পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ॐ१ ত্ৰিলোককেও উচ্ছেদ করতে পারেন—কি ছাঁর এই যুধিষ্ঠিরসৈন্ত ! অতএব একেই সেনাপতিত্বে অভিষেক করা হোক । দুর্যে –তুমি উচিত কথাই বলেছ। কিন্তু অঙ্গরাজ সেনাপতি হবেন বলে পূর্বেই স্থির হয়ে গেছে। কৃপ —রাজন! ইনি এখন অপমানের শোক সাগরে নিমগ্ন— অঙ্গরাজের জন্য একে এখন উপেক্ষ করা উচিত নয়। এর দ্বারাই শক্রগণ শাসিত হওয়া উচিত—আর, তা যদি না হয়, ইনি কি অত্যন্ত ব্যথিত হবেন না ? অশ্ব —রাজন্‌! কোঁৱৰেশ্বর ! এখনও উচিত-অনুচিতের বিচার? বন্দিগণ স্তুতিবাদে তোমারে জাগাতে এত করিল যতন জাগিলে না তবু তুমি করিয়াও সারা নিশি নিদ্রায় যাপন ? অকেশব, অপাণ্ডব, সোম বংশ-শূন্ত আজি করিব ভূবন। রণ-পরামর্শ সব করিব গো বাহু-বলে আজি সমাপন। নৃপ-বন-ভারাক্রান্ত ধরা-ভার দেখো আজি করিব হরণ ॥ কর্ণ।—দ্রোণাত্মজ ! এ সব বলা সহজ কিন্তু করা দুষ্কর । আর, কৌরবসৈন্যের সাহায্যে এ কাজ অনেকেই করতে পারে। অশ্ব —অঙ্গরাজ, সে কথা মৃত্য। কৌরব-সৈন্যের সাহায্যে অনেকেই এ কার্য্য সাধন করতে পারে বটে। দেখ, আমি শুধু