পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o) e. বেণীসংহার নাটক । কত কি কল্পনা করচে। আরে পাপীয়সী ! আমার পত্নী হয়েও তুই এইরূপ দুশ্চরিতা ? মোর কাছে ভীরু অতি, অথচ গো এইরূপ সাহসের ভাব ? সাক্ষাতে প্রশংসা মোর, অথচ ধরম লজ্যি” অন্তে অনুরাগ ? - জড়বুদ্ধি আমি অতি । সারল্য দেখায়ে মোরে বক্ৰপথগামী ? প্রখ্যাত বিশুদ্ধ কুলে জনমগ্রহণ করি’ এ কলঙ্ক গ্লানি ? সখী —তার পর, তার পর ? - ভানু।—তার পর, আমি তাড়াতাড়ি এই লতামণ্ডপে প্রবেশ করলেম, সেও আমার পিছনে পিছনে এইখানে এ’ল। রাজা –ও ! কুলটার মতই এই পাপীয়সীর নির্লজ্জত । যাহাদের সনে তব গাঢ়তর প্রণয়ের চিরন্তন যোগ, . গোপনে যাদের কাছে বলেছ আমার কত - প্রেমের সন্তোগ, সেই সুখীজন-কাছে —কলঙ্কিনি কলুষ-হৃদয় – দুশ্চরিত-কথা তব . বলিতে কি লজ্জা নাছি হয় ?