পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[۹۰ د] - -

  • াছাদের দেখিতে কিছু খৰ্ব্ব। যে ব্যক্তি ইছাদের লইয়া যায়,

গে বলে, ইক্সিমাগ নামক প্রাচীন নগরের লোকের ঐ বালক বালিকাকে দেবতার হার পূজা করিত। কেহ কেহ वtणन हैहांग्र अश्वांङॉदिक छांडि । ७ङ्करेभन्न वा ७थिन् छोडि फेखब्र आत्मब्रिकोत्र ७ोङ्ग সৰ্ব্বত্রই দেখা যায়। অনেকে বলেন এই জাতি মোগল জাতি হইতে উৎপন্ন। জাবার কেহ কেহ বলেন আমেब्रिकांद्र हेखिब्रांनटनव्र गश्ऊि श्रह्मक गानृथ शाकाङ्ग इंशद्र७ बै छांउँौग्न ॥ लTांथांग जांtइ८यग्न य८ऊ ७ई oरूभांद्ध জাতি উভয় মহাদ্বীপেই দেখা যায়। এস্কিমন্স শব্দের অর্থ আমিষাশী, ইহার ৰোধ হয় কাচা মাংস ভক্ষণ করিত বলিয়া এই নাম হইয়া থাকিবে। আপনাদিগকে ইহার ইঙ্গুইট অর্থাৎ লোক বলে। দশম শতাব্দীর স্বনানাভগণ ইহাঙ্গের ক্রোলিঙ্কার অর্থাৎ ধূৰ্ত্ত বলিত। এই জাতির যুবকদের ছোট ছোট দাড়ি হয়, গোফ দেখা যায় না। প্রাচীন লোকের গালভরা বড় বড় দাড়ি আর কটা গোফ দেখা যায়, ইণ্ডিয়ানদের এরূপ হয় না, তাহদের দাড়ি গোফ নাই, জন্মাবার মাত্র মূলোৎপাটন করিয়া ফেলে, সেজন্য ইণ্ডিয়ানদের দেখিতে মেয়েলী মেয়েলী। এস্কিমস জাতি পাঁচ সাড়ে পাচ ফিট পৰ্য্যন্ত বড় হয়। ইহাদের পুরুষের শীকার করিয়া বেড়ায়, মেয়েয় ঘরকরণ করে। মাংস খাওয়া সম্বন্ধে ইহাদের প্রায় ৰাছ বিচার নাই। অনেক স্থলে রন্ধন না করিয়াই কাচা অবস্থায় উদরলীৎ করে । ৰে জন্তু খায়, অগ্ৰে তাহার নির্গত রক্ত চুমুক দেয়। রক্ত প্রায় টাটুকী টাটুক। পান করে। ইহার ৰত্ব অপরিষ্কার ও উগ্র । মৃগ, পশু, পক্ষী ও মৎস্তের চৰ্ম্ম লইয়। আচ্ছাদন প্রস্তুত করে, উহাই স্ত্রী পুরুখের গায়ের কাপড়। ইহাদের অনেক কুসংস্কার আছে । দুইটী দেবতা ইহাদের উপাস্ত। ১৭২১ খৃষ্টাব্দে হান্‌এগেড় নামক এক ব্যক্তি গ্রীনলণ্ডে গিয়া এই জাতির অনেককে খৃষ্টান করিয়া আসেন। ইহাঙ্ক নিহত পশুর সদ্যরক্ত তৈল ও চৰ্ব্বির সঙ্গে মিশাইয়। এক প্রকার অঙ্গায় প্রস্তুত করে, তাছাই ইহাদেয় স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। এখন উত্তর আমেরিকায় নানা সভ্যজাতির বাস হুইয়। পড়িয়াছে। ইউনাইটেড ষ্টেটুসের সভ্য ইংরাজগণ পৃথিবীর মধ্যে এখন নানা বিষয়ে উচ্চ আসন লাভ করিয়াছে। পূৰ্ব্বে ইছারা ইংলণ্ড রাজ্যের অধিকারে ছিল, মধ্যে ইংলণ্ডবাসী देश्ङ्गींबरमब्र जश्छि यूक कग्निम्न देईiब्रा थांधैौन श्रॅग्नांदइम । श्शएशग्न ८नरल झांध नहे, ब्रांश्छान्न ऋषा ७कछन दिछ লোককে সকলে নিৰ্ব্বাচন করিয়া রাজ্যের প্রধান পদ প্রদান ! कtब्रन । ५३ ७थशांन बाख्गिक अश्विसांगैौद्र भ७ शहैद्रा कांछ করিতে হয়। -- [हेख्नेनाहेर छdडेtणग्न, छांछि ॐछूडिग्न विरुङ्ग१ Historical andstatistical information respecting the History, Condition, and Prospects of the Indian Tribes of the United States, by H. R. Schoolcraff IL, D. Philadelphia 1, 2, 8rd pt. cr« ] দক্ষিণ আমেরিকা—অতি প্রাচীন কাল হইতে ভারতবর্ষের সহিত সংস্রব ছিল । এখানকার অাদিম অধিবাসীদের মধ্যে to #Notă took of To wits 1 [Asiatic Researches, wol. xI. ] এই স্থান অনেকে হিন্দুশাস্ত্রোক্ত পাতাল বলিয়৷ মনে করেন । দক্ষিণ আমেরিকার পেরু দেশ বহুকাল পুৰ্ব্বেও সমৃদ্ধিশালী ছিল। পাশ্চাত্য পণ্ডিতগণ সেই সময়কে ইঙ্গ-পূৰ্ব্বকাল বলিয়া থাকেন। ইন্ধ-পুৰ্ব্ব জাতিগণ সভ্যতায়, ভাষায় ও ধৰ্ম্মীচরণে দক্ষিণ আমেরিকার অপর জাতি অপেক্ষ। শ্রেষ্ঠ ছিল । তাহাঁদের শিল্প ও ভাস্করবিদ্যার পরিচয় প্রাচীন মন্দিরাদির ধ্বংশাৱশেষ হইতে পাওয়া যায়। ঐ সকল ভগ্ন মন্দির পেরু দেশের স্থানে স্থানে এখনও পড়িয়া আছে । টিটিকাকা হ্রদের তীরে টিয়া-হুনাকুর ধ্বংশাবশেষ পড়িয়া আছে। ইহার দরজা একখানা পাথরে গাথা, এক একখান উচ্চে ১০ ফিট, বিস্তারে ১৩ ফিট । ইহার একখান পাথরে গড় থাম উচ্চে প্রায় ২২ ফিটু। মন্দিরের চারিদিকে খোদাই করা দেবমূৰ্ত্তি, এক একটা মূৰ্ত্তি লম্বে প্রায় ৩• ফিন্টু। টিয়া-হুনাকুর ইতিহাস কিছুই পাওয়৷ বায় না, কোন সময়ে টিয়া-হুনাকু নাম দেওয়া হইল, তাহা আজও हिद्र श्, नांहे ? ¢कङ् ¢कश् श्रशूभांन क८ब्रन, हेकशं५ फ़ेिब्रlহুনাকু এই নাম দিয়া থাকিবে। এই জায়গা সাগর হইতে ১২৯৩ ফিট উচ্চে। এখানে বায়ু প্রবল নয়। বোধ হয় ইঙ্ক-পুৰ্ব্বগণ এখানে রাজধানী করিয়াছিল। লিমা নগর হইতে প্রায় সাড়ে বার ক্রোশ দূরে পচাকমাক নামে একটা প্রাচীন নগর অাছে, এখানকার বড় বড় সন্দিরের ধ্বংশাবশেষ দেখিলে জানা যায়, ইন্ধ-পুৰ্ব্বজাতি আস্তিক ছিল। ‘পচা’ পৃথিবী, ‘কমাক করা ; অর্থাৎ পৃথিবী নিৰ্ম্মাণকারী পরমেশ্বর তাহাদের উপাস্ত দেবতা। পচাকমাকের মন্দিরে কোনরূপ T মূৰ্ত্তি নাই, এজন্ত অনেকে অনুমান করেন, তাহারা নিরাকার ও অব্যক্ত ঈশ্বরের পূজা করিত। ইঙ্কদের উৎপত্তি সম্বন্ধে কিছু নিশ্চয় বলা যায় না। ইতিয়াৰ বলে, মস্কে নামক প্রথম ইঙ্ক টিকাকা হ্রদের তীরে আগমন করেন, তাহার স্ত্রী মামা ওক্লো সেই সঙ্গে ছিলেন । ,