পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰ্ম্মেণিয়। [ ১৬২ ৷ ] জাৰ্ম্মেশিল্পী ===জেল -** थग्न गात्र क्झि भारक, ५३ ठिनघ्नीब्र नाभ cरूाबम्ठाष, स्त्रं७iषः व! कंम् उषः ५ब१ गांङ्गळूषङषि । ििङ्गकूषय । अछाड क्कूब ।। ७झे श्रीशरफ़ ऊँठ-नांमा श्रठि*ग्न दछेबनरु । খৰ্বন পৰ্ব্বতের পথ আরও ভয়ঙ্কর, এখানে ভার লইয়া কোন পশু চলিতে পারে না । এই প্রদেশের কোলব-স্থ নদীর তটে কুর্দদের দলপতির বাসস্থান আছে। এখানে অtষাঢ় শ্রাবণমাসে জমিতে শস্ত বপন করে। দরকুষগিরি হইতে সরুম নদী বাহির হইয়াছে, এই নদীর তটে উৎকৃষ্ট ऊद्रभूछ छrम्ना ।। ७थानकांद्र भाफ़ैौ८ऊ कांमः श्हे८ल, डांश দেখিতে সাদা হয় । এখানে গ্রীষ্মকালে বাতাসের সঙ্গে লু চলে। সরুমনদীর পশ্চিমদিকে হজেরো, ইনিজে ও খিনি নামে তিনটী ভূভাগ। এগুলি পূৰ্ব্বে তুরুষ্কের বেগদিগের অধিকারে ছিল। মূষতাঘের ভূভাগসকলের দক্ষিণ দিয়া বরাবর তাইগ্রীস্ নদী চলিয়াছে। এই নদীর জল ভাল নয়, ইহার তীরবর্তী ভূভাগের লোকের প্রায়ই শিরারোগ (Wena Medinensis) হয়। ইহার তীরে প্রাচীন স্ত,প ও দুর্গাদির ধ্বংশাবশেষ পড়িয়া আছে। তাইগ্রীস নদীর উপরাংশে সুবেরেক ও দিয়র বেকৃর নামে দুইট প্রদেশ আছে। নিম্নভাগে বামতীরে জেবেল জুদি পাহাড় । মুসলমানের বলে, এইখানে নোয়ার জাহাজ লাগিয়াছিল। ইহার নিকটস্থ ভূভাগসমূহে কুৰ্দ্ধজাতির বাস। এখানকার বুতান নামক পাহাড়ের নিকটস্থ প্রদেশে (আম্মাণী কাথলিক) যাকুব সম্প্রদায়, নেস্তোর সম্প্রদায়ভুক্ত খৃষ্টান ও যেজেদীরা বাস করে। এখানে শস্ত হইবার সময় কুর্দজাতি দেখ দেয়, অপর সময়ে পাহাড়ে পাহাড়ে মেযপাল চরাইয়া বেড়ায়, সময়ে সময়ে ডাকাতি করিয়া থাকে । এসব স্থানে ইর্দার হইতে জল পাওয়া যায় ; পাহাড়ের কাছে কেবল ঝরণা আছে । যাণজুদের উপকুল প্রদেশ-বিটলীশ নগর হইতে কর্ক তাষ, তথা হইতে মুযতাৰ পৰ্য্যন্ত। এখানে অর্জরোষ-তাঘ মুঘতাঘের সঙ্গে মিলিত হইয়া বাণত্ত্বদের দক্ষিণ দিক পৰ্য্যস্ত চলিয়। গিয়াছে। এই প্রদেশের পূর্বদিকে হ্রদের ধারে একটা স্বতন্ত্র ধাতুনিঃস্রবের পাহাড় আছে। এটাকে কমেল তদ্ধান্‌ (অর্থাৎ উটের মত ) বলে। পশ্চিমদিকে পাহাড়ের উপর বগুন গ্রাম, ইহার উচ্চ ভূভাগে একটী কোট রহিয়াছে। यथानकांब अप्अण ६s मनैौन्न उँौरव्र मोक्रम cद नाम कुफाषिপতির একটা দুর্ভেদ্য দুর্গ আছে। বাণহ্ৰদের পুৰ্ব্বপ্রদেশ পৰ্ব্বতময়। ৰtণপ্রদেশের প্রধান নগর বাণ । এ নগরট মাত - প্রাচীন। প্রবাদ এইরূপ, রাণী সেমিরামিস এই নগর স্থাপন क८ब्रन । कौशक्रश्री *िझशिश्रिीग्न छांब्रt७* उॉक्षद्भः कङकै। প্রমাণ পাওয়া বায় । এই নগরে কেলিকে বন্ত্রের আমদানী হয়।. এখানকার গম পারস্তে রপ্তানি হইয়া থাকে । বাণস্তুদের উত্তরতীরে সাপনতাঘ নামে একটা নিৰ্ব্বাপিত আগ্নেয়গিরি আছে। হ্রদ হইতে এই পৰ্ব্বতটা দেখিতে বড় মুনীর। ইহার উচ্চ শৃঙ্গ কৃষ্ণসাগর হইতে প্রায় ১•,••• ফিট উচ্চে। এই পাহাড়ে উঠিলে আরারাটের উচ্চশূঙ্গ দুট বেশ দেখা যায়। এই পাহাড়ের গহবরে রাশি রাশি বরফ পড়িয়৷ থাকে । কোষোতাঘ ও আরারাটের মধ্যে আরিস্কেদ প্রদেশ। এখানকার জমি বেশ উর্বরা ও জলবায়ু ভাল। এখানে প্রায় ত্রিশখানি গ্রাম আছে, তিনখানিতে কেবল আৰ্ম্মাণীর বাস। ১৮২৯ খৃষ্টাব্দের পুৰ্ব্বে এ সকল গ্রামে আৰ্ম্মাণীরা বাস করিত, কিন্তু এই বর্ষে রুবদের সঙ্গে যুদ্ধ হইলে তাহারা জর্জিয়াতে গিয়া বাস করিতে থাকে। এই প্রদেশে উচকিলিস নামে একটা প্রাচীন মঠ আছে। এখানকায় প্রধান স্থানের নাম তোপরাক্কালে । ভূতত্ত্ব—আৰ্ম্মেণিয়ার সকল স্থান পরিদর্শন করিলে জান। যায়, যে পুৰ্ব্বে এখানে আগ্নেয়গিরি ছিল। কতকাংশ কেবল জলে পূর্ণ ছিল ; সেই জলের অবশিষ্ট অংশ বাণ, উৰ্ম্মির ও কাষ্পীয় হ্রদ। এই দেশের অনেক স্থানেই চুৰ্ণস্তর আছে। ইতিবৃত্ত-ইহার প্রাচীন নগরের নাম আৰ্ত্তক্ষতা । কথিত আছে, পুরাকালে একজন হানিবল আৰ্ত্তক্ষীয়স নামে আৰ্ম্মেণিয়ার রাজার সহিত এখানে আসিয়া অtশ্রয় লয় । এখানকার পুরাতন গৃহাদির ধ্বংসাবশেষ, কালরূপ। শিল্পলিপি ও প্রাচীন মন্দিরাদি দৃষ্টে জান। বায় যে, অতি পূৰ্ব্বকালে নানাজাতির লোক এইদেশে আসিয়া বাস করিত। ভারতবর্ষের হিন্দুরাও এদেশে আসিতেন, তাহারও প্রমাণ পাওয়া গিয়াছে ; সৈরীয়দেশের একজন পাত্ৰী লিখিয়াছেন— একদল হিন্দু এইখানে প্রবাসে আসে। তাহারা দেমিতর ও কিসমূলি নামক দেবতার পূজা করিত, এছাড়া আরও কতকগুলি দেবমূৰ্ত্তি স্থাপন করিয়াছিল, জাষ্টিঘটু নগরে তাহার। দেবতার কাছে বলি দিত । [ Journal of As. Soc. Bengal, Vol. W. 831 cwt ( ) আৰ্ম্মাণীর বলিয়া থাকে, তাহীদের আদিপুরুষ ও প্রথম রাজা গৈ। তিনি তোগর্মের পুত্র, আলীরীয় রাজ বেলাসের অত্যাচারে নিজ জন্মভূমি লীনেয়ার পরিত্যাগ করিয়৷ এইস্থালে জালিয়া আশ্রয় লন বেলাল হৈগের