পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঙ্গলপং নিদর্শন পাওয়া যায়। ১৫৬৪ খৃঃ অঙ্গে তালিকেটে বিজয়রাজবংশের রাজ্যাবসান হইলে, সম্ভবতঃ ঐ বংশীয় রায়রাজগণ এই জেলায় রাজত্ব করেন । ১৫৩৯ খৃঃ অঙ্গে क्षैग्नश्रब्रांटङ्गङ्ग भिकल्ले হইতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি মাজাজনগর প্রাপ্ত হন। দাক্ষিপাত্যে প্রাধান্ত লাভের জন্তু ইংরাজ ফরালীতে ভীষণ বিৰাদের সময় চিঙ্গলপতে অনেক সংগ্রাম হইয়া গিয়াছে। ১৭৬৪ খৃঃ অন্সে আর্কটের নবাব মুহম্মদজালি প্রত্যুপকারস্বরূপ ইষ্টইণ্ডিয়া কোম্পানিকে এই জেলা জায়গীর দেন। ১৭৬৩ খৃঃ অঙ্গে সম্রাট শাহজালম্ ঐ দান মঞ্জুর করেন। ১৭৬৩ হইতে ১৭৮৯ খৃঃ অঙ্গ পৰ্য্যন্ত এই জেলা নবাবের ইজারাভূক্ত ছিল। ঐ সময়ের মধ্যে হায়দরজালি দুইবার এই জেলা আক্রমণ করিয়া বহুসংখ্যক লোকের প্রাণ বিনাশ করেন। তৎপরেই আবার ভীষণ ফুর্ভিক্ষে ঐ জনপদকে প্রায় জনশূন্ত করিয়া ফেলে। তাহার পর এখামে নুতন বন্দোবস্ত হয়। ১৭৮৪ খৃঃ জন্ধে সমস্ত জেলা ১৪ ভাগে বিভক্ত হইল। তাহার চারি বৎসর পরেই উহা আবার ভিন্ন ভিন্ন কালেক্টরিতে বিভক্ত হয় । এই সমস্ত কালেক্টরি লইয়া আবার ১৭৯৩ খৃঃ অন্ধে একটী জেলা হয়। ১৮০১ খৃঃ অব্দে সত্তিয়াবাদ বিভাগ ও পুলিকফুপ্রদেশ চিঙ্গলপতের অন্তর্গত হয়। ১৮৬৯ খৃষ্টাবো মাম্রাজনগর এই জেলার অন্তভুক্ত হইয়াছিল, পরে ১৮৭০ খৃষ্টাব্দে পুনৰ্ব্বার স্বতন্ত্র বলিয়া গণ্য হয় । হায়দরআলির আক্রমণ ও দুর্ভিক্ষাদির পর এই জেলার লোকসংখ্যা অনেক কমিয়া যায়। এখন ক্রমে ইহার লোক বৃদ্ধি হইতেছে। এখানকার অধিবাসীর মধ্যে হিন্দু ৯৩৯৩১৪, মুসলমান ২৫০৩৪, এবং অবশিষ্ট ১৬৭৭৪ জন খৃষ্টান। জেলার মধ্যে প্রধান নগরগুলির নাম-কাঞ্চীপুর, সেন্টটমাসেস মাউণ্ট ( একটা সেনানিবাস), সৈদাপেট, তিরবেতিয়র, চেঙ্গলপৎ, পানামলি (সেনানিবাস), তিরুবল্পর ও পল্লবরম। এতদ্ব্যতীত আরও অনেক ক্ষুদ্র সহর আছে । মাস্ত্রাজের অন্যান্য জেলার স্থায় এখানকার ভূমি উৰ্ব্বর নহে, সুতরাং অন্তান্ত জেলা অপেক্ষা ইহা দরিদ্র ; যেখানে সৰ্ব্বদা জল পাওয়া যায় এইরূপ স্থানেই শস্তাদি উৎপন্ন হয়। কাষ্ঠ অতিশয় দুঙ্গাপ্য বলিয়া লোকে গোময়াদি জ্বালাইয়া ফেলে, সুতরাং রীতিমত সার পাওয়া যায় না । অনেক জমীদার মাম্রাজেই বাস করেন, সুতরাং নিজ জমি পরিদর্শন ও তাহার উন্নতি সাধনের চেষ্টা না করায় প্রজাগণ কৃষিকাৰ্য্যে তেমন যত্ন করে না। প্রজাগণ অধিকাংশই দরিদ্র প্রায়ই সমস্ত খাজানা দিয়া উঠিতে পারে না । জমিদারগণ খাজনার কতক অংশু ছাড়িয়া দিয়া আদায় করেন। { ২৮৬ ] 衍评* जनांदू*ि, जठिभूडि रेठानि निक्कम हेश८ङ श्रहनकबांग्र ভয়ানক তুর্ভিক্ষ হইয়া গিয়াছে। তন্মধ্যে ১৭৩৩ খৃষ্টাব্দে জল সেচনের সুষ্যবস্থা না হওয়ায়, ১৭৮৪ খৃঃ অঙ্গে মহিমুরসৈন্তগণের আক্রমশে, ১৭৮৭ খৃঃ অৰে অনাবৃষ্টিতে, ১৭৮৫ খৃঃ আৰো অত্তিবৃষ্টি ও তজ্জন্ত জীষণ বস্তায় খালবিলাদি ভগ্ন হওয়ায়, এবং ১৮৯৬-৭ খৃঃ অশ্বে সমস্ত মাঙ্গাজপ্রেসিডেন্সীতে অজন্ম হওয়ায় छैौद१ फूर्डिंच ठे°हिठ श्छ । s४७१-४४ ईः ज८च भश बज्राड মহাৰ্থ হয়, ১৮৭৬ সনেও ধান্ত টাকার /৮ সের মাত্র বিক্রয় হয়। এই জেলায় আর একটা প্রাকৃত্তিক বিড়ম্বন আছে । বৈশাখ ७ कॉर्डिंकभांदन ५थांदन औय१ क्षफ़ हरेब्रा बांग्रहे नांनांक्रद* অনিষ্ট উৎপাদম করে। ১৭৪৬ হইতে ১৮৪৮ খৃঃ অদ পর্য্যন্ত এইরূপ ১৫টা ঝড়ের উল্লেখ পাওয়া যায়। ১৮৭২ খৃষ্টাৰো चांद्र ५कदांग्र छैौश* वज्र श्छ । otइंद्रध् सफ़ ७धांश्रहे वाणां★मांश्नtग्न ठे९viह इहेब्रा मांठrांब मश्नरब्रब्र फेछब्रभांtई कुहे শতাধিক মাইল ব্যাপিয়া ভীষণবেগে পশ্চিমাভিমুখে প্রবাহিত হয়। গৃহ, বৃক্ষ, সহস্ৰ সহস্ৰ নৌকা, জাহাজাদি চুর্ণীকৃত হইয়। যায় ও ৰন্থসংখ্যক মকুন্য, গোমেষাদি প্রাণত্যাগ করে । উপকূলস্থ মাম্রাজনগর ব্যতীত আর কোথাও বহির্বাণিজ্য হয় না । মধ্যভাগে অন্তর্বাণিজ্য অল্পাধিক হইয়া থাকে। ১৮৬৪ খৃষ্টাব্দ পর্ব্যস্ত পুলিকছুতে শুদ্ধ আদায়ের গৃহ ছিল এবং বেশ বাণিজ্যও হইত, কিন্তু ঐ বৎসর শুদ্ধগৃহ স্থানান্তরিত হওয়ায় উপকূলভাগ একরূপ বলারশূন্ত হইয়াছে। এখানে গবর্মেন্টের লবণ-পোক্তান আছে। তথায় বহুসংখ্যক লোক কাৰ্য্য করিয়া জীবিকা উপার্জন করে। মিরালীদারগণই বংশপরম্পরাক্রমে লবণ প্রস্তুত করিয়া থাকে । উৎকৃষ্ট বস্ত্রবয়নাদি একরূপ লোপ পাইয়াছে বলিলেই হয়, কেবল এখানকার আর্ণিনগরে দুই এক শত তত্ত্ববায় আজও স্বল্প কার্পাস বস্ত্র প্রস্তুত করিতেছে । তাহারও জার তেমন খ্যাতি নাই। সামান্ত পরিমাণে বাসনাদি প্রস্তুত হয় এবং নীলও উৎপন্ন হইয় থাকে। স্থানে স্থানে প্রচুর মৎস্ত পাওয়া যায় ও তাহা হইতেই কিছু জায় হইয়া থাকে। সন্নিহিত সমুদ্রেও মৎস্ত, গুক্তি ও কচ্ছপাদি বৃত इझेब्र भांक्षांख नश्रीरङ्ग श्रांनैौष्ठ इग्न । भक्रिशंखांद्रडौद्र ८द्रजश्रृंथ

  • এই জেলার ভিতর দিয়া গিয়াছে ।

রাজস্ব আদায়ের সুবিধার জন্ত এই জেলা চিজলপৎ, কাঞ্চীপুর, মধুরান্তকম, পোনেরি, সৈদাপেট ও তিরুবল্পর এই ছয়টা তালুকে বিভক্ত। রাজস্ব আদায়ের প্রধান কৰ্ম্মচারী কালেক্টর ও মাজিষ্ট্রেট সৈদাপেটে বাস করেন। চিঙ্গলপতে তেসৰুে বিচারকার্য সম্পন্ন হয়। মাত্রাজনগর এই জেলার অন্তর্গত হইলেও ইহার বিচারকাৰ্য্যাধি সম্পূর্ণ স্বতন্ত্রজ্ঞাৰে