পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিকোসিয়ার বিলির সস্থিত তাছাদের আকার বা চরিত্রগত কোন 姆 সাপ্ত নাই। সম্ভবতঃ তাহারা অষ্ট্রেলিয়ার আদিম অসভ্য ਕਿ দুষ্টবে। নিকোলসন, বঙ্গদেশে সৈনিক বিভাগে নিযুক্ত জনৈক খ্যাতনা! ইংরাঙ্ক কৰ্ম্মচারী। তিনি ক্রমে ক্রমে উন্নতিসোপান অতিক্রম করিতে করিতে লেপ্টেনাণ্ট-কৰ্ণেলের পদে আরোহণ কfরয়ছিলেন । যখন তিনি পঞ্জাবের দেওয়ামী বিভাগে (Civil Commission) CE") +f(TNTII (Deputy Commissioner) কৰ্ম্ম করিতেন, তৎকালে তিনি তথাকার অধিবাসিদিগের বিশেষ শ্রদ্ধাভাজন হইয়াছিলেন। ইংলণ্ডের অনেক সদাশয় মহাত্মা এ দেশের উচ্চপদ অধিকার কয়িয়া বহু সংখাক অধীনস্থ কর্মচারির প্রতি সাব্যবহারের পরি. চয় দিয়াছেন, এবং অধীনস্থ ব্যক্তিগণ ভক্তি ও শ্রদ্ধাপ্রদর্শন [ ৯০ পূর্বক তাহাদের সঙ্গদয়তার প্রতিশোধ দি ছেন এবং দিয়াছেণ। কিন্তু নিকোলসনের তীয় অধীনস্থ কৰ্ম্মচারিদিগের । প্রেতি যেরূপ তাধিপত্য ছিল, সেরূপ অদ্য কাহারও এ পর্যন্ত । দেখা যায় নাই। তাহার সম্মানার্থ একদল ভারতবাসী তাহা- { দিগকে নিকোলসনী (The Nicholson) অথবা ‘নিকার পিংক ফকির’ আখ্যায় অভিহিত করত। পঞ্জাব গবর্মেন্টের কোন সরকারী কাৰ্য্যবিবরণীতে (Official report) উপরি উক্ত মহাত্মা সম্বন্ধে নিম্নলিথিত বাক্যটী লেখা আছে -"জগতে এরূপ লোক অতি দুৰ্ল্লভ। পঞ্জাবরাজ্য সৌভাগাক্রমে এমন একটা রত্ন লাভ করিয়াছে।" men, and the Punjab is happy to have had one " ১৮৩৮ হইতে ১৮৪২ খৃষ্টাব পর্যন্ত আফগানদিগের সহিত যে যুদ্ধ হয়, নিকোলসন সেই যুদ্ধকার্যে নিযুক্ত হন এবং দিল্লীনগর পুনরধিকারকালে মানবলীলা সম্বরণ করেন। নিকোলে-দি-কোটী, ভিনিস রাজ্যের একজন সন্ধান্ত ভদ্রসস্থান । ১৪১৯ খৃষ্টাব্দে দামাস্কাস্ নগরে ইনি বাণিজ্যাৰ্থ জাগমন করেন। পারস্যদেশের মধ্য দিয়া মলবার ও বঙ্গদেশ প্রভৃতি দর্শন করিয়া স্বদেশাভিমুখে যাত্র করেন। ইনি স্বধৰ্ম্মত্যাগ করিয়া মুসলমানধৰ্ম্ম গ্ৰহণ করিয়াছিলেন । এই অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ পোপ (Pope Eugene) étott's তদীয় দুরূহ ভ্রমণবৃত্তান্ত কীৰ্ত্তন করিতে বলেন । এই মুযোগে তিনি গুজরাত, গঙ্গার তীরভূমি ইত্যাদি স্থানের অতি মুনীর বর্ণন করিয়াছেন। নিকোসিয়ার, যুবরাজ আকবরের পুত্র। ইনি প্রথমে রাজবিদ্রোহী হন এবং রাজপদে প্রতিষ্ঠিত হইয়া স্বল্প কালমধ্যে “Nature makes but few such কাশরোগে প্রাণত্যাগ করেন । J নিখাত নিকোপ্ত (পুং কী) যন্দ্রীয় পশুর উপরস্থিত নাড়ীর অংশবিশেষ । নিক্তি (দেশজ ) স্বল্প তুলাদণ্ডবিশেষ। নিক্রমণ ( ক্লী ) নিতরাং ক্রমতে যত্র নি-ক্রম আধারে লুট্টি। স্থান। “নিক্রমণং নিষদনং নিবৰ্ত্তনমূ” ( ঋক্ ১৷১৬২৷১৪ ) ‘নিক্ৰমণং স্থানং’ ( সায়ণ ) मिङ्गौड़ (१९) ०८कोङ्कक, कौड़ । (झै) २ गांगण्डन । নিষ্কণ (পুং ) কণ শব্দে নি-ৰণ-অপ্ত। (কণোবীণায়াঞ্চ। পী ৩।৩।৬৫ ) ১ বীণাধবনি, বীণাশক । ২ কিল্লর প্রভৃতির শক । পর্য্যায়—নিকাণ, কাণ, কণ, কর্ণন, প্রকাণ, প্রকণ, মুৰাণ, মুকণ। ( ভরত ) { নিকাণ (পুং ) নি-কণ-ঘঞ, নিষ্কণ। নিক্ষ ( স্ত্রী ) নিক্ষ-আচ্ টাপ্‌। নিখ্যা, চলিত নিকী, উকুন। নিকুভ ( ) নিকুম্ভ-ক-টাপ্ত। ১ ব্রাহ্মণী । ২ স্বর্যপী । “নিকুভার্কব্ৰতং ভানো সদাপ্রতিবিবৰ্দ্ধনম্।” ( হেমাদ্রি ব্রতখণ্ডধৃত ভবিষ্যপু” ) নিকুভ। স্বর্যাপী তয়া সহিতোহকং’ ( ব্যাখ্য' ) নিক্ষিপ্ত (ত্রি) নিক্ষিপ-ক্ত। ১ ত্যক্ত। যাহা ফেলিয়া দেওয় হইয়াছে, যাহা ক্ষেপণ করা হইয়াছে। ২ কৃতনিক্ষেপদ্রব্য, বাহা নিক্ষেপৰূপে স্থাপিত হইয়াছে, দ্যস্ত । নিক্ষেপক ( পুং ) নিক্ষেপকার, যে নিঃক্ষেপ করে । নিক্ষেপণ (রী ) নি-ক্ষিপ-লুট্টি। ১ নিক্ষেপকয়ণ, ফেলিয়। দেওল । নিক্ষেপ্ত (ত্রি ) নি-ক্ষিপ-তৃচ্‌। নিক্ষেপকার, যে নিক্ষেপ করে, अझिल बाr५ ।। নিক্ষেপ্য (ত্রি) নি-ক্ষিপ-যৎ । নিক্ষেপণীয়, নিক্ষেপের যোগ । “নিক্ষেপোহয়োময়ঃ শঙ্কুজ লন্নান্তে দশাজুলঃ ” ( মমু ৮২৭১ ) নিখনন ( ক্লী ) নি-খন-লুটি। ১ খনন করা, খোড়া । ২ মৃত্তিক । ৩ কবর দেওল । মিখরচ। (আরবী) খরচশূন্ত । নিখৰ্ব্ব (পুং ) সংখ্যাবিশেষ। ১ দশহাজার কোটিতে এক নিখৰ্ব্ব । ২ তৎসংখ্যেয় । “অৰ্ব্ব দমশুং থৰ্ব্বনিখৰ্ব্বমহাপদ্মশখবস্তস্মাৎ ” ( লীলাবতী ) (ত্রি) নিতরাং খৰ্ব্বঃ । ৩ বামন, অতিশয় থৰ্ব্ব । ( হেম:) নিখৰ্ব্বক ( পুং ) দশকোটি । নিখৰ্ব্বট (পুং ) রাবণসৈন্তগত রাক্ষসভেদ। 爵 (ভারত বন ২৮ অ' ) নিখাটু (দেশজ) ১ কুড়ে, অলস, কীন। নিখাত (ত্রি) নি-খন-ক্ত। ১ খনন করিয়া প্রোথিত, স্থাপিত। “অষ্টাদশদ্বীপনিখাতরূপঃ ” (রযু) ২ ফু।