পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীলাম পরিমাণ ৩৪১৫ বগ মাইল । এখানে মিকীর, ও কামাখ্যা গিরি শ্রেণী আছে। - নদী-মিচ, দিজু, ননাই, কপিলি, কলঙ্গ, সোনাই, যমুনা, দেবপনি, বড়পানি, ধনেশ্বরী। এখানে কয়েকট হ্রদ আছে—গরঙ্গ, কাঁচধর, মের, মরিকলঙ্গ, মোরা কলঙ্গ, উদারি, খঙ্গরিয়া ও পকারিয়া । এই স্থান ১২৭ট পরগণায় বিভক্ত । ৭ । গারো-ইহ পাৰ্ব্বতীয় জেলা । ভূমি পরিমাণ প্রায় ৩১৮০ বগ মাইল । এইস্থান অনেকগুলি পাহাড়ে বেষ্টিত । তন্মধ্যে তুরা ও আরবেল পাহাড় প্রধান । এখানকার প্রধান নদী-কৃষ্ণাই, কালু, ভোগাই, নেতাই ও সোমেশ্বরী । ৮। খশী ও জয়ন্তী গিরি—হইরে ভূমি পরিমাণ প্রায় や> @" বগ মাইল | এই পাৰ্ব্বতীয় প্রদেশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গিরিশ্রেণী पठाtछ् । ৯। নাগপাহাড়-এই পাৰ্ব্বতীয় প্রদেশে রেঙ্গমা নামক গিরিশ্রেণী প্রধান। প্রধান নদী-দয়tঙ্গ, ধনেশ্বরী, যমুনা এতদ্ভিন্ন দিক্র, স্বৰ্গতি ও পাথর দেশ নামক কএকটা ক্ষুদ্র নদী অাছে। ১. শিলহট ( শ্রীহট্ট )—ইহার ভূমি পরিমাণ প্রায় ৫৪৪০ বর্গ মাইল । এখানে এই কয়ট পাহাড় আছে-রঘুনন্দন, দিনায়পু বা সাতগা, বলিশির, ভায়গাছ, সরোগজ, পাথরিয়া, প্রতাপগড়, সিদ্ধেশ্বর । প্রধান নদী-বরাক, স্বৰ্ম্ম, কুশিয়ার, ধনেশ্বরী। এই জেলা ১৮৫টা পরগণায় বিভক্ত। [ শ্ৰীহট্ট শব্দ দেখ ] ১১ । কাছাড়—এইস্থান আসামের দক্ষিণ পূৰ্ব্বে । এই জেলার চারিদিকেই ছোট ছোট পাহাড়। প্রধান নদী-বরাক, টিপাই, করি, ধনেশ্বরী। প্রধাননগরশিলচর । ভারতবর্ষের মধ্যে আসাম সৰ্ব্বাপেক্ষা উর্বর ও শস্যশালী छूमि । इशबू नौ श्रेष्ठ cगाथत्रि কুচি পাওয়া যায়। অহম্ জাতীর নামানুসারে এই স্থানের নাম আসাম হইয়াছে। পূৰ্ব্বকালে এই স্থানের নাম গ্রাগ্জ্যোতিষ বা কামরূপ ছিল । মহাভারতে ইহা পরশুরামের তীর্থ ‘লৌহিত্য’ বলিয়া উক্ত হইয়াছে। কালিকাপুরাণ ও যোগিনীতন্ত্রের মতানুসারে পূৰ্ব্বতন আসাম বা কামরূপ রাজ্য করতোয় হইতে দিক্কর दानिनौ (वर्डमान गनिद्रा नामक शांन) भवषि बिशृउ झ्णि । অতি পূৰ্ব্বকালে ইহার সকল স্থানে কিরাত জাতির বাস ] · t २२७ ] আসাম

झिण, মহারাজ न्नग्नक ऊांशंनिश८क ठॉफ़ाहेब्र ७ोहे ऋांन

अधिकांद्र क८ब्रन । ठिनि बर्डमांम कांभांषTांग्न निकtप्ले প্রাগজ্যোতিবপুর নামে আপনার একটী রাজধানী স্থাপন করেন । [ কামরূপ শব্দে ইছার বিস্তৃত বিবরণ দেখ । ] ५२२४ ध्रुडेॉटश बक्ररनt*ब्र cगांभैौद्ब्र९ मांमक शांन इहेष्ठ अझ्टमब्रां अांनांम श्रांज़मन कब्रिाउ पञां८न । अङ्মেরা শানবংশীয়, খামদেশবাসীদিগের সহিত এক জাতীয়। তাহার স্বভাবতই বলিষ্ট ও সাহসী । ত্রয়োদশ শতাব্দীর মধ্যে তাহার ক্রমশঃ পশ্চিমদিকে অগ্রসর হইয়া শিবসাগর জেলা পৰ্য্যন্ত আক্রমণ করে। ১৪৯৭ খৃঃ অব্দে অহমরাজ চুহুঙ্ক হিন্দুধৰ্ম্ম অবলম্বন করেন। ১৬১১-১৬৫৪ খৃঃ মধ্যে চুচেংফ আসামের রাজা হন ; তিনি শিবসাগরে একটা বৃহৎ শিবালয় নিৰ্ম্মাণ করান। তাহার সময় তাহার রাজ্যের চারিদিকেই ' হিন্দুধৰ্ম্ম প্রচারিত হয় । তৎপুত্র চতুম। ব্রাহ্মণদিগের দ্বারা জরংবজ সিংহ নাম প্রাপ্ত হন । র্তাহার সময় অরঙ্গজিব পাদশাহের সেনাপতি মীরজুমল। আসাম জয় করিয়াছিলেন বটে কিন্তু তথাকার অধিবাসীদিগকে সম্পূর্ণ অধীনে আনিতে পারেন নাই। ১৬৬৩ খৃঃ অবো তাহাকে বাঙ্গালায় ফিরিয়া আসিতে হয়। ১৬৮৫ খৃঃ অস্বে রুদ্রসিংহ নামে একজন প্রবল প্রতাপশালী অহম্রাজ আসামের সিংহাসনে আরোহণ করেন । কিছুকাল পরে আসামের অন্তবিদ্রোহ উপস্থিত হয়। এই সময়ে ইংরাজের বণিকবেশে আসামে প্রবেশ কয়িয়াছেন । দেশের অবস্থা দেখিয়া ইংরাজেরা উহ। আত্মসাৎ করিবার চেষ্টা করিতে লাগিলেন । এই সময় রাজা গৌরীনাথ সিংহ দরঙ্গের কোচরাজ ও মৃতক জাতীয় ধৰ্ম্মসম্প্রদায় কর্তৃক রাজচ্যুত হন : ইংরাজের তাহাকে সাহায্য করিবার জন্য ১৭৯২ খৃঃ অব্দে কাপ্তেন ওয়েলসকে সসৈন্তে আসামে পাঠাইয়। দেন। ১৭৯৪ খৃঃ কাপ্তেন ওয়েলস কতকটা খোলযোগ থামাইয়া আসেন। এই সময়ের পর হইতে আসামরাজ মন্ত্রীগণ কর্তৃক পুত্তলিকাবৎ চালিত হইতে লাগিলেন। এমন কেহ উপযুক্ত লোক নাই যে রাজকাৰ্য্য মুচারুরূপে নিৰ্ব্বাহ করে। আসামীর ব্রহ্মদিগকে সালিশি করিল, ব্রহ্মের সুবিধা পাইয়। আপনাদের আধিপত্য চালাইতে লাগিল। আসামীর তাহাদের শাসনে উৎপীড়িত হইয় পড়িল । ইংরাজদিগের দৃষ্টি বরাবর আসামের দিকে ছিল। ১৮২৪ খৃঃ ইংরাজ ও ব্রহ্মদিগের মধ্যে যুদ্ধ উপস্থিত হইল। ১৮২৬ খৃঃ ২৪শে ফেব্রুয়ারী যন্ধু নামক স্থামে একটা সন্ধি হয়। তাহাতে আলামের সমুদায় নিয়প্রদেশ বৃটিশ অধিকারভুক্ত জয় । জালামের উত্তরাংশ মতক ( পুরদার সিং নাম্বক একজন)