার চতুীিকৃস্থ স্তম্ভ ও কারুকার্য্যগুলি অঞ্জণ্টার গুহামন্দিরের কাল্পকাৰ্য্যের অমুরূপ। এখানে অপেক্ষাকৃত আধুনিক কালে নিৰ্ম্মিত কতক গুলি সমাধিস্তম্ভ আছে । নেরিগুপেট, কোয়স্থাতোর জেলার উত্তরভাগে শ্রীরঙ্গপত্তনের ৮৮ মাইল দক্ষিণপূৰ্ব্বে কাবেরী নদীর পশ্চিমকুলে অবস্থিত একটা ক্ষুদ্র নগর। এখানকার নিকটবৰ্ত্তী পাহাড়ে বহু ভল্লুক *ी sग्न गांभू । মেরুর, ১ বোম্বাই প্রেসিডেন্সির সাবস্তুবাড়ী জেলার অন্তর্গত একটা নগর। বলাবল্লী গ্রাম ও সহমাপুর গ্রামন্বয়ের মধ্যে এবং সুন্দরবাড়ী নগর হইতে ১৫ মাইল উত্তরে অবস্থিত। ৬২২ শকে চালুক্য বংশীয় রাজ বিজয়াদিত্য দেবস্বামী নামক জনৈক ব্যক্তিকে এই মগর দান করেন। এই স্থান হইতে আরও কতকগুলি শিলালিপি পাওয়া গিন্ধছে ।