পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উল্কাপাত গতির নিয়ম নাই, তাহাদিগকে তার কহে । তাহার। চঞ্জের অমুগামিনী হইয় তাহার অধোভাগে অবস্থিতি করিয়া থাকে। এই তারাগণ চন্দ্রের স্থায় জলময়ী ; স্বৰ্য্যের কিরণ দ্বার দীপ্তিমতী হইয় ফুল্পিত হইয় থাকে, ইহার আবহ ও প্রবহ এই মারতম্বরের সন্ধিস্থলে সংস্থিত আছে, এই স্থান যখন স্তিমিত ভাব প্রাপ্ত হয়, তখন গুরুত্ব হেতু পূৰ্ব্বপবন দ্বারা ভূমির উপর কোন স্থলে পাতিত হইয় থাকে। বরাহমিহিরের মতে,—“স্বর্গে শুভফল ভোগ করিয়া যাহার। পতিত হয়, তাহাদিগের রূপের নাম উল্কা । ধিষ্ণ, উল্ক, অশনি, বিদ্যুৎ ও তায় ভেদে উষ্ক। পাচ প্রকার। উল্ক ও ধিঞ্চ এক পক্ষে, অশনি তিন পক্ষে এবং বিদ্যুৎ ও তারা ছয় দিনে ফল প্রদান করে । তারা এক চতুর্থাংশ, ধিঞ্চ অৰ্দ্ধাংশ এবং বিদ্যুৎ, উল্কা ও অশনি সম্পূর্ণ ফলদান করির থাকে। অশনির আকৃতি চক্রাকার, ইহা গভীর শব্দের সহিত মনুষ্য, হস্তী, অশ্ব, গৃহ, বৃক্ষ ও জন্তু প্রভৃতিতে পতিত হয়। বিদ্যুৎ কুটিলাকার এবং বিস্তৃত, সহস। ভট তট শব্দে পতিত হইয়া জীবগণের বিনাশ সাধন করে। ধিষ্ণ কৃশ, অল্পপুচ্ছবিশিষ্ট, প্রজ্জ্বলিত অঙ্গারতুল্য এবং পরিমাণে দুই হস্ত। তারা এক হস্ত প্রমাণ, দীর্ঘকৃতি, শুক্ল অথবা তাম্রবর্ণ, আকাশে উদ্ধ অধঃ বা বক্রভাবে গমন করে। উদ্ধার শিরোভাগ অধিক বিস্তৃত,-পতিত হইলে বৃদ্ধি পায়, পুচ্ছ কৃশ এবং আকার দীর্ঘ। এই উল্কা নানাপ্রকার ।” [ বৃহৎসংহিত। ৩৩ অঃ দেখ । ] এক্ষণে কলিকাতাস্থ চিত্রশালিকায় (Museum) অনেকগুলি উল্কাপ্রস্তর দেখা যায়। তাহদের মধ্যে গোরক্ষপুরে ১৮৬১ খৃঃ ১২ই মে তারিখে একখানি উদ্ধাপ্রস্তর পাওয়া যায়, তাহার ওজন দুই মণের অধিক । এতদ্ভিন্ন যশোর, বাঁকুড়া প্রভৃতি জেল হইতেও বৃহৎ বৃহৎ উদ্ধাপ্রস্তর সংগৃহীত হইয়াছে। উকীলোঁহের সহিত অপর ধাতুর সংমিশ্রণে নানাপ্রকার যন্ত্রাদি প্রস্তুত হইতে পারে। শুনা যায়—পারস্তদেশের বাদশাহের এবং তিব্বতের লামার উল্কালোঁহনিৰ্ম্মিত তর दोब्रि काttछ् । উল্কাগ্নি (পুং ) উবৈবাগ্নিঃ । উদ্ধা। উল্কাচক্র ( ক্লা) ১ রুদ্রযামলোক্ত গ্রাহ্মস্ত্রের শুভাশুভজ্ঞাপক চক্রবিশেষ । ( “উল্কাচক্ৰং সৰ্ব্বসারং মন্ত্রদোষাদি নির্ণয়ম্।।” ) উল্কাজিহা (পুং ) উন্ধেব জিহা মস্ত। রামায়ণোক্ত প্রসিদ্ধ রাক্ষসবিশেষ । উল্কাপাত (পুং) উল্কানাং পাতঃ । নাভস উৎপাত বিশেষ। चाँकांनं श्देष्ठ ७ॉब्रांमि श्वजिब्र! श्रृंफू । [ फेकt cम९। ] [ 8&&. J --Jayantanth (আলাপ) উল্লণ্ডিবক্ত - o- - - উল্কামুখ (পুং) উস্কেব মুখং ঘগ্য। ১ প্রেতবিশেষ । ( “বাস্তাণ্ড্যাকামুখঃ প্রেতে বিপ্ৰে ধৰ্ম্মাৎ স্বকাচ্চ তঃ” মন্থ ১২ । ৭১ ) ( স্ত্রী ঞ্জী ) ২ খ্যাকুশিয়ালি নামক শৃগালবিশেষ তৎপৰ্য্যায়—শৃগালিক, লোমালিক, দীপ্তজিহা ও কিখি । [ খ্যাকশিয়ালী দেখ। ] উল্কামৎস্য (পুং ) মৎস্তবিশেষ, শুশুক । উল্কী (দেশজ ) স্ত্রীলোকের কপালে কৃত্রিমচিহ্ন। উল্ক স্বী (স্ত্রী) উলা দাহেন কুষ্ণাতি, কুষ-ক-উীন্থ। উল্কা । (“অশনিরেব প্রথমোহমুযাজঃ হ্রাঙ্গুনিৰ্বিতীয় উল্কষী তৃতীয়ঃ ” শতপথ ব্রা" ১১ । ২। ৭। ২১। * । 'উল্‌কুৰী উল্কা ।” সায়ন । ) উল্‌কুৰীমান (ত্রি) উল্কাবিশিষ্ট। (‘বত্র প্রাপানি শশ উল্‌কুৰীমান।” অথৰ্ব্ববেদ ৫ । ১৭ । ৪ 1) উন্ট ( দেশজ ) বিপরীত। উল্ব (ক্লী) উৎ-লী শ্লেষণে-(উবাদয়শ্চ। উগ্ৰ ৪।৯৫) ইতি সাধু। ১ জরায়ু। ২ গৰ্ভবেষ্টনচৰ্ম্ম। ৩ গর্ভ। (গৰ্ত্তাশয়ে জরায়ুবে। হেম ৩২-৪ ) “জাতমাত্রং বিশোধ্যেীশ্বাস্থানং সৈন্ধবসৰ্পিব৷ ” বভিট উত্তরস্থান ১ অঃ । “গৰ্ত্তে জরায়ুণাবৃতঃ উত্থং জহাতি জন্মনা।” শুক্লযজু ৭১৯৩৬ । উলুণ (ত্রি) উৎ-বণ-অম্ল পৃযোদরাদিত্বাৎ সাধু । ১ প্রবল, অধিক, উৎকট। ২ উদ্ভট । ৩ ব্যাপ্ত। ৪ ফুট । ( “হেতুলক্ষণংসৰ্গাদ্বিদ্যাল্গুম্বোবণানি চ ।” মাধবনিদান ) ৫ তীক্ষ । ৬ প্রকাশ। ৭ নির্বাধ। (‘তস্তাসীদুঘণে মাৰ্গ: পাদপৈরিব দস্তিন: " রঘু ৪ । ৩৩) (রী) ৮ শরীরস্থিত বাত অথবা পিত্তের প্রকোপ জন্ত রোগ। “নাড়ী ধরি স্থানে স্থানে কয়য়ে ভ্রমণ । অামি কঁপি কামজ্বরে সে বলে উদ্বণ ॥” ভারতচন্দ্ৰ—বিদ্যাসুন্দর । উলুক (ক্লী) ওষতীতি। উষদাহে, উলুকদর্বোতি নিপীতনাৎ যন্ত লঃ মুক প্রত্যয়শ্চ। ১ অঙ্গার। ("অম্বাহাৰ্য্য পচনাদুষ্ম কমাদার।” শতপথব্রা ৬২৭) ২ বৃষ্ণিবংশীয় রাজবিশেষ । ( ভারত সভা ৩৪ । ১৬ । ) উলু ক্য (পুং ) উলুকে ভবঃ-যৎ । অগ্নি । ( “অৰ্থ হৈক উলুক্যেন দহস্তি।" শতপথব্রা ১২। ও । ১। ১৬ । ) উল্লঙ্ঘন (ক্লী) উৎ-লঘি-লুট। ১ অতিক্রম করা, ডিদান। (“সময়েtল্লঙ্ঘনেন পরাঙ্গনাসঙ্গতিং প্রবৃত্তে সতি।” কুমায় ২৩৫ শ্লোকের মল্লিনাথটীকা । ) উল্লঙ্ঘ্য (ত্রি) উৎ-লঘি-যৎ । উল্লঙ্ঘনের যোগ্য (বস্তু) । উল্লঙ্ঘিত (ত্রি ) উৎলবি-ক্ত। ১ অতিক্রান্ত । ২ মাহ। পার হওয়া গিয়াছে ৷ ”