পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওয়েলেসাল • • ১৮৪২ খৃঃ, ওয়ালমের দুর্গে স্বয়ং ভিক্টোরিয়া ওয়েলিংটমেয় সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়াছিলেন । এই বর্ষে পুনয়tয় তিনি প্রধান সেনাপতিপদ গ্রন্থণ করিলেন। ১৮৪৫ খৃঃ, ङिमि**tशञ्च श्राहेन’ फेठाईब्रां नितांज्ञ छना अटनक c5ठे 1 করেন এবং অবশেষে কৃতকাৰ্য্য হইয়াছিলেন । তৎপরে তিনি 'সামরিক আইনের পক্ষ সমর্থন কয়িরাছিলেন, এই অtছন চালাইবার জন্য তিনি লর্ড সভায় বক্তৃত। দেন। এই বক্ততাই তাহার জীবনের শেষ বস্তৃত হইয়াছিল, কারণ আর তাহাকে সাধারণ কার্ধ্যে হস্তক্ষেপ করিতে হইল ন। তিনি ১৮৫২ খৃঃ ১৪ই সেপ্টেম্বর ওয়ালমের ফুৰ্গে অকস্মাৎ পক্ষাঘাত রোগে আক্রাস্ত হইয়া সেই দিবস মধ্যাহ্ন কালে স্ত্রী ও দুই পুত্রকে চক্ষের জলে ভাসাইন্না ইহলোক পরিত্যাগ করিলেন। ইংলও আজ তাহার এক অমূল্য রত্ন হীরাইলেন ! মহাসমারোহে ওয়েলিংটনের শবদেহ সেন্ট পলস কাথিড্রাল নামক প্রসিদ্ধ গির্জায় বিখ্যাতবীয় নেলসনের পাশ্বে সমাধিস্থ হইল । সমস্ত গ্রেটবৃটন শোক বেশ পরিধান করিলেন । - ওয়েলেস্লি (Richard Colley, Marquis of Wellesley.) ভারতবর্ষের একজন গভর্ণর জেনারেল। ইংলণ্ডের বিখ্যাত যোদ্ধা ওয়েলিংটনের জ্যেষ্ঠ সহোদর। ১৭৬০ খৃঃ, ২•এ জুন, অtয়লণ্ডের ডবলিন নগরে ওয়েলেসলির জন্ম হয় । অল্প বয়সেই তিনি ভালরূপ লেখাপড়া শিখিয়া ছিলেন। সবেমাত্র ধেীবনে পা দিয়াছেন, কোথার বন্ধুবান্ধবের সঙ্গে আমোদ আলাদে কাল কাটাইবেন, না পিতৃতীন হইলেন ; সংসারের বিষম তার ঘাড়ে পড়িল । ওয়েলেসলির পিতা অনেক ঋণ করিয়া গিয়াছিলেন। যুবক ওয়েলেসলি বহু কষ্ট্রে পিতৃ ঋণ পরিশোধ করিলেন এবং সংসারের সমস্ত কর্তৃত্ব মাতার উপর সমর্পণ করিলেন। ওয়েলেসলির পারিবারিক অবস্থা लफ़ खांण मग्न, कांग्रकtछे भांन गप्लभ ब्रत्र श्,ा भांज ; किछु এরূপ গতিক হইরা পড়িল যে, আর মান সন্ত্রম রাখা দায়! ভখন কি করিষেন, পিতার নাম এবং বিশ্ববিদ্যালরের উপাধি মাত্র তাহার তরস। যুবক ওয়েলেসলি কপাল ঠুকিরা বিলাঞ্চের আইরিস লর্ড সভায় প্রবেশ করিলেন । যাহার গুণ থাকে, অধগুই সে এক সময় না এক সমরে লোকের চোখে পড়িতে পারে। ওয়েলেসলি ইংলণ্ডরাজ তৃতীয় জর্জের সুনয়নে পড়িলেন। তাহার কারণ এই যে, ১৭৮৯ খৃষ্টাধে তৃতীয় জর্জ পীড়িত হইলে কয়েকজন মন্ত্ৰী প্রিন্স অব ওয়েল্‌কে যুবরাজ করিয়া তাহার হন্তে রাজক্ষমতা অর্পণ করিতে যত্নবান হন। কিন্তু ওয়েলেসলি তাদের বিরুদ্ধে আন্দোলন করিয়া L gav J ওয়েলেসাল র্তাহাদের অভিপ্রায় ব্যর্থ করিলেন, আইরিস সদস্তগণ সকলই ওয়েলেসলির পক্ষ হইলেন। তৃতীয় জর্জ আরোগ্য হইয়া উঠিলে ওয়েলেসৃলিকে ডাকাইয় তাহার সহিত আলাপ করেন । রাজার যত্নে ওয়েলেসৃলির কপাল ফিরিল। তিনি দুই একটি উচ্চপদ গ্রহণের পর আইরিস্ প্রিভি কেন্সিলের মেম্বর এবং সেণ্ট পাটি,কের একজন নাইট (Knight) নিৰ্ব্বাচিত হইলেন। এদিকে কর্ণওয়ালসেন্ন ভারত শাসনকাল উত্তীর্ণ হইল । ১৭৯৭ খৃঃ ৪ঠা অক্টোবয় ওয়েলিসলি ( লর্ড মর্ণিংটন ) ভারতের গভর্ণর জেনারেল হইলেন। আজ ওয়েলেসলি উচ্চ সন্মান উচ্চপদ লাভ করিলেন বটে, কিন্তু এই সন্ত্রম বজায় রাখা বড় সহজ কথা নয় । এই সমরে নেপোলিয়ন ইজিপ্ট জর করিয়া ভারত আক্রমণের ইচ্ছা করিতেছিলেন । টিপু সুলতান ফরাসী কৰ্ম্মচারীদিগের সঙ্গে মিলিত হইয়। ইংরাজদিগকে ভারত হইতে বিদূরিত করিবার জন্য অস্ত্র . ধারণ করিয়াছেন। ওয়েলিসলি দেখিলেন প্রবল বিপক্ষরুপ বিপদসমুদ্র যেন ভারতের বেলাভূমি অতিক্রম করিয়া ইংরাজদিগকে ভাসাইয়। দিবার জন্য অগ্রসর হইতেছে, এই সময়ে যদি তিনি স্রোতে বেগ সম্বরণ করিতে না পারেন, তাহা হইলে তাহার মান, সন্ত্রম, সহায়, সম্পত্তি, বিদ্যা, বুদ্ধি, সকলই অতল জলে নিমগ্ন হুইবে, ইংরাজদিগের সকল আশ{ ভরসায় ছাই পড়িবে প্রথমে ওয়েলেসলি টিপুর সহিত সন্ধির প্রস্তাব করিলেন, কিন্তু "চোয়। না শোনে ধৰ্ম্মের কাহিনী' ; টিপুকে সৰ্ব্বস্বাস্ত হইতে হইবে কি না, তাই সন্ধির প্রস্তাব অগ্রাহা করিলেন। তখন গভর্ণর জেনারেল যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন । টিপু বিলম্ব না করিয়া ইংরাজদিগের সছিত যুদ্ধ করিতে অগ্রসর হইলেন। ওয়েলেসলি আর বিলম্ব না করিয়া যুদ্ধ ঘোষণা করিলেন। দেশীয় ও ইংরাজ সৈন্যের য়ণদক্ষতার মালাবেল্লী নামক স্থানে বুটশের জয় হইল । তৎপরে একমাস অবয়োধের পর স্ত্রীরঙ্গপত্তন বৃটিশ অধিকারভুক্ত হইল। টিপু সুলতান নিহত হইলেন। টিপুর অধিকৃত মাঙ্গলোর দুর্গ ও কয়েকটি জেলা ইংল্পীজদের থাকিল এবং সমস্ত রাজ্য তথাকার প্রাচীন হিন্দুরাজদিগের উত্তরাধিকারীর হস্তে অর্পিত হইল । তৎপরে ওয়েলেসলি ভারতের বাণিজ্য এবং গৰণমেন্টের কর বৃদ্ধি করিবার জন্ত যত্নবান হইয়াছিলেন। তিনি প্রজাবৰ্গকে বড় একটা পীড়ন না করিয়া বাণিজ্য ও অপরাপর নানা উপায়ে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দ্বিগুণ আয় বাড়াইল্পী शिणन अर्षां९ भूर्ल वार्षिक गांउ शक भांग्र इहेएउहिण, তাহার সময়ে ১৫ লক্ষ হইল। ভারতের সহিত এসির খণ্ডের অপর স্থানের সংস্রব রাখিবার জন্ত তিনি নান স্থানে প্রতিনিধি