পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छैङ्क প্রস্তর সকল নিক্ষিপ্ত হইয়াছে। কখন আকাশমণ্ডলে সহস্ৰ সহস্ৰ সপাকারে প্রকাশ পাইল্প গভীর গর্জনসহকারে উল্কা •ठिङ श्हेब्राप्झ् । फेषा श्हेप्ड ८य ७थलग्न अर्थवा cणोश् পাওয়া যায়, তাহ পার্থিব গ্রস্তর অথবা লৌহ হইতে স্বতন্ত্র । কোন কোন উল্কালোঁহের শতকরা ৯৬ ভাগ দ্রবণীয় লৌহ, কোন কোন স্থলে অঙ্গে ধাতবলৌহ থাকে না । লৌহ দেখ । ] উদ্ধাপ্রস্তর কখন ক্ষুদ্রাকারে, কখম বা অতিশয় বৃহদাকারে পতিত হইতে দেখা যায়। মোগলদিগের বিশ্বাস, চীনদেশের পশ্চিমাংশে পীতনদীর তীরে একটি ৪০ ফিট উচ্চ পৰ্ব্বত অাছে, তাহ আকাশ হইতে পতিত হইয়াছে। of Science and Art, p. 134. Coto: I ) উক্ত নানাপ্রকায় আকারে উল্কাপাত হওয়ায় যুরোপীয়ের প্রথমে উল্কা সম্বন্ধে এই চারি প্রকার অনুমান করেন। ১ম-তরল পদার্থ হইতে ধূম যে প্রকারে উখিত হয়, উদ্ধাসম্বন্ধীয় দ্রব্যাদি সেইরূপে অতিশয় সুহ্মাকারে পৃথিবী হইতে বায়ুমণ্ডলের উচ্চস্থ মেঘে নীত হর এবং তথtয় রাসায়নিক ক্রি রায় সংযুক্ত হইয় তাহার গুরুত্ব অনুসারে পৃথিবীতে শুপাকারে পতিত হয়। ২র-কেহ অনুমান করেন, উল্কাপ্রস্তরসকল আগ্নেয় গিরি হইতে বহির্গত হইয়া প্রথমতঃ তাহার গতি অনুসারে আকাশমণ্ডলের বহুদূর পর্য্যস্ত গমন করে, অবশেষে তাহাই ভাষায় প্রবলবেগে পৃখিবীতে নিক্ষিপ্ত হয় । ৩য়—কেহ মনে করেন, কোন কোন সময়ে চন্দ্রমণ্ডলস্থ আগ্নেয়গিরি হইতে এত অধিক বেগে ধাতু নিঃস্থত হয়, যে তাহা চন্দ্রমওল অতিক্রম করিয়া পৃথিবীর অতি নিকটে আসিয়া পৌছে এবং সেই স্থান হইতে পৃথিবীর আকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হইয়া ভূমিতে আসিয়। পতিত হয়। ৪র্থ-কেহ কেহ আবার বলেন, উল্কা সকল ও উপগ্রহ বিশেষ, তাহার স্বৰ্য্যের চতুর্দিকে নিজ নিজ কক্ষ মধ্যে ঘুরিতেছে। ঐ কক্ষ সকল পৃথিবীর বার্ষিক গতিপথে আড় ( বক্রভাবে ) ভাবে উত্তীর্ণ হয় । যখন পৃথিবী ঐ কক্ষগুলির অভিমুখবর্তী হয়, তখন ঐ কক্ষস্থ উল্কা নামক উপগ্রহ সকল ভূমিতে আসিয়া পড়ে অথবা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবিষ্ট হইয়া পৃথিবীর আকর্ষণশক্তি প্রভাবে অবশেষে ভূমিতে অানীত হয় । উক্ত চারিপ্রকার মত লইয়া ঘহুদিন ধরিয়া গোলযোগ চলিতেছিল। অবশেবে প্রসিদ্ধ যুরোপীয় জ্যোতিৰ্ব্বিদ হর্শেল সাহেব বহু অমুসন্ধানের দ্বার। স্থির করিলেন, যেমন তারক (Museum [ 8&s छैक्ष्| সকলের চারিদিকে দৃষ্টিবহিভূত অতি ক্ষুদ্র ক্ষুদ্র নীহারিকতারা ( Nebulae ) আছে, সেইরূপ স্বর্ঘ্যের চতুর্দিকেও Řgtfășțąs orțe{ (Nebulous matter) atf; čxfặși witz: I gotrio (Meteoric stone) s etotoite (Shooting-stars) নামে যে নৈসর্গিক কাও সম্পাদিত হয়, তাহা সেই নীহারিকাবৎ পদার্থের বিকাশ মাত্র । যখন ঘটনাক্রমে পৃথিবী কোন একটি উক্ত পদার্থ রাশির নিকট দিয়া গমন করে, তখন সেইটি পৃথিবীর চতুর্দিকে घूर्मननैौण कठाव९ (Sattelite) थडौब्रगांन श्ञ ५दः পৃথিবীসহ চক্ৰবৎ হুর্য্যের চতুৰ্দ্ধিকে ভ্রমণ করিতে পায়ে । ইহা স্ববৃহৎ হইলেও চন্দ্রষৎ স্বর্ঘ্যের আলোকে প্রতিফলিত হইয় দৃষ্টিগোচর হয়। হর্শেল সাহেব বলেন, ঐ চন্দ্রবৎ পদার্থগুলি অতিশয় ক্ষুদ্র হইলেও কয়েকটি বৃহদাকার. আছে। পৃথিবী ঐক্ষপ অনেকগুলি সন্থচয় বা অদৃশু চন্দ্রগণ দ্বার বেষ্টিত রহিয়াছে । তাছাদের মধ্যে এক একটি এত বৃহৎ ও এত কঠিন যে তাছাতে স্বম্পষ্ট স্বৰ্য্যালোক প্রতিফলিত হয়, তাহার। পৃথিবীর অতি নিকটবর্তী হইলে আমরা অল্প সময়ের জন্ত চৰ্ম্মচক্ষে দেখিতে পাই, পৃথিবীর ছায় তাহাতে পুতিত হইলে সম্পূর্ণ গ্রহণ হইয়া দৃষ্টির বহি ভূত হয়। * তৎপরে পেটিট সাহেব গণনা করিয়া স্থির করেন, তাহাদের মধ্যে একটি বৃহদাকায় উদ্ধাপ্রস্তর আছে, যাহা দ্বিতীয় চন্দ্রবৎ পৃথিবীর সহগামী। ভূমধ্য হইতে তাহার কক্ষ প্রায় ৫০০০ মাইল, এবং ভূমধ্যভাগ হইতে প্রায় ৯••• মাইল অথবা চন্দ্র অপেক্ষা ছাব্বিশ মাইল নিকটে । তাহ ৩ ঘণ্টা ২০ মিনিটে একবার ঘুরিয়া থাকে, সুতরাং প্রতিদিন উহ! সাতবার করিয়া পৃথিবীর চারিদিকু পরিভ্রমণ করে । আমাদের দেশীয় প্রাচীন জ্যোতিৰ্ব্বিদ শ্ৰীপতির মতে— "বাসাং গতিদিবি ভবেদ্‌গণিতেন গম্য। তাস্তারকাঃ সকলখেচরতোহতিদূরে । তিষ্ঠস্তি যা অনিয়তোদগতয়শ্চ তারাশচন্দ্রীদধো হি নিবসস্তি তদদ্বিতাস্তাঃ ॥ শতাংশুবজলময়ান্তপনাৎ স্ফ রস্তি তাশ্চাবহ প্রবহমারতসন্ধিসংস্থাঃ । পূৰ্ব্বানিলৈ: স্তিমিতভাবমুপাগতেইন্মিংস্তারাঃ পতত্তি কুহচিদ গুরুতাবশেন ৷” যাহাদিগের আকাশগতি গণিতশাস্ত্র দ্বারা জানা যায়, যাহারা সমস্ত গগনচারী জ্যোতিক্ষগণেয় অতিদূরে অবস্থিত রছিয়াছে, তাহাদিগকে তারক কহে । আর সাহাদের