পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নগরপাল ৭৯° ৫৩ ২৪* পূঃ । ইহার বন্দর বেত্তার নদীর মুখে অবস্থিত। এই স্থানে মুপারি, মলিন, বাহাদুরী কাঠ এবং অশ্বাদির বছল বাণিজ্য সম্পন্ন হয়। এখানে একটা বিখ্যাত মসজিদ আছে। নগর আনন্দপুর, ইহার আধুনিক নাম বড়নগর। বড়নগর ও দেবনাগর দেখ। ] নগরকাক (পুং ) সহরে কাক, ঘূণাস্থচক শব্দ । নগরকীর্তন (ক্লী ) নগরে কীৰ্ত্তনং নগরপরিভ্রমণেন হরিনামসংঘোষণং । নগরের পথে পথে হরিনাম-সংকীৰ্ত্তন, নগরের সকল পথে হরিনাম গান করিয়া বেড়ান। “নাচারোনাধিকারী চ ন স্থাননিয়মস্তথা । গ্রামে বা নগরে সাধু বর্ণে বা কীৰ্ত্তয়েন্ধরিং ॥” (হরিনামমাহাত্ম্য) নগরকোটি (পুং ) হিমালয়ের পাদদেশস্থিত একট নগর। নগরঘাত (পুং ) নগরং হস্তি হন-অর্ণ। ১ হস্তী। হন-ভাবে ঘঞ, নগরস্ত ঘাতঃ । ২ নগরস্থ লোকের হনন । নগর ছুতর, সাঁওতাল পরগণার স্বত্রধরদিগের মধ্যে এক শ্রেণী। নগরজন (পুং ) নগরস্ত জনাঃ । পুরবাসী, নগরবাসী । নগরর্তীর্থ, গুজরাটপ্রদেশস্থ নগর নামে একটা প্রাচীন তীর্থ । গুজরাটের রাজা বিশালদেবের সভাকবি নানকের প্রশস্তিতে নগরতীর্থের উল্লেখ দেখিতে পাওয়া যায়। ঐ স্থান বেদধ্বনিতে সৰ্ব্বদা প্রতিধ্বনিত হইত। যন্ত্রীয় ধূমে উহার আকাশ নিরস্তর পরিপুরিত থাকিত। ঐ স্থান মহাদেবের আবাস ভূমি বলিয়া গণ্য ছিল। ঐ স্থানের ব্রাহ্মণেয়৷ উন্নতিশীল ছিলেন । [ বড়নগর দেখ । ] নগরদ্বার (ী) নগরস্ত দ্বারং ৬তৎ। নগরের দ্বার, পুরস্কার। “নগরদ্বারলোষ্ট্রস্য যদ্বৎ স্যাকুপযাচিতং ।” ( বৃহৎসং ২।১৮) নগরধনবিহার (পুং) বৌদ্ধদিগের একটা মঠ। নগরপতি (পুং ) নগরস্য পতিঃ ৬তৎ । নগরাধ্যক্ষ, নগর । নগর-পঙ্কর, সিন্ধুদেশের অন্তর্গত থর ও পার্কর জেলার একখানি তালুক। রাজস্ব ৪৫৪৬ ৷ ২ উক্ত নগর-পার্কর-তালুকের প্রধান নগর এবং মিউনিসিপালিটি । অক্ষা ২৪° ২১। উঃ, দ্রাঘি” ৭০° ৪৭’ ৩০% পূঃ। এই স্থান উত্তম উত্তম রাস্ত দ্বারা ইসলামকোট, মিত্তি, এবং পিঠাপুরের সহিত সংযোজিত। ১৮৫৯ খৃষ্টাকে এই স্থানে বিদ্রোহ হইয়াছিল । হায়দরাবাদ হইতে ইংরাজ-সৈন্ত আসিয়া সেই বিদ্রোহ দমন করে । নগরপাল (পুং ) নগরং পালয়তি পালি-অণু । নগররক্ষক, চেকীদার, নগরে কোনরূপ বিন্ন বা অত্যাচার না হয়, এই সকল বিষয় যে পর্যবেক্ষণ করিয়া থাকে, তাহাকে ! নগরপাল কহে । | IX [ ৪৯৭ ] =-e-r------ নগরাদিসন্নিবেশ -ാജ്ജ নগরপুর (কী ) নগরস্ত পূঃ ৬তৎ, অচ, সমাসাস্ত । ੀ। নগরের নাম । * নগরপ্রান্ত (পুং ) নগরস্ত প্রাস্তঃ । পুরপ্রাস্ত, নগরের সন্নিকট স্থান । নগরমর্দিন (ত্রি) নগরং স্থাতি যুদ-পিনি। ১ নগরাবমৰ্দ্দক। (পুং ) ২ মত্তগজ । নগরমার্গ (পুং) নগরস্ত মাগঃ ৬তৎ। রাজমার্গ। শুক্রনীতিতে লিখিত আছে,—রাজার বাট হইতে চারিদিকে প্রশস্ত পথ প্রস্তুত করিতে হইবে। যে রাস্তার পরিমাণ ৩০ হাত, তাহ উত্তম, বিংশতি হস্ত পরিমিত মার্গ মধ্যম, দশ এবং পাঁচ হাত রাস্ত অধম । ( শুক্রনীতি) [ রাজমার্গ দেখ। ] নগরন্ধ কর (পুং ) নগন্ত ক্রৌঞ্চস্ত রদ্ধং করেীতি কৃ-ট। কাৰ্ত্তিকেয়। নগরবাসিন (ত্রি) নগরে বসতি বস-ণিনি। নগরে বাসকারী। নগরস্থ (ত্রি) নগরে তিষ্ঠতি স্থা-ক। নগরে অবস্থানকারী, নগরস্থিত । নগরাদিসন্নিবেশ (পুং) নগরাদীনাং সন্নিবেশঃ ৬তৎ। নগরাদি স্থাপন । ইহার বিষয় অগ্নিপুরাণে এইরূপ লিখিত আছে,— রাজা ভাল করিয়া দেখিয়া একটা স্থান নিরূপণ করিয়া তাহার মধ্যে একযোজন বা যোজনাৰ্দ্ধ-পরিমিত স্থান নির্দিষ্ট করিয়া লইবেন। এই স্থানের মধ্যে বহুতর হট্টাদি থাকিবে । হস্তী প্রভৃতি অনায়াসে গমন করিতে পারে, এইরূপ ভাবে অর্থাৎ ৬ হস্ত পরিমাণ নগরের দ্বার হইবে । নগরের অগ্নিকোণে স্বর্ণকারাদি সন্নিবেশ, দক্ষিণদিকে নৃত্যগীত-ব্যবসায়ী ও বারনারীগণের আবাস, নৈঋ তে নট, বালিকাদি ও কৈবৰ্ত্ত প্রভৃতির বাসস্থান, পশ্চিমে রথ, আয়ুধ ও খড়গাদি ব্যবসায়ীর বাস, বায়ুকোণে শোণ্ডিক, কৰ্ম্মাদিকৃত ভৃত্যাদির, উত্তরদিকে ব্রাহ্মণ, যতি, সিদ্ধ প্রভৃতি পুণ্যবান ব্যক্তিগণের বাসভূমি, ঈশাণকোণে ফলাদি বিক্রেত্ব প্রভৃতি ব্যবসায়িগণের ও পূর্বদিকে বলাধ্যক্ষগণের বাসভূমি হইবে। অগ্নিকোণে বিবিধ সৈনিক পুরুষ, দক্ষিণে স্ত্রীলোকদিগের নিদেশকর্ত, নৈখতে অধমজনগণ, পশ্চিমে অমাত্যবর্গ, কোষাধ্যক্ষ ও শিল্পিগণ অৰস্থান করিবে। পূৰ্ব্বদিকে ক্ষত্রিয়, দক্ষিণে বৈশু, পশ্চিমে শূদ্র ও বৈস্তু এবং চতুর্দিকে অশ্ব সৈন্ত সংস্থাপন করিতে হইবে। পূৰ্ব্বদিকে চরলিঙ্গী অর্থাৎ ছদ্মবেশী রাজপুরুষ প্রভৃতি, দক্ষিণদিকে শ্মশানভূমি, পশ্চিমে গোধনাদি ও উত্তরে কৃষিকার্য প্রভৃতির স্থান নির্দিষ্ট থাকিরে। সকল কোণেই ম্লেচ্ছগণ অবস্থান করিতে পরিবে এবং নগরে মান দেবদেবীর মূৰ্ত্তি প্রতিষ্ঠিত করিতে হইবে । ( অগ্নিপুরাণ ২• • অ” ) ১২৫