পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३कू [ २8 9 ] ইক্ষুপাক পরিমাণে পিত্ত ও বায়ু নাশক । ইহা কোমল নয়, ইহার স্বাদ ভাল নয়। ক্ষীর রোধক ও দাহকারী। বাসি জাকের রল ভাল নয়। তাহ অন্ন ও বাতনাশক, ভারী, পিত্তকর, শোষকর, ভেদক ও অতিমূত্রকর। - অকের জাল দেওয়া রসের গুণ-চিঙ্কণ, ভারী, অত্যন্ত তেজী, কফ ও বাতনাশক, আনাহ ও কিঞ্চিৎ পিত্তনাশক । অতিপাকে বিদtছ, পিত্তদোষ ও রক্তদোষ জন্মে । ইক্ষু বিকারের (অর্থাৎ চিনি বা গুড়ের ) নাম-লসীক, ফণিত, গুড় থও, মৎস্তাওঁী, সিত। ইহ। নিৰ্ম্মল হইলে হাল্কা, শীতল ও বীর্য্যকর। ইক্ষুর নামবিশেব—দীর্ঘচ্ছদ, ভূরিরস, গুড়মূল, অসিপত্র, মধুত্বণ। ইহার গুণ—রক্ত ও পিত্ত নাশক, বলকর, বৃষ্য, শরীরের স্থূলতাকারক, কফবৰ্দ্ধক, স্বাছ ও পাকে অধিক মিষ্ট,স্নিগ্ধ, গুরু, মূত্ৰবৰ্দ্ধক,শীতল। ইক্ষুর সাধারণ গুণ পিপাসানাশক, দাহ, মুচ্ছ", পিত্ত ও রক্ত নাশক, ভারী, বাতহীরক, রেচক, বৃষ্য, বিষনাশক । কিছু গাঢ় পাক ও যাহাতে রস অনেক হয় উহাকে ফাণিত কহে । গুণ--- ধাতুবৰ্দ্ধক, বাত পিত্ত ও শ্রম নাশক। মূত্র ও বন্তি শোধক। মৎস্তাওঁীয় লক্ষণ-গাঢ় ও অল্পশিরাযুক্ত। ইহাতে খাড় চিনি প্রভৃতি প্রস্তুত হয়। . গুপু—ভেদক, বলকর, হালুক, পিত্ত ও বাত নাশক, ধাতুবৰ্দ্ধক, পুষ্টিকর ও রক্তদোষ নাশক । ইক্ষুর জাতিভেদ—পৌণ্ডক, ভীরুক, বংশক, শতপোরক, মনোগুপ্ত, তাপসেন্ধু, কাস্তার, কাণ্ডে ক্ষু, স্বচিপত্রক, নৈপাল, দীর্ঘপত্র, নীলপোর, কোশকৃৎ । পৌণ্ডক ও ভীরুকের গুণ-বায়ু ও পিত্তনাশক। ইহার রস ও গুড় মধুর, অতি শীতল এবং বলবদ্ধক । কোশকারের গুণ—ভারী, শীতল, রক্ত ও পিত্তনাশক । কান্তার গুণ-ভারী, বলকারী, শ্লেষ্মাবৰ্দ্ধক, স্থূলতাসম্পাদক, রেচক । দীর্ঘপুত্রের গুণ—অতি কঠিন। বংশক গুণ—ক্ষার ও লবণাক্ত। শতপোরক কিছু পরিমাণে কোশকারের গুণ বিশিষ্ট, অল্প উষ্ণ, লোনা ও বায়ুনাশক এইমাত্র বিশেষ । মনোগুপ্ত গুণ-বতিহারক, তৃষ্ণ ও রোগবিনাশক, স্বশীতল, অতি মধুর, রক্ত ও পিত্তনাশক । তাপসেন্ধু গুণ—মৃদ্ধ মধুর, শ্লেষ্মাবৰ্দ্ধক, প্রীতিপ্রদ, রুচিজনক, শক্তিবৃদ্ধিকারক ও বলকর । কচি আকের গুণ—কফবৰ্দ্ধক, চৰ্ব্বি ও মেহজনক । যুবা আকের গুণ-বাতহারক, স্বাদু, ঈষৎ তীক্ষ্ণ, পিত্তনাশক । পাক অাকের গুণ-রক্ত ও পিত্তহারক। ক্ষত ঘী বিনাশক, বল ও বীর্য্যজনক । ཁའ་ཟཁོ་ཅན་གངྒཱ་ সাদা জাকের গুণ-উৎকৃষ্ট রসায়নকারী, ৰলকর, রোগনাশক, স্নিগ্ধ, তৃপ্তিজনক, স্থূলতাসম্পাদক, শক্তিজনক, আয়ুষ্কর, শ্লেষ্মাকর। অত্যন্ত স্বাছ, এজষ্ঠ বাত ও পিত্ত নষ্ট করে। শক্তিজনক হইলেও অস্তর বিদাহ জন্মায় । কাল অাকের গুণ-শোষ অপহারক, শোক ও ব্লগজনক ; অন্ত গুণ সাদা আtকের মত । বস্ত্র দ্বার বাহির করা রসের গুণ—ভারী, শক্তিবদ্ধক, কফজনক, অতি শীতল, পাকে বিদtহী ও বলকারী । [ অপর fù<3a föfä •{τψ έa<* The Sugar-Cane (Vol. XVI. to XIX) নামক বিলাতী পত্রিকা দেখ । ] ২ নদীবিশেষ। মৎস্তপুরাণে ছুইটী ইক্ষু নদীর নাম পাওয়া যায়। একটা নদী জম্বুদ্বীপে এবং অপরটা শাকদ্বীপে । জম্বুদ্বীপে যেট, তাহার বর্তমান নাম অক্ষস (Oxus ) । ইক্ষুক ( পুং ) ইক্ষু প্রকার: ( স্থলাদিভ্যঃ প্রকার বচনে কন। পা ৫ ৪ ৩ ) ইতি প্রকারার্থে কন্‌ ৷ এক প্রকার ইক্ষু। ইক্ষুকাগু ( পুং ) ইক্ষেণঃ বৃক্ষস্ত কাওঃ দগুইব কাণ্ডে। বস্ত বহুত্ৰী ) কাশবৃক্ষ। ( কেশে ) । মুঞ্জগাছ । ইক্ষুঃ কাও ইব । ইক্ষুদও । ইক্ষুকুট্টক ( পুং ) ইক্ষুন্‌ কুট্টয়তি ইক্ষু-কুট্ট কুন (উণ ২ । ৩২ ) ৬তৎ । গুড়কারক যন্ত্রবিশেষ । গৌড়িক। (স্ত্রী) কেশে । ইক্ষুগন্ধ (পুং) ইক্ষো গন্ধইব গন্ধে যন্ত বহুব্রী। ক্ষুদ্র গোকুর বৃক্ষ, কেশে । ইক্ষুগন্ধ ( স্ত্রী ) পুৰ্ব্ববৎ সমাং টাপ । গোখুরী, কাশতৃণ । ইক্ষুগন্ধিক (স্ত্রী) ইক্ষুগন্ধ কন টাপ, অকারস্তেকার । ভূমিকুমাও, ভুইকুমড়া। ইক্ষুজ (ত্রি) ইক্ষু জন-ডঃ। ইক্ষু হইতে যাহা জন্মায়, গুড়াদি । ইক্ষুতুল্য। (স্ত্রী) ইক্ষো ইক্ষুণ বা তুল্য। ধান্তবিশেষ । ইক্ষুদণ্ড (পু:) ইক্ষুদও ইব উপ কৰ্ম্মধাং। আকৃগাছ। ইক্ষু যষ্টি প্রভৃতিও ব্যবহৃত হয় । ইক্ষুদর্ভ। (স্ত্রী) ইক্ষেরিব দর্ভে বন্ধে যন্তীঃ বহুব্রী। তৃণবিশেষ। ইহা সুমধুর, শীতল, অল্পকষায়। কফ ও পিত্তহারক, রুচিকর, লঘুপাক, তৃপ্তিজনক । ইক্ষুদ (স্ত্রী) ইক্ষুং তদাস্বাদং দদাতাতি ইক্ষুদ-ক। নদীবিশেষ। ইক্ষুনেত্র (রা) ইক্ষোর্নেয়মিব ৬তৎ। জাকের গাট। ইক্ষুমুল। যেখান হইতে পাপড়ি উঠে। ইক্ষুপত্র (পুং ) ইগো পত্রমিব পত্ৰং যন্ত বহুত্ৰী। জোয়ার ধtষ্ঠ । নদীকূলে জোয়ারে যে ধান জন্মে । ইক্ষুপাক ( পুং ) ইক্ষো: পাক: ৬তৎ। পাকযোগ্য রসাদি। গুড় প্রভৃতি ।