পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢»»fa =శా: - গুঃ আৰো অগ্নি লাগিয়া ইহার বিস্তয় ক্ষতি করে। ১৮৭৮ शू: अष्क ऐशंद्र कॉर्षी शक श्ञ ।।' চৌকস (দেশজ ) সতর্ক, কাৰ্য্যদক্ষ, মনোযোগী । চে'ক (চতুষ্কোণ শব্দজ) ১ চারিকোণবিশিষ্ট স্থান। ২ পাকস্থান। চৌকাঠ ( দেশজ ) চারিখও কাঠ নিৰ্ম্মিত দ্বারের অবয়ব । উপরের কাঠকে কপালী, দুই পাশের কাঠকে পানাবাঞ্জু ও নীচের কাঠকে গোবরাট, উজট প্রভৃতি কহে । চৌকি ( দেশজ ) ১ আসনবিশেষ, খুরসী । ২ পাহারা, রক্ষা । ৩ পুলিষে থাকিবার স্থান কিম্বা কর আদায়ের স্থান । চোকিশ্বর ( দেশজ ) রক্ষাগৃহ। চৌকিদার (পারসী মিশ্র ) যে ব্যক্তি চৌকি অর্থাৎ পাহার। দেয়, প্রহরী। এক্ষণে চৌকিদার বলিলে পল্লীগ্রামস্থ নীচজাতীয় প্রহরীদিগকেই বুঝায়। পূৰ্ব্বে চোর ডাকাতদিগের সর্দারদিগকেই চৌকিদার করা হইত। সর্দার নিজে চৌকিদার হইলে চুরি ডাকাতি অধিক হইত না । এখন চৌকিদার যে বেতন পায়, তাহা গ্রামবাসিগণের নিকট আদায় হয়। গ্রামবাসীরা চৌকিদারের বেতন স্বরূপ যাহা দেয়, উহাকে চৌকিদারি কর বলে । কর গ্রামস্থ পঞ্চায়েতগণ আদায় করিয়া থাকেন। চৌকিদারদিগের বেতন অল্প হইলেও তাহাদের দায়িত্ব অনেক । তাহাদিগকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট থানায় গিয়া হাঙ্গরি দিতে হয়, গ্রামের জন্ম ও মৃত্যুর সংবাদ দিতে হয় । তাছার সীমানার মধ্যে কোথাও কোন দাঙ্গা হাঙ্গামী হইলে তাহাকে থানায় জানাইতে হয় । বস্তুত: পল্লীগ্রামের পুলিসের যাবতীয় কাৰ্য্যই তাহাকে করিতে হয় । চৌকিদার (পারসীমিশ্র) ১ চৌকিদারের কাজ । ২ চোকি দীর সম্বন্ধীয় । চৌকিয়া (দেশজ ) ১ ষে চৌকি দেয়, চৌকিদার। চৌকী { চৌকি দেখ । ] চৌকোণ (চতুষ্কোণ শব্দজ ) যাহার চারিট কোণ আছে। চৌক্র্যে (ক্লী) চুক্ৰস্ত ভাব; চুক্র দৃঢ়াদি স্বাএ । ( বর্ণদৃঢ়া দিভ্যঃ স্বাঞ্চ । পা ৫১।১২৩) চুক্রের ভাব, চুক্ৰতা । চৌক্ষ (ত্রি ) চুক্ষ হিংসা লীলমস্ত চুক্ষণ-ছত্রাদি ৭ (ছত্রাদিভ্যো শঃ । পা ৪।৪।৬২ ) ১ হিংসুক, হিংসা করা যাহার স্বস্তাব । ২ মনোজ্ঞ । “८कोकू९८कोक्रछमांकैौर्म९ शभूष९ श५मर्थनम् ।” ( ভারত ১২১১৮ অ: ) কোন কোন অভিধানিক ‘চোক্ষ’ স্থলে চৌণ্ড্য পাঠ করেন। চৌগঞ্জ, রাজসাহী জেলার একটা সহর। নাটোরের ১৪ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত। অক্ষা ২৪°৩৩′ উত্ৰাধি ৮৯° ১২' পূ.। [ 8१२ ] ੱ. cोभाय् (পায়লী ) এক প্রকায় খেলা চৌধান দেখ 1յ চৌগাছা, যশোহয় জেলার একটা গ্রাম। চিনির কারখানা জক্ত বিখ্যাত । চৌগাল, कांश्रौद्र ब्राध्छान्न ७कप्रैौ नझ्द्र । हेशं चैमश्रटद्रद्र ৩৪ মাইল উত্তরপশ্চিমে ও বিলমের ১১১ মাইল উত্তরপূর্বে অবস্থিত । অক্ষা ৩৪° ২৩ উ:, দ্রাৰি’ ৭১• চেীঘাট, মাত্রাজ প্রেসিডেন্সির মলবার জেলার পনানি তালু ' কের একটা সহয়। পূৰ্ব্বে এই সন্থর চৌঘাট তালুকের সদর ছিল, এখনও ইহাতে বিদ্যালয় ও নিম্ন বিচারালয়াদি অাছে। ’ চৌঘাট তালুক পনানি তালুকের অন্তভূক্ত হইয়াছে। - চৌঘরা, চৌখড়া, ১ ধীবরদিগের জালবিশেষ। দুইটা ধন্থর স্থায় লম্বা বাশের মধ্যস্থানে বঁাধিয়া অগ্রভাগে একখালি চতুষ্কোণ জাল খাটাইয় দেয় । বঁাশ দুইটার মধ্যস্থান অপর একটা দণ্ডে বাধা থাকে। ধীবর ঐ দণ্ডদ্বার। চৌখরা জাল জলাশয়ে ফেলিয়া রাখে এবং মাছ আপিলেই ছাকিয়া তুলে । 4. ২ আঠা দিয়া পক্ষী ধরিবার একপ্রকার ফাদ । চারিদিকে বঁাশের কাঠম্বারা একটা ঘর করিয়া তাহার উপর দুই চারিট আঠ মাখান কোমল কাঠি থাকে। আঠ-কাঠির নীচে একটা জীবন্ত ঘুৰ্‌ঘূরে অথবা অন্ত কোন কীটপতঙ্গাদি বাধিয়া দেয় । কেরকেটে, চাষ ইত্যাদি পক্ষী যেমন ঐ কীট খাইতে যায়, অমনি অঠিায় পড়ে । চেীঘর। ( হিন্দী) মসলাদি রাখিবার জন্ত চারিট খোপবিশিষ্ট ক্ষুদ্র বাক্স । চৌঘানবাজি, কাশ্মীরের উত্তরবর্তী লদাক ও তিব্বতে প্রচলিত ক্রীড়াবিশেষ । এই খেলায় একজন অশ্বে আরোহণ করিয়া একটি ভাটাকে দগুস্বারা আঘাত করিতে করিতে অতি বেগে লইয়া যায়। ইহা ইংরাজদিগের হকি ( Hockey ) খেলার ন্যায়। আস্তর ও ঘিলঘিটের লোকেরা এই খেলায় এত উন্মত্ত হয় যে, খেলার সময় তাহাদের দিগ্বিদিক জ্ঞান থাকে না। অশ্ব হইতে পড়িয়া গিয়া অনেক সময় ছুর্ঘটনা ঘটে। জাস্তর নগরে এই খেলাকে তোপে । এবং ষে প্রাস্তরে এই খেলা হয়, উহাকে শাজারান কছে। ঘিলঘিটে ইহার নাম বুল্ল । তিববতীয় ভাষায় এই খেলাকে পোলো (Polo) বলে । চোঁচাপট (দেশজ) ১ যাহার চারিদিক সমান। ২-কুকুর, চালাক । , so চোঁচালা (চতুঃশাল শঙ্কজ ) চারি চালযুক্ত গৃহ। ८छोप्ले (न्नडूटेब्र *अज) नंब्र ।